জিরো ব্যালেন্সের নেতাকে মুখ্যমন্ত্রী হিরো বানাচ্ছেন, অভিষেককে কটাক্ষ রাজুর - BJP-র রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়
🎬 Watch Now: Feature Video
"আমরা ভয় পাচ্ছি না । বেড়াল তো গর্তে ছিল । এখন আবার যেভাবে ED-CBI, ইনকাম ট্যাক্স ঘুরছে আবার না অন্য গর্তে ঢুকে যায় । যার দুধের দাঁতই ভাঙেনি তাকে আর কি বলব !" আজ দুর্গাপুরের রাতুয়াড়িতে চায়ে পে চর্চায় যোগ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন BJP-র রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, "জিরো ব্যালেন্সের নেতাকে মুখ্যমন্ত্রী হিরো বানাচ্ছেন ।"