কয়লা চোর, গোরু পাচারকারীর কথার জবাব দিই না : কৈলাস - Coal thieves and cattle smugglers
🎬 Watch Now: Feature Video
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাম না করে কয়লা চোর এবং গোরু পাচারকারী বললেন বিজেপির পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় । প্রসঙ্গত দক্ষিণ দিনাজপুরে আজ একটি জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে গঙ্গায় ছুড়ে ফেলার আহ্বান জানান । এর প্রতিক্রিয়ায় পটনা থেকে ফেরার পথে কলকাতা বিমানবন্দরে কৈলাস বলেন, "জনগণ ঠিক করবে নির্বাচনে কী হবে, অভিষেক তা ঠিক করবেন না । কয়লা চোর এবং গোরু পাচারকারী কী বলল তার উত্তর আমি দিই না । আগামী বিধানসভা নির্বাচনের মানুষ তাঁকে কোথায় ছুড়ে ফেলে তা আমরা সবাই দেখতে পারব । "