24 ঘণ্টা ধরনার পর বিয়েতে রাজি প্রেমিকা - dharna
🎬 Watch Now: Feature Video
ধরনা দিয়ে শেষ পর্যন্ত ভালোবাসার জয় ছিনিয়ে আনলেন ধুপগুড়ির অনন্ত বর্মণ । অবশেষে তাঁকে বিয়ে করলেন প্রেমিকা লিপিকা রায় । গতকাল বিকেল থেকে লিপিকার বাড়ির সামনে ধরনায় বসেন অনন্ত। তাঁর দাবি ছিল, লিপিকার সঙ্গে 8 বছরের প্রণয়ের সর্ম্পক রয়েছে । সেই ভালোবাসারই দাম চেয়ে ধরনায় বসেছিলেন অনন্ত । অবশেষে আজ তাঁকে বিয়ে করতে রাজি হন লিপিকা । নিজের বাড়িতে নিয়ে গিয়ে লিপিকার সিঁথিতে সিঁদুর পরান অনন্ত । দেখুন ভিডিয়ো...