গুরুংকে বিশ্বাসঘাতক বলে আক্রমণ রাজু বিস্তার - শিলিগুড়ি সংলগ্ন নকশালবাড়ির নিরুপানি এলাকা
🎬 Watch Now: Feature Video
আজ বিমল গুরুংকে আক্রমণ করলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা । তিনি বলেন, তৃণমূলের পরাজয় এবার নিশ্চিত । মানুষ দেখেছে তৃণমূল কীভাবে লুটেছে । গুরুঙের উদ্দেশে তিনি বলেন, "বিমল দাদা আপনার জন্য দুঃখ হয় যে আপনি বিশ্বাস রাখলেন না। যে বিশ্বাসঘাতকতা তুমি করেছ তারপর আর তোমার সঙ্গে থাকা সম্ভব নয়। এর ফল তুমি নিজেই ভুগবে। আমরা যা করতে পারতাম তোমার কলকাতার দিদি তা সিঁকি ভাগও করতে পারবে না। যাকে কথায় কথায় গালমন্দ করেছ এখন তাকেই রাজনীতির জন্য মুখ্যমন্ত্রী দেখতে চাও। তোমার সিদ্ধান্ত গোর্খাজাতি মেনে নেবে না।"