ETV Bharat / bharat

স্কুলে খেলতে গিয়ে নর্দমায়, মৃত্যু খুদে পড়ুয়ার - CHILD DEATH IN SCHOOL

টিফিনে সকলের সঙ্গে খেলায় মেতেছিল সাড়ে তিন বছরের লিয়া ৷ নর্দমার ঢাকনার উপর দাঁড়াতেই অঘটন ৷ নিমেষেই শেষ সবকিছু ৷

Girl Student Death in School
স্কুলে গিয়ে নর্দমায় পড়ে মৃত্যু খুদে পড়ুয়ার (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 3, 2025, 8:27 PM IST

ভিল্লুপুরম (তামিলনাড়ু), 3 জানুয়ারি: স্কুলে গিয়ে দুর্ঘটনা ৷ নর্দমায় পড়ে মৃত্যু সাড়ে তিন বছরের পড়ুয়া লিয়া লক্ষ্মীর ৷ শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর ভিল্লুপুরম জেলার ভিক্রাভান্দি এলাকার একটি বেসরকারি স্কুলে ৷ বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায় ৷ স্কুলের সামনে ক্ষোভে ফেটে পড়ে নিহত শিশুর পরিবারের লোকজন ৷ থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ৷

পুলিশের প্রাথমিক তদন্ত অনুসারে জানা গিয়েছে, পালানিভেল ও শিবশঙ্করি নামে এক দম্পতির সাড়ে তিন বছরের মেয়ে লিয়া লক্ষ্মী ভিল্লুপুরম জেলার ভিক্রাভান্দির একটি বেসরকারি স্কুলে লোয়ার কেজিতে পড়ত । এদিন স্কুলে খেলার সময় ভাঙাচোরা ওই নর্দমার ঢাকনার উপর দাঁড়িয়ে ছিল লিয়া । সেই সময় হঠাৎ ট্যাঙ্কের লোহার ঢাকনা ভেঙে ওই ছাত্রী নর্দমার ভিতর পড়ে যায় ।

এই খবর পেয়ে ভিক্রাভান্দি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ৷ এরপর ময়নাতদন্তের জন্য মুন্ডিয়ামবাক্কাম সরকারি হাসপাতালে পাঠানো হয় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

এই দুর্ঘটনার জেরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে নিহত শিশুর পরিবার । যার ফলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় । পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ মৃত শিশুর পরিবারের দাবি, স্কুল কর্তৃপক্ষের উদাসীনতার জন্যই এই দুর্ঘটনা ঘটেছে ৷ ওই নর্দমা ভাঙাচোরা জানার পরও কেন শিশুদের ওদিকে যেতে দেওয়া হয়েছিল ? স্কুলের শিক্ষক-শিক্ষিকারা কেন দেখেননি বিষয়টা ৷

ভিল্লুপুরম (তামিলনাড়ু), 3 জানুয়ারি: স্কুলে গিয়ে দুর্ঘটনা ৷ নর্দমায় পড়ে মৃত্যু সাড়ে তিন বছরের পড়ুয়া লিয়া লক্ষ্মীর ৷ শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর ভিল্লুপুরম জেলার ভিক্রাভান্দি এলাকার একটি বেসরকারি স্কুলে ৷ বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায় ৷ স্কুলের সামনে ক্ষোভে ফেটে পড়ে নিহত শিশুর পরিবারের লোকজন ৷ থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ৷

পুলিশের প্রাথমিক তদন্ত অনুসারে জানা গিয়েছে, পালানিভেল ও শিবশঙ্করি নামে এক দম্পতির সাড়ে তিন বছরের মেয়ে লিয়া লক্ষ্মী ভিল্লুপুরম জেলার ভিক্রাভান্দির একটি বেসরকারি স্কুলে লোয়ার কেজিতে পড়ত । এদিন স্কুলে খেলার সময় ভাঙাচোরা ওই নর্দমার ঢাকনার উপর দাঁড়িয়ে ছিল লিয়া । সেই সময় হঠাৎ ট্যাঙ্কের লোহার ঢাকনা ভেঙে ওই ছাত্রী নর্দমার ভিতর পড়ে যায় ।

এই খবর পেয়ে ভিক্রাভান্দি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ৷ এরপর ময়নাতদন্তের জন্য মুন্ডিয়ামবাক্কাম সরকারি হাসপাতালে পাঠানো হয় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

এই দুর্ঘটনার জেরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে নিহত শিশুর পরিবার । যার ফলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় । পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ মৃত শিশুর পরিবারের দাবি, স্কুল কর্তৃপক্ষের উদাসীনতার জন্যই এই দুর্ঘটনা ঘটেছে ৷ ওই নর্দমা ভাঙাচোরা জানার পরও কেন শিশুদের ওদিকে যেতে দেওয়া হয়েছিল ? স্কুলের শিক্ষক-শিক্ষিকারা কেন দেখেননি বিষয়টা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.