ETV Bharat / state

দক্ষিণ-পূর্ব রেলে ট্রেন বাতিলের ঘোষণা, চলবে গঙ্গাসাগর স্পেশাল - TRAIN CANCEL

জানুয়ারি মাসে বেশ কিছু ট্রেন বাতিলের কথা জানাল দক্ষিণ পূর্ব রেলওয়ে ৷ তবে গঙ্গাসাগর মেলার জন্য বিশেষ ট্রেন চালানোর কথা জানানো হয়েছে ৷

Train Cancel
ট্রেন বাতিলের ঘোষণা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 3, 2025, 10:10 PM IST

কলকাতা, 3 জানুয়ারি: ফের ট্রেন বাতিলের ঘোষণা ৷ দক্ষিণ-পূর্ব রেলে প্ল্যাটফর্ম, ট্র্যাক ও আরও একাধিক কাজের জন্য বেশ কিছু ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে এবং যাত্রাপথ নিয়ন্ত্রণ করা হয়েছে । বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন ৷

অন্যদিকে, গঙ্গাসাগর মেলায় ভিড় নিয়ন্ত্রণের জন্য 6 দিন বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল ৷ অর্থাৎ, 12, 13, 14, 15, 16 এবং 17 জানুয়ারি পর্যন্ত শিয়ালদা/কলকাতা টার্মিনাল লক্ষ্মীকান্তপুর নামখানা শাখায় 12টি গ্যালোপিং ইএমইউ মেলা স্পেশাল ট্রেন চলবে বলে জানা গিয়েছে । এছাড়াও আরও তিনটি ইএমইউ লোকালে পরিষেবার সম্প্রসারণ করা হয়েছে ।

বাতিল হওয়া ট্রেনের তালিকা :

1. 18601/18602 টাটানগর-হাতিয়া-টাটানগর এক্সপ্রেস - 5 এবং 7 থেকে 16 জানুয়ারি পর্যন্ত বাতিল থাকবে ।

2. 18114 বিলাসপুর-টাটানগর এক্সপ্রেস - 4 এবং 6 থেকে 15 জানুয়ারি পর্যন্ত বাতিল থাকবে ।

3. 18113 টাটানগর-বিলাসপুর এক্সপ্রেস - 5 এবং 7 থেকে 16 জানুয়ারি পর্যন্ত বাতিল থাকবে ।

4. 13512/13511 আসানসোল-টাটানগর-আসানসোল এক্সপ্রেস 5 জানুয়ারি বাতিল থাকবে ।

5. 58023/58024 টাটানগর-বারকাকানা-টাটানগর স্পেশাল 5 এবং 8 জানুয়ারি বাতিল থাকবে ।

6. 08697/08698 ঝাড়গ্রাম-পুরুলিয়া-ঝাড়গ্রাম মেমু - 6, 8 এবং 9 জানুয়ারি বাতিল থাকবে ।

7. 68055/68056 আসানসোল-টাটানগর-আসানসোল মেমু - 5 এবং 8 জানুয়ারি বাতিল থাকবে ।

8. 58021/58022 খড়গপুর-টাটানগর-খড়গপুর স্পেশাল - 5 জানুয়ারি বাতিল থাকবে ।

9. 68005/68006 খড়গপুর-টাটানগর-খড়গপুর মেমু স্পেশাল - 5 জানুয়ারি বাতিল থাকবে ।

10. 18628/18627 রাঁচি-হাওড়া-রাঁচি এক্সপ্রেস - 7 এবং 12 জানুয়ারি বাতিল থাকবে ।

11. 68036/68035 হাতিয়া-টাটানগর-হাতিয়া মেমু - 7 থেকে 12 জানুয়ারি পর্যন্ত বাতিল থাকবে ।

12. 58663/58664 হাতিয়া-শঙ্কি-হাতিয়া মেমু - 7 থেকে 16 জানুয়ারি পর্যন্ত বাতিল থাকবে ।

13. 58665/58666 হাতিয়া-শঙ্কি-হাতিয়া মেমু - 7 থেকে 16 জানুয়ারি পর্যন্ত বাতিল থাকবে ।

14. 18036/18035 হাতিয়া-খড়গপুর-হাতিয়া এক্সপ্রেস - 7 থেকে 16 জানুয়ারি পর্যন্ত বাতিল থাকবে ।

15. 18175/18176 হাতিয়া-ঝাড়সুগুড়া-হাতিয়া এক্সপ্রেস - 7 থেকে 12 জানুয়ারি পর্যন্ত বাতিল থাকবে ।

16. 58034/58033 রাঁচি-বোকারো স্টিল সিটি-রাঁচি মেমু এক্সপ্রেস - 7 থেকে 16 জানুয়ারি পর্যন্ত বাতিল থাকবে ।

নিম্নোক্ত ট্রেনগুলি সংক্ষিপ্ত যাত্রা করবে :

1. 68055/68056 আসানসোল-টাটানগর-আসানসোল মেমু স্পেশাল - 6 এবং 9 জানুয়ারি পুরুলিয়া পর্যন্ত যাবে আবার পুরুলিয়া থেকেই সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে ।

2. 13301/13302 ধানবাদ-টাটানগর-ধানবাদ এক্সপ্রেস - 5, 6 ও 8 এবং 9 জানুয়ারি আদ্রা পর্যন্ত যাবে আবার ওখান থেকেই যাত্রা শুরু করবে ।

3. 18033/18034 হাওড়া-ঘাটশিলা-হাওড়া মেমু এক্সপ্রেস 5 জানুয়ারি খড়গপুর পর্যন্ত যাবে আবার ওখান থেকেই যাত্রা শুরু করবে ।

যাত্রাপথ পরিবর্তন হওয়া ট্রেনের তালিকা :

1. 22892 রাঁচি-হাওড়া এক্সপ্রেস - 9 জানুয়ারি কোতশিলা-রাজবেরা-জামুনিয়াতান্ড-আদ্রা-মেদিনীপুর-খড়গপুর হয়ে গন্তব্যে পৌঁছবে ।

2. 07255 হায়দরাবাদ-পটনা স্পেশাল - 8 জানুয়ারি রাউরকেল্লা-সিনি-চাঁদিল-মুড়ি-কোতশিলা হয়ে গন্তব্যে পৌঁছবে ।

3. 13425 মালদা টাউন-সুরাট এক্সপ্রেস - 11 জানুয়ারি কোতশিলা-মুড়ি-চাঁদিল-সিনি-রাউরকেল্লা হয়ে গন্তব্যে পৌঁছবে ।

4. 07052 রক্সৌল-সেকেন্দ্রাবাদ স্পেশাল - 7 জানুয়ারি কোতশিলা-মুড়ি-চাঁদিল-সিনি-রাউরকেল্লা হয়ে গন্তব্যে পৌঁছবে ।

সময় পরিবর্তিত হওয়া ট্রেনের তালিকা :

1. 20897 হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস - 5 জানুয়ারি হাওড়া থেকে 2.35-এর পরিবর্তে 3.35 মিনিটে ছাড়বে ।

2. 20887 রাঁচি-বারাণসী বন্দে ভারত এক্সপ্রেস - 7 থেকে 12 জানুয়ারি রাঁচি থেকে 5.10-এর পরিবর্তে 05.40-এ ছাড়বে ।

কলকাতা, 3 জানুয়ারি: ফের ট্রেন বাতিলের ঘোষণা ৷ দক্ষিণ-পূর্ব রেলে প্ল্যাটফর্ম, ট্র্যাক ও আরও একাধিক কাজের জন্য বেশ কিছু ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে এবং যাত্রাপথ নিয়ন্ত্রণ করা হয়েছে । বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন ৷

অন্যদিকে, গঙ্গাসাগর মেলায় ভিড় নিয়ন্ত্রণের জন্য 6 দিন বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল ৷ অর্থাৎ, 12, 13, 14, 15, 16 এবং 17 জানুয়ারি পর্যন্ত শিয়ালদা/কলকাতা টার্মিনাল লক্ষ্মীকান্তপুর নামখানা শাখায় 12টি গ্যালোপিং ইএমইউ মেলা স্পেশাল ট্রেন চলবে বলে জানা গিয়েছে । এছাড়াও আরও তিনটি ইএমইউ লোকালে পরিষেবার সম্প্রসারণ করা হয়েছে ।

বাতিল হওয়া ট্রেনের তালিকা :

1. 18601/18602 টাটানগর-হাতিয়া-টাটানগর এক্সপ্রেস - 5 এবং 7 থেকে 16 জানুয়ারি পর্যন্ত বাতিল থাকবে ।

2. 18114 বিলাসপুর-টাটানগর এক্সপ্রেস - 4 এবং 6 থেকে 15 জানুয়ারি পর্যন্ত বাতিল থাকবে ।

3. 18113 টাটানগর-বিলাসপুর এক্সপ্রেস - 5 এবং 7 থেকে 16 জানুয়ারি পর্যন্ত বাতিল থাকবে ।

4. 13512/13511 আসানসোল-টাটানগর-আসানসোল এক্সপ্রেস 5 জানুয়ারি বাতিল থাকবে ।

5. 58023/58024 টাটানগর-বারকাকানা-টাটানগর স্পেশাল 5 এবং 8 জানুয়ারি বাতিল থাকবে ।

6. 08697/08698 ঝাড়গ্রাম-পুরুলিয়া-ঝাড়গ্রাম মেমু - 6, 8 এবং 9 জানুয়ারি বাতিল থাকবে ।

7. 68055/68056 আসানসোল-টাটানগর-আসানসোল মেমু - 5 এবং 8 জানুয়ারি বাতিল থাকবে ।

8. 58021/58022 খড়গপুর-টাটানগর-খড়গপুর স্পেশাল - 5 জানুয়ারি বাতিল থাকবে ।

9. 68005/68006 খড়গপুর-টাটানগর-খড়গপুর মেমু স্পেশাল - 5 জানুয়ারি বাতিল থাকবে ।

10. 18628/18627 রাঁচি-হাওড়া-রাঁচি এক্সপ্রেস - 7 এবং 12 জানুয়ারি বাতিল থাকবে ।

11. 68036/68035 হাতিয়া-টাটানগর-হাতিয়া মেমু - 7 থেকে 12 জানুয়ারি পর্যন্ত বাতিল থাকবে ।

12. 58663/58664 হাতিয়া-শঙ্কি-হাতিয়া মেমু - 7 থেকে 16 জানুয়ারি পর্যন্ত বাতিল থাকবে ।

13. 58665/58666 হাতিয়া-শঙ্কি-হাতিয়া মেমু - 7 থেকে 16 জানুয়ারি পর্যন্ত বাতিল থাকবে ।

14. 18036/18035 হাতিয়া-খড়গপুর-হাতিয়া এক্সপ্রেস - 7 থেকে 16 জানুয়ারি পর্যন্ত বাতিল থাকবে ।

15. 18175/18176 হাতিয়া-ঝাড়সুগুড়া-হাতিয়া এক্সপ্রেস - 7 থেকে 12 জানুয়ারি পর্যন্ত বাতিল থাকবে ।

16. 58034/58033 রাঁচি-বোকারো স্টিল সিটি-রাঁচি মেমু এক্সপ্রেস - 7 থেকে 16 জানুয়ারি পর্যন্ত বাতিল থাকবে ।

নিম্নোক্ত ট্রেনগুলি সংক্ষিপ্ত যাত্রা করবে :

1. 68055/68056 আসানসোল-টাটানগর-আসানসোল মেমু স্পেশাল - 6 এবং 9 জানুয়ারি পুরুলিয়া পর্যন্ত যাবে আবার পুরুলিয়া থেকেই সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে ।

2. 13301/13302 ধানবাদ-টাটানগর-ধানবাদ এক্সপ্রেস - 5, 6 ও 8 এবং 9 জানুয়ারি আদ্রা পর্যন্ত যাবে আবার ওখান থেকেই যাত্রা শুরু করবে ।

3. 18033/18034 হাওড়া-ঘাটশিলা-হাওড়া মেমু এক্সপ্রেস 5 জানুয়ারি খড়গপুর পর্যন্ত যাবে আবার ওখান থেকেই যাত্রা শুরু করবে ।

যাত্রাপথ পরিবর্তন হওয়া ট্রেনের তালিকা :

1. 22892 রাঁচি-হাওড়া এক্সপ্রেস - 9 জানুয়ারি কোতশিলা-রাজবেরা-জামুনিয়াতান্ড-আদ্রা-মেদিনীপুর-খড়গপুর হয়ে গন্তব্যে পৌঁছবে ।

2. 07255 হায়দরাবাদ-পটনা স্পেশাল - 8 জানুয়ারি রাউরকেল্লা-সিনি-চাঁদিল-মুড়ি-কোতশিলা হয়ে গন্তব্যে পৌঁছবে ।

3. 13425 মালদা টাউন-সুরাট এক্সপ্রেস - 11 জানুয়ারি কোতশিলা-মুড়ি-চাঁদিল-সিনি-রাউরকেল্লা হয়ে গন্তব্যে পৌঁছবে ।

4. 07052 রক্সৌল-সেকেন্দ্রাবাদ স্পেশাল - 7 জানুয়ারি কোতশিলা-মুড়ি-চাঁদিল-সিনি-রাউরকেল্লা হয়ে গন্তব্যে পৌঁছবে ।

সময় পরিবর্তিত হওয়া ট্রেনের তালিকা :

1. 20897 হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস - 5 জানুয়ারি হাওড়া থেকে 2.35-এর পরিবর্তে 3.35 মিনিটে ছাড়বে ।

2. 20887 রাঁচি-বারাণসী বন্দে ভারত এক্সপ্রেস - 7 থেকে 12 জানুয়ারি রাঁচি থেকে 5.10-এর পরিবর্তে 05.40-এ ছাড়বে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.