ETV Bharat / bharat

দ্বিতীয় ওয়ান-ডে’র আগে পুরীর জগন্নাথ দর্শনে অক্ষর-ওয়াশিংটন-বরুণ - INDIA VS ENGLAND 2ND ODI

রবিবার বারাবাটি স্টেডিয়ামে ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় ওয়ান-ডে ৷ ম্যাচের আগেরদিন সকালে পুরী গেলেন ভারতীয় ক্রিকেটাররা ৷

INDIA VS ENGLAND 2ND ODI
দ্বিতীয় ওয়ান-ডে’র আগে পুরীর জগন্নাথ দর্শনে অক্ষর-ওয়াশিংটন-বরুণ ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 8, 2025, 3:28 PM IST

পুরী, 8 ফেব্রুয়ারি: শনিবার সাতসকালে পুরী পৌঁছে গেলেন ভারতীয় দলের কয়েকজন ক্রিকেটার ৷ সেখানে পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিলেন তাঁরা ৷ রবিবার কটকের বারাবাটি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান-ডে খেলতে নামবে ভারত ৷ তার আগেরদিন সকালে পুরীর মন্দিরে পুজো দিতে দেখা গেল অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর এবং বরুণ চক্রবর্তীকে ৷

শুক্রবার সন্ধেয় পুরী পৌঁছায় ভারতীয় দল ৷ তারপর এ দিন সকালেই পুরীর মন্দিরে পৌঁছে যান তিন ভারতীয় স্পিনার ৷ পুরী পৌঁছে পুলিশি নিরাপত্তায় জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন তাঁরা ৷ ই-রিক্সায় চড়ে মন্দিরে পৌঁছান অক্ষর, ওয়াশিংটন এবং বরুণ ৷ তিন ক্রিকেটারকে ধুমধামের সঙ্গে মন্দিরে স্বাগত জানানো হয় এ দিন ৷

মন্দিরে পুজো দেওয়ার পর, তাঁদের জগন্নাথ মন্দিরের চূড়ায় থাকা পতাকার অংশ অর্থাৎ, 'পতিতপাবন বানা' দিয়ে সম্মান জানানো হয় ৷ রবিবার দুপুরে দ্বিতীয় ওয়ান-ডে ম্যাচ খেলতে নামছে ভারত ৷ যে ম্যাচে বিরাট কোহলির প্রথম একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে ৷ নাগপুরে ম্যাচের আগের দিন অনুশীলনে ডান পায়ের হাঁটুতে চোট লাগে তাঁর ৷ যার জেরে বিরাটের বদলে শ্রেয়স আইয়ারকে খেলানো হয় ৷

তবে, বিরাট প্রথম একাদশে ফিরলে কে ডাগআউটে বসবেন, সেটাই এখন দেখার ৷ কারণ, কোহলি খেললে তিনি তিন নম্বরে ব্যাটিং করবেন ৷ সেক্ষেত্রে প্রথম ম্যাচে তিন নম্বরে ব্যাট করে সিরিজে দলের সহ-অধিনায়ক শুভমন গিল 87 রানের ইনিংস খেলেছেন ৷ অন্যদিকে, বিরাটের জায়গায় খেলা শ্রেয়স আইয়ারও হাফ সেঞ্চুরি করেছেন ৷ ফলে বিরাট ঢুকলে প্রথম একাদশ থেকে কে বাদ পড়বেন, সেটাই বড় প্রশ্ন ৷

সেক্ষেত্রে ওপেনিংয়ে বদল হলেও হতে পারে ৷ প্রথম ম্যাচে ওয়ান-ডে অভিষেক করা যস্বশী জয়সওয়ালকে বসিয়ে শুভমনকে ওপেনিংয়ে তুলে আনতে পারে টিম ম্যানেজমেন্ট ৷ আর সেক্ষেত্রে বিরাট তিন নম্বরে খেলবেন এবং শ্রেয়স চারে খেলবেন ৷ বাকি দলে বদলের সম্ভাবনা খুব একটা নেই রবিবারের ওয়ান-ডে ম্যাচে ৷

পুরী, 8 ফেব্রুয়ারি: শনিবার সাতসকালে পুরী পৌঁছে গেলেন ভারতীয় দলের কয়েকজন ক্রিকেটার ৷ সেখানে পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিলেন তাঁরা ৷ রবিবার কটকের বারাবাটি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান-ডে খেলতে নামবে ভারত ৷ তার আগেরদিন সকালে পুরীর মন্দিরে পুজো দিতে দেখা গেল অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর এবং বরুণ চক্রবর্তীকে ৷

শুক্রবার সন্ধেয় পুরী পৌঁছায় ভারতীয় দল ৷ তারপর এ দিন সকালেই পুরীর মন্দিরে পৌঁছে যান তিন ভারতীয় স্পিনার ৷ পুরী পৌঁছে পুলিশি নিরাপত্তায় জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন তাঁরা ৷ ই-রিক্সায় চড়ে মন্দিরে পৌঁছান অক্ষর, ওয়াশিংটন এবং বরুণ ৷ তিন ক্রিকেটারকে ধুমধামের সঙ্গে মন্দিরে স্বাগত জানানো হয় এ দিন ৷

মন্দিরে পুজো দেওয়ার পর, তাঁদের জগন্নাথ মন্দিরের চূড়ায় থাকা পতাকার অংশ অর্থাৎ, 'পতিতপাবন বানা' দিয়ে সম্মান জানানো হয় ৷ রবিবার দুপুরে দ্বিতীয় ওয়ান-ডে ম্যাচ খেলতে নামছে ভারত ৷ যে ম্যাচে বিরাট কোহলির প্রথম একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে ৷ নাগপুরে ম্যাচের আগের দিন অনুশীলনে ডান পায়ের হাঁটুতে চোট লাগে তাঁর ৷ যার জেরে বিরাটের বদলে শ্রেয়স আইয়ারকে খেলানো হয় ৷

তবে, বিরাট প্রথম একাদশে ফিরলে কে ডাগআউটে বসবেন, সেটাই এখন দেখার ৷ কারণ, কোহলি খেললে তিনি তিন নম্বরে ব্যাটিং করবেন ৷ সেক্ষেত্রে প্রথম ম্যাচে তিন নম্বরে ব্যাট করে সিরিজে দলের সহ-অধিনায়ক শুভমন গিল 87 রানের ইনিংস খেলেছেন ৷ অন্যদিকে, বিরাটের জায়গায় খেলা শ্রেয়স আইয়ারও হাফ সেঞ্চুরি করেছেন ৷ ফলে বিরাট ঢুকলে প্রথম একাদশ থেকে কে বাদ পড়বেন, সেটাই বড় প্রশ্ন ৷

সেক্ষেত্রে ওপেনিংয়ে বদল হলেও হতে পারে ৷ প্রথম ম্যাচে ওয়ান-ডে অভিষেক করা যস্বশী জয়সওয়ালকে বসিয়ে শুভমনকে ওপেনিংয়ে তুলে আনতে পারে টিম ম্যানেজমেন্ট ৷ আর সেক্ষেত্রে বিরাট তিন নম্বরে খেলবেন এবং শ্রেয়স চারে খেলবেন ৷ বাকি দলে বদলের সম্ভাবনা খুব একটা নেই রবিবারের ওয়ান-ডে ম্যাচে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.