ETV Bharat / entertainment

যেকোনও সময় বন্ধ হতে পারে শুটিং! ধারাবাহিকের কাজ এগোতে চরম ব্যস্ততা ফ্লোরে - SHOOTING STARTS IN TOLLYWOOD

পরিচালক ও কলাকুশলীদের মধ্যে জটিলতার জেরে বন্ধ হয়েছিল টলিপাড়ায় শুটিং ৷ শুক্রবার ফ্লোর পরিদর্শনে গিয়েছিলেন ফেডারেশন কর্তা স্বরূপ বিশ্বাস ৷

shooting starts in Tollywood
ফ্লোরে ফ্লোরে শুটিং শুরু টলিপাড়ায় (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Feb 8, 2025, 5:59 PM IST

কলকাতা, 8 ফেব্রুয়ারি: অবশেষে রাজ্যের দুই মন্ত্রীর সঙ্গে আলোচনার পর জট খুলেছে টলিপাড়ায় । শনিবার সকাল থেকেই ফের চেনা ছন্দে ফিরেছে শুটিং ফ্লোর । তবে যেকোনও সময় বন্ধ হতে পারে শুটিং ৷ এমনটাই আশঙ্কা প্রকাশ করছেন শুটিং ফ্লোরের অনেকে ৷ তাই সময় নষ্ট করতে নারাজ প্রযোজক থেকে চ্যানেল কর্তৃপক্ষ ৷

যদিও শুক্রবার বেশ কয়েকটি ফ্লোরে শুটিং হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে । তবে, সাময়িক কথাবার্তার পর এখন জট কাটিয়ে পুরোদমে চলছে শুটিং । শুটিংয়ের ব্যস্ততার দরুণ তাই ফ্লোরের ভিতরেও সংবাদমাধ্যমের জন্য রয়েছে কড়া নিষেধাজ্ঞা জারি হয়েছে । কারণ, দ্রুত এগিয়ে নিয়ে যেতে হবে ধারাবাহিকের এপিসোড । কেন বাড়তি ব্যস্ততা?

চরম ব্যস্ততা শুটিং ফ্লোরে (ইটিভি ভারত)

এই বিষয়ে টলিপাড়ার নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, "পরিস্থিতি এমন যে যেকোনও সময়েই বন্ধ হয়ে যেতে পারে শুটিং । তাই কথা বলে সময় নষ্ট না করে শুটিং এগিয়ে নিয়ে যেতে মরিয়া ধারাবাহিকের প্রযোজক থেকে চ্যানেল কর্তৃপক্ষ ।"

shooting starts in Tollywood
শুটিং ফ্লোরে কলাকুশলীরা (নিজস্ব ছবি)

পরিচালকদের তরফে জানানো হয়েছে, "সৃজিত রায় ও জয়দীপ মুখোপাধ্যায়ের সঙ্গে ফেডারেশনের যে সমস্যা ছিল তার প্রতিকার হয়েছে । আর আমাদের যে দাবি বা সমস্যা সেগুলি লিখিত জানাতে হবে । 20 ফেব্রুয়ারির পর আমাদের সবার সঙ্গে বসে সামনাসামনি আলোচনা করে একটি সমাধানে আসা যাবে বলে আশ্বাস দিয়েছেন অরূপ বিশ্বাস । উনি বলেছেন সমস্যা হলে উনি পাশে আছেন । এই সমস্যা এই মাসের মধ্যেই মোকাবিলা হবে বলে উনি আশ্বাস দিয়েছেন ।"

shooting starts in Tollywood
টলিপাড়া (নিজস্ব ছবি)

উল্লেখ্য, শুটিং ঘিরে জটিলতার তৈরি হয় টলিপাড়ায় । যার জেরে পরিচালকেরা নিজেদের শুটিং প্রত্যাহার করেন । কারণ তাঁদেরই সতীর্থ কৌশিক গঙ্গোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায় এবং সৃজিত রায়ের সঙ্গে কাজ করতে অসহযোগিতা করেছেন কলাকুশলীরা । তাঁদের দাবি, এই তিন পরিচালক সংগঠনবিরোধী কথা বলেছেন । যদিও কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মীমাংসা হয়ে গিয়েছে বলে দাবি ফেডারেশন কর্তা স্বরূপ বিশ্বাসের ৷ তিনি নিজে বিভিন্ন ফ্লোর ঘুরে দেখেন শুক্রবার ৷

shooting starts in Tollywood
মন্ত্রীর হস্তক্ষেপে জট খুলল টলিপাড়ায় (নিজস্ব ছবি)

কলকাতা, 8 ফেব্রুয়ারি: অবশেষে রাজ্যের দুই মন্ত্রীর সঙ্গে আলোচনার পর জট খুলেছে টলিপাড়ায় । শনিবার সকাল থেকেই ফের চেনা ছন্দে ফিরেছে শুটিং ফ্লোর । তবে যেকোনও সময় বন্ধ হতে পারে শুটিং ৷ এমনটাই আশঙ্কা প্রকাশ করছেন শুটিং ফ্লোরের অনেকে ৷ তাই সময় নষ্ট করতে নারাজ প্রযোজক থেকে চ্যানেল কর্তৃপক্ষ ৷

যদিও শুক্রবার বেশ কয়েকটি ফ্লোরে শুটিং হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে । তবে, সাময়িক কথাবার্তার পর এখন জট কাটিয়ে পুরোদমে চলছে শুটিং । শুটিংয়ের ব্যস্ততার দরুণ তাই ফ্লোরের ভিতরেও সংবাদমাধ্যমের জন্য রয়েছে কড়া নিষেধাজ্ঞা জারি হয়েছে । কারণ, দ্রুত এগিয়ে নিয়ে যেতে হবে ধারাবাহিকের এপিসোড । কেন বাড়তি ব্যস্ততা?

চরম ব্যস্ততা শুটিং ফ্লোরে (ইটিভি ভারত)

এই বিষয়ে টলিপাড়ার নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, "পরিস্থিতি এমন যে যেকোনও সময়েই বন্ধ হয়ে যেতে পারে শুটিং । তাই কথা বলে সময় নষ্ট না করে শুটিং এগিয়ে নিয়ে যেতে মরিয়া ধারাবাহিকের প্রযোজক থেকে চ্যানেল কর্তৃপক্ষ ।"

shooting starts in Tollywood
শুটিং ফ্লোরে কলাকুশলীরা (নিজস্ব ছবি)

পরিচালকদের তরফে জানানো হয়েছে, "সৃজিত রায় ও জয়দীপ মুখোপাধ্যায়ের সঙ্গে ফেডারেশনের যে সমস্যা ছিল তার প্রতিকার হয়েছে । আর আমাদের যে দাবি বা সমস্যা সেগুলি লিখিত জানাতে হবে । 20 ফেব্রুয়ারির পর আমাদের সবার সঙ্গে বসে সামনাসামনি আলোচনা করে একটি সমাধানে আসা যাবে বলে আশ্বাস দিয়েছেন অরূপ বিশ্বাস । উনি বলেছেন সমস্যা হলে উনি পাশে আছেন । এই সমস্যা এই মাসের মধ্যেই মোকাবিলা হবে বলে উনি আশ্বাস দিয়েছেন ।"

shooting starts in Tollywood
টলিপাড়া (নিজস্ব ছবি)

উল্লেখ্য, শুটিং ঘিরে জটিলতার তৈরি হয় টলিপাড়ায় । যার জেরে পরিচালকেরা নিজেদের শুটিং প্রত্যাহার করেন । কারণ তাঁদেরই সতীর্থ কৌশিক গঙ্গোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায় এবং সৃজিত রায়ের সঙ্গে কাজ করতে অসহযোগিতা করেছেন কলাকুশলীরা । তাঁদের দাবি, এই তিন পরিচালক সংগঠনবিরোধী কথা বলেছেন । যদিও কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মীমাংসা হয়ে গিয়েছে বলে দাবি ফেডারেশন কর্তা স্বরূপ বিশ্বাসের ৷ তিনি নিজে বিভিন্ন ফ্লোর ঘুরে দেখেন শুক্রবার ৷

shooting starts in Tollywood
মন্ত্রীর হস্তক্ষেপে জট খুলল টলিপাড়ায় (নিজস্ব ছবি)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.