কলকাতা, 8 ফেব্রুয়ারি: অবশেষে রাজ্যের দুই মন্ত্রীর সঙ্গে আলোচনার পর জট খুলেছে টলিপাড়ায় । শনিবার সকাল থেকেই ফের চেনা ছন্দে ফিরেছে শুটিং ফ্লোর । তবে যেকোনও সময় বন্ধ হতে পারে শুটিং ৷ এমনটাই আশঙ্কা প্রকাশ করছেন শুটিং ফ্লোরের অনেকে ৷ তাই সময় নষ্ট করতে নারাজ প্রযোজক থেকে চ্যানেল কর্তৃপক্ষ ৷
যদিও শুক্রবার বেশ কয়েকটি ফ্লোরে শুটিং হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে । তবে, সাময়িক কথাবার্তার পর এখন জট কাটিয়ে পুরোদমে চলছে শুটিং । শুটিংয়ের ব্যস্ততার দরুণ তাই ফ্লোরের ভিতরেও সংবাদমাধ্যমের জন্য রয়েছে কড়া নিষেধাজ্ঞা জারি হয়েছে । কারণ, দ্রুত এগিয়ে নিয়ে যেতে হবে ধারাবাহিকের এপিসোড । কেন বাড়তি ব্যস্ততা?
এই বিষয়ে টলিপাড়ার নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, "পরিস্থিতি এমন যে যেকোনও সময়েই বন্ধ হয়ে যেতে পারে শুটিং । তাই কথা বলে সময় নষ্ট না করে শুটিং এগিয়ে নিয়ে যেতে মরিয়া ধারাবাহিকের প্রযোজক থেকে চ্যানেল কর্তৃপক্ষ ।"
![shooting starts in Tollywood](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/08-02-2025/tollywood_08022025132653_0802f_1739001413_325.jpg)
পরিচালকদের তরফে জানানো হয়েছে, "সৃজিত রায় ও জয়দীপ মুখোপাধ্যায়ের সঙ্গে ফেডারেশনের যে সমস্যা ছিল তার প্রতিকার হয়েছে । আর আমাদের যে দাবি বা সমস্যা সেগুলি লিখিত জানাতে হবে । 20 ফেব্রুয়ারির পর আমাদের সবার সঙ্গে বসে সামনাসামনি আলোচনা করে একটি সমাধানে আসা যাবে বলে আশ্বাস দিয়েছেন অরূপ বিশ্বাস । উনি বলেছেন সমস্যা হলে উনি পাশে আছেন । এই সমস্যা এই মাসের মধ্যেই মোকাবিলা হবে বলে উনি আশ্বাস দিয়েছেন ।"
![shooting starts in Tollywood](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/08-02-2025/tollywood_08022025132653_0802f_1739001413_673.jpg)
উল্লেখ্য, শুটিং ঘিরে জটিলতার তৈরি হয় টলিপাড়ায় । যার জেরে পরিচালকেরা নিজেদের শুটিং প্রত্যাহার করেন । কারণ তাঁদেরই সতীর্থ কৌশিক গঙ্গোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায় এবং সৃজিত রায়ের সঙ্গে কাজ করতে অসহযোগিতা করেছেন কলাকুশলীরা । তাঁদের দাবি, এই তিন পরিচালক সংগঠনবিরোধী কথা বলেছেন । যদিও কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মীমাংসা হয়ে গিয়েছে বলে দাবি ফেডারেশন কর্তা স্বরূপ বিশ্বাসের ৷ তিনি নিজে বিভিন্ন ফ্লোর ঘুরে দেখেন শুক্রবার ৷
![shooting starts in Tollywood](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/08-02-2025/tollywood_08022025132653_0802f_1739001413_811.jpg)