বোলপুর, 8 ফেব্রুয়ারি: গরুপাচার ও আর্থিক তছরুপের মামলায় বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল-সহ তাঁর পরিবারের 36টি ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । ওই অ্যাকাউন্টগুলি থেকে মোট 25 কোটি 86 লক্ষ টাকা ছিল ৷ সেই টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে ৷ বিবৃতি দিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি জানিয়েছে, এখনও পর্যন্ত এই মামলায় মোট 51 কোটি 13 লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে ।
উল্লেখ্য, ভারত থেকে বাংলাদেশে গরুপাচার মামলার তদন্তে নেমেছিল সিবিআই । বিএসএফের প্রাক্তন কর্তা সতীশ শর্মা, গরুপাচারে অভিযুক্ত এনামুল হক, অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে ওই মামলায় গ্রেফতার করেছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ ধৃতদের জেরা করে 2022 সালের 11 অগস্ট বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই ।
![Anubrata Mondal](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/08-02-2025/wb-brmh-01-anubratamondalmoneyed-7203424_08022025134710_0802f_1739002630_351.jpg)
তদন্তে নেমে ব্যাপক আর্থিক তছরুপের হদিশ পান তদন্তকারী অফিসারেরা ৷ এরপরেই 2002 সালের পিএমএলএ অ্যাক্টে গরুপাচার মামলায় আর্থিক তছরুপ অভিযোগের তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । তদন্তের স্বার্থে অনুব্রত মণ্ডলকে হেফাজতে নিয়েছিল ইডি ।
ED, Headquarters Office has provisionally attached movable properties valued at Rs. 25.86 Crore under the provisions of PMLA, 2002 in the Cattle Smuggling Case. The attached properties include 36 Bank Accounts having total credit balance of Rs. 25.86 Crore in the name of Anubrata…
— ED (@dir_ed) February 7, 2025
পরে 2023 সালে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলকেও গ্রেফতার করেছিলেন তদন্তকারী অফিসারেরা ৷ যদিও, এক এক করে জামিন পান ধৃতরা ৷ শেষ দিল্লি রাউস অ্যাভিনিউ আদালতের নির্দেশে গত বছরের 20 জুলাই জামিনে ছাড়া পান অনুব্রত মণ্ডলও । তবে এই মামলায় ইতিমধ্যে অনুব্রত মণ্ডলের বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি ৷
![Anubrata Mondal](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/08-02-2025/wb-brmh-01-anubratamondalmoneyed-7203424_08022025134710_0802f_1739002630_552.jpg)
ইডি সূত্রে খবর, যদিও তদন্তে অনুব্রত মণ্ডলের মোট 48 কোটি 6 লক্ষ টাকার তছরুপের নথি পেয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ শুধু অনুব্রত মণ্ডল নয়, তাঁর পরিবারের লোকজনের স্থাবর-অস্থাবর সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে । যার মধ্যে আছে মেয়ে সুকন্যা মণ্ডলেরও সম্পত্তি । সব মিলিয়ে এখনও পর্যন্ত এই মামলায় মোট 51 কোটি 13 লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে ইডি । জানা গিয়েছে, ব্যাংক অ্যাকাউন্টের টাকা ছাড়াও, অনুব্রতর চাল কল, জমিও রয়েছে এই বাজেয়াপ্তর তালিকায় ৷
![Anubrata Mondal](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/08-02-2025/wb-brmh-01-anubratamondalmoneyed-7203424_08022025134710_0802f_1739002630_161.jpg)
উল্লেখ্য, 2 বছর পর জামিন পেয়ে বীরভূমে ফিরে ফের সক্রিয় রাজনীতিতে অংশ নিয়েছেন অনুব্রত মণ্ডল ৷ এই মুহূর্তে কেষ্ট-কাজল ঠান্ডা লড়াইয়ে সরগরম বীরভূমের দলীয় রাজনীতি । সেই সময় অনুব্রতর বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্তর খবরে জোর চর্চা শুরু ৷ বিধানসভা ভোটের আগে রাজনীতির আঙিনায় এর কোনও আঁচ পড়ে কি না তাই এখন দেখার অপেক্ষা ৷