কলকাতা, 8 ফেব্রুয়ারি: খেলার প্রতি ঠিক কতটা আগ্রহ থাকলে এমনটা কেউ করতে পারেন ! হ্যাঁ এমনই কিছু করেছেন সুদূর ইংল্যান্ডবাসী ডমিনিক উড ৷ ইংল্যান্ড থেকে কলকাতায় এসেছেন এককালের ভারতীয় ক্রিকেটার শরদিন্দু মুখোপাধ্যায়ের (বাপ্পাদা) সঙ্গে দেখা করতে এবং তাঁর অটোগ্রাফ নিতে ৷ তবে, এটুকুই নয়, কলকাতার আরও অনেক ক্রিকেটার, যাঁরা অল্পসময়ের জন্য হলেও জাতীয় দলে খেলেছেন, তাঁদেরও অটোগ্রাফও ডমিনিকের সংগ্রহে রয়েছে ৷
বিগত 40 বছর ধরে এই কাজ আবেগের বশে করে চলেছেন ডমিনিক এবং তাঁর ভাই ৷ আন্তর্জাতিক ক্রিকেটারদের অটোগ্রাফ সংগ্রহ করা তাঁদের নেশা ৷ সেই ডমিনিক উডের দেখা পাওয়া গেল ময়দান চত্বরে ৷ স্পোর্টস ইউনিয়ন ক্লাবের মাঠে যখন সিসিএল-এর অনুশীলন দিতে ব্যস্ত কোচ শরদিন্দু মুখোপাধ্যায়, তখনই তাঁর কাছে পৌঁছে গিয়েছিলেন ডমিনিক ৷ অটোগ্রাফ নেওয়ার জন্য ৷ ইটিভি ভারত শুনে নিল তাঁর এই আন্তর্জাতিক ক্রিকেটারদের অটোগ্রাফ নেওয়ার কাহিনি ৷
ডমিনিক বলেন, "এখানে আসতে আমার ভালো লাগে ৷ আমি এবার এসেছি শরদিন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে ৷ উনি ভারতীয় ক্রিকেট দলের হয়ে খেলেছেন ৷ তাই ওঁর অটোগ্রাফ নিতে আমি আগ্রহী হই ৷ ওঁর একটা প্রিন্টেড অটোগ্রাফ আমি পেয়েছি ৷ তবে, আজ এসেছি সেটার উপরে ওঁর নিজের হাতের স্বাক্ষর নেব বলে ৷"
ডমিনিক আরও বলেন, "বিগত 40 বছর ধরে আমি এবং আমার ভাই সারা বিশ্ব ঘুরে বিভিন্ন আন্তর্জাতিক ক্রিকেটারদের অটোগ্রাফ সংগ্রহ করি ৷ এটা আমাদের প্যাশন ৷ এমন অনেক খেলোয়াড়ের আমরা খোঁজ করছি, যাঁরা একটা বা দু’টো ম্যাচ জাতীয় দলের হয়ে খেলেছেন ৷ তাঁদেরকে সেভাবে কেউ চেনে না ৷"
ডমিনিক বলেন, "1986 সালে ভারতীয় দলের ইংল্যান্ড সফরের সময় শুরু হয়েছিল আমাদের এই কাজ ৷ যখন সেই দলে ছিলেন রজার বিনি, অধিনায়ক কপিল দেব, আর মহিন্দর অমরনাথ ৷ এগুলি আমি আবেগ থেকেই করি ৷ এবার আমি এক মাসের জন্য একাই এসেছি ৷"
![Autograph Collector](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/08-02-2025/dominicwood_05022025120418_0502f_1738737258_721.jpg)
ডমিনিকের আক্ষেপ বেঙ্গলের এবারের শেষ রঞ্জি ম্যাচটা তাঁর দেখার সুযোগ হয়নি ৷ তিনি বলেন, "আমি গত শনিবার এসেছি কলকাতায় ৷ সেদিন আমার ফ্লাইট ল্যান্ড করার আগেই বেঙ্গলের রঞ্জি ম্যাচ শেষ হয়ে যায় ৷ বেঙ্গল দারুণ খেলেছিল ৷ মাত্র দু’দিন 1 ঘণ্টায় খেলা শেষ হয়ে যায় ৷ তাই আমার দেখা হয়নি ৷ তবে, লক্ষ্মীরতন শুক্লার সঙ্গে দেখা করেছি ৷ "
আসন্ন সিসিএল প্রসঙ্গে তিনি বলেন, "আমি এখানে এসে বাপ্পাদা'র কাছ থেকে সিসিএল সম্বন্ধে জানলাম ৷ দেখারও ইচ্ছে রইল ৷ এই লিগে বেঙ্গল টাইগার্স টিম মেম্বারদের সঙ্গে দেখা করলাম ৷ খুব ভালো লাগল ৷"
ডমিনিকের কথায়, "আমি ভারতকে ভালোবাসি ৷ ঘোরার একটি দুর্দান্ত জায়গা এই দেশ ৷ টলিউডের বেশ কিছু মানুষের সঙ্গে দেখা হল যারা ক্রিকেটটাও মন দিয়ে, আবেগ দিয়ে এবং দরদ দিয়ে খেলছেন ৷" এহেন ডমিনিক সংগ্রহে রেখেছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের অটোগ্রাফও ৷ 2002 সালে ন্যাটওয়েস্ট সিরিজের সময় সৌরভের অটোগ্রাফ নিয়েছিলেন তিনি ৷