ETV Bharat / state

গত বছরের তুলনায় এবার মেট্রোয় প্রায় 16 শতাংশ যাত্রী বৃদ্ধি, লাভের মুখ দেখল কি - PASSENGER INCREASES IN METRO

2023 থেকে 2024 সালের জানুয়ারি পর্যন্ত মেট্রোর যাত্রী সংখ্যা ছিল 16 কোটি 5 লক্ষ ৷ এ বছর তা বেড়ে হল 18 কোটি 52 লক্ষ ৷

passenger Increases in Metro
মেট্রোয় যাত্রী সংখ্যা বৃদ্ধি (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 8, 2025, 6:25 PM IST

কলকাতা, 8 ফেব্রুয়ারি: গত বছরের তুলনায় এবার কলকাতা মেট্রোয় আরও বাড়ল যাত্রী সংখ্যা । এ বছর যাত্রী সংখ্যা বৃদ্ধি পেল 15.39 শতাংশ । কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, এক বছরে এতটা যাত্রী সংখ্যা বৃদ্ধি নিঃসন্দেহে মেট্রো পরিষেবার ক্ষেত্রে বেশ তাৎপর্যপূর্ণ ৷ তবে যাত্রী সংখ্যা বৃদ্ধি পেলেও এখনও লাভের মুখ দেখতে পায়নি কলকাতা মেট্রো ।

যাত্রী সংখ্যা বৃদ্ধি নিয়ে মেট্রোরেলের তরফে বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য প্রকাশ করা হয় ৷ তাতে জানানো হয়েছে, চলতি বছরের জানুয়ারি পর্যন্ত মেট্রোয় যাত্রী বৃদ্ধি পেয়েছে 15.39 শতাংশ । মেট্রো 2024 সালের জানুয়ারি থেকে 2025 জানুয়ারি মাস পর্যন্ত 18 কোটি 52 লক্ষের বেশি যাত্রী বহন করেছে ৷ 2023 থেকে 2024 সালের জানুয়ারি পর্যন্ত সংখ্যাটা ছিল 16 কোটি 5 লক্ষ ৷ অর্থাৎ গতবছরের তুলনায় এই বছর মেট্রো যাত্রী পরিবহণ করেছে প্রায় 2 কোটি 47 লক্ষেরও বেশি । তবে তাতে লাভের লাভ কিছুই হয়নি ৷ কারণ, এই বছর কলকাতা মেট্রোর খরচ হয়েছে প্রায় 224 কোটি 68 লক্ষ টাকা । অথচ গত বছর এই খরচের অঙ্কটি ছিল 207 কোটি 90 লক্ষ টাকা ৷

এদিকে ভাড়া বৃদ্ধি না করেই একাধিক বিকল্প উপায়ে যেমন বিজ্ঞাপন, স্টেশনগুলিতে গার্বেজ হিনার ব্র্যান্ডিং, মেট্রো কোচের ভিতরে ও বাইরে বিজ্ঞাপন, খোলা জায়গায় হোর্ডিং লাগানো, স্বাস্থ্য পরীক্ষা কিয়স্ক স্থাপন, হ্যান্ডেল চেইন ব্র্যান্ডিং-সহ একাধিক পদক্ষেপ থেকে আয় করেছে কলকাতা মেট্রো । এছাড়াও, ট্র্যাক সাইডওয়াল ব্র্যান্ডিং, কার্ড ব্যালেন্স চেকিং টার্মিনাল (সিবিসিটি) ব্র্যান্ডিং, স্বয়ংক্রিয় স্মার্ট কার্ড রিচার্জ মেশিন (এএসসিআরএম) ব্র্যান্ডিং, এএফসি-পিসি গেট ও ফ্ল্যাপ ব্র্যান্ডিং, খাবারের কিয়স্ক স্থাপন, স্মার্ট কার্ড ও টোকেন ব্র্যান্ডিং এবং মেট্রো কোচের ভিতরে ডিজিটাল ডিসপ্লে স্ক্রিন বসানোর মতো একাধিক নয়া উদ্যোগ নেওয়া হয়েছে ।

এই বছরের জানুয়ারি মাস পর্যন্ত মেট্রোর অপারেটিং রেশিও 236 হয়েছে । এছাড়া, ডিজিটাল লেনদেনের মাধ্যমে 30 শতাংশর বেশি ব্যবসা করেছে মেট্রো কর্তৃপক্ষ । যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে মেট্রো কর্তৃপক্ষ অনলাইন টিকিট বুকিং ও ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও সুলভ করা এবং প্রতিটি স্টেশনে চালু করার উপরে জোর দিয়েছে । এর ফলে টিকিট বুকিং কাউন্টারের সামনে ভিড় কমেছে । এছাড়াও যাত্রী পরিষেবার উন্নতির কথা মাথায় রেখে টিকিটের ক্ষেত্রেও আরও একাধিক প্রযুক্তি যুক্ত করা হয়েছে । যেমন আগেই চালু করা হয়েছে 'মেট্রো রাইড কলকাতা' অ্যাপ । এছাড়াও স্মার্টকার্ড রিচার্জ করার মাধ্যমে আয় বেড়েছে কলকাতা মেট্রোর ।

কলকাতা, 8 ফেব্রুয়ারি: গত বছরের তুলনায় এবার কলকাতা মেট্রোয় আরও বাড়ল যাত্রী সংখ্যা । এ বছর যাত্রী সংখ্যা বৃদ্ধি পেল 15.39 শতাংশ । কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, এক বছরে এতটা যাত্রী সংখ্যা বৃদ্ধি নিঃসন্দেহে মেট্রো পরিষেবার ক্ষেত্রে বেশ তাৎপর্যপূর্ণ ৷ তবে যাত্রী সংখ্যা বৃদ্ধি পেলেও এখনও লাভের মুখ দেখতে পায়নি কলকাতা মেট্রো ।

যাত্রী সংখ্যা বৃদ্ধি নিয়ে মেট্রোরেলের তরফে বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য প্রকাশ করা হয় ৷ তাতে জানানো হয়েছে, চলতি বছরের জানুয়ারি পর্যন্ত মেট্রোয় যাত্রী বৃদ্ধি পেয়েছে 15.39 শতাংশ । মেট্রো 2024 সালের জানুয়ারি থেকে 2025 জানুয়ারি মাস পর্যন্ত 18 কোটি 52 লক্ষের বেশি যাত্রী বহন করেছে ৷ 2023 থেকে 2024 সালের জানুয়ারি পর্যন্ত সংখ্যাটা ছিল 16 কোটি 5 লক্ষ ৷ অর্থাৎ গতবছরের তুলনায় এই বছর মেট্রো যাত্রী পরিবহণ করেছে প্রায় 2 কোটি 47 লক্ষেরও বেশি । তবে তাতে লাভের লাভ কিছুই হয়নি ৷ কারণ, এই বছর কলকাতা মেট্রোর খরচ হয়েছে প্রায় 224 কোটি 68 লক্ষ টাকা । অথচ গত বছর এই খরচের অঙ্কটি ছিল 207 কোটি 90 লক্ষ টাকা ৷

এদিকে ভাড়া বৃদ্ধি না করেই একাধিক বিকল্প উপায়ে যেমন বিজ্ঞাপন, স্টেশনগুলিতে গার্বেজ হিনার ব্র্যান্ডিং, মেট্রো কোচের ভিতরে ও বাইরে বিজ্ঞাপন, খোলা জায়গায় হোর্ডিং লাগানো, স্বাস্থ্য পরীক্ষা কিয়স্ক স্থাপন, হ্যান্ডেল চেইন ব্র্যান্ডিং-সহ একাধিক পদক্ষেপ থেকে আয় করেছে কলকাতা মেট্রো । এছাড়াও, ট্র্যাক সাইডওয়াল ব্র্যান্ডিং, কার্ড ব্যালেন্স চেকিং টার্মিনাল (সিবিসিটি) ব্র্যান্ডিং, স্বয়ংক্রিয় স্মার্ট কার্ড রিচার্জ মেশিন (এএসসিআরএম) ব্র্যান্ডিং, এএফসি-পিসি গেট ও ফ্ল্যাপ ব্র্যান্ডিং, খাবারের কিয়স্ক স্থাপন, স্মার্ট কার্ড ও টোকেন ব্র্যান্ডিং এবং মেট্রো কোচের ভিতরে ডিজিটাল ডিসপ্লে স্ক্রিন বসানোর মতো একাধিক নয়া উদ্যোগ নেওয়া হয়েছে ।

এই বছরের জানুয়ারি মাস পর্যন্ত মেট্রোর অপারেটিং রেশিও 236 হয়েছে । এছাড়া, ডিজিটাল লেনদেনের মাধ্যমে 30 শতাংশর বেশি ব্যবসা করেছে মেট্রো কর্তৃপক্ষ । যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে মেট্রো কর্তৃপক্ষ অনলাইন টিকিট বুকিং ও ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও সুলভ করা এবং প্রতিটি স্টেশনে চালু করার উপরে জোর দিয়েছে । এর ফলে টিকিট বুকিং কাউন্টারের সামনে ভিড় কমেছে । এছাড়াও যাত্রী পরিষেবার উন্নতির কথা মাথায় রেখে টিকিটের ক্ষেত্রেও আরও একাধিক প্রযুক্তি যুক্ত করা হয়েছে । যেমন আগেই চালু করা হয়েছে 'মেট্রো রাইড কলকাতা' অ্যাপ । এছাড়াও স্মার্টকার্ড রিচার্জ করার মাধ্যমে আয় বেড়েছে কলকাতা মেট্রোর ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.