ETV Bharat / state

ফের শহরে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেফতার উত্তরপ্রদেশের 3 দুষ্কৃতী - 3 ARRESTED ON FIREARMS RECOVERED

গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় কয়েক রাউন্ড গুলি ও দু'টি পিস্তল ৷ পাশাপাশি, বড়বাজার থেকে উত্তরপ্রদেশের 3 বাসিন্দাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ।

3 ARRESTED ON FIREARMS RECOVERED
ফের শহরে উদ্ধার আগ্নেয়াস্ত্র (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 8, 2025, 2:00 PM IST

Updated : Feb 8, 2025, 2:08 PM IST

কলকাতা, 8 ফেব্রুয়ারি: খাস কলকাতায় ফের উদ্ধার আগ্নেয়াস্ত্র! শিয়ালদার পর এবার ঘটনাস্থল বড়বাজার। আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্ক ছড়াল এলাকায়। সূত্রের খবর, বড়বাজার থেকে উত্তরপ্রদেশের 3 বাসিন্দাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে 7 MM ও 9 MM পিস্তল ও 17 রাউন্ড গুলি।

পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে উত্তরপ্রদেশের নম্বর প্লেট লাগানো একটি গাড়ি। সঙ্গে গ্রেফতার করা হয়েছে 3 জনকে। এই তিনজনের নাম মনোজ কুমার, জিতেন্দ্র কুমার এবং সন্তোষ সাহানি। ধৃতরা প্রত্যেকে উত্তরপ্রদেশের বাসিন্দা । এবিষয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার বলেন, "গোপন সূত্রে খবর পেয়ে আমরা এই অপারেশন চালাই। কী কারণে তারা আগ্নেয়াস্ত্র বড়বাজারে এনেছিল সেটা জানার চেষ্টা চলছে।"

পাশাপাশি স্পেশাল টাস্ক ফোর্সের দায়িত্বে থাকা কলকাতা পুলিশের অতিরিক্ত নগরপাল ভি সোলেমান নেশা কুমার ইটিভি ভারতকে বলেন, "আমরা গোপন সূত্রে খবর পেয়ে বড়বাজার থানার পুলিশকে সঙ্গে নিয়ে অপেক্ষা করছিলাম। এরপর উত্তরপ্রদেশের নম্বর প্লেট লাগানো একটি গাড়িকে আটক করি। তিনজনকে নামিয়ে গাড়িটিকে ভালোভাবে তল্লাশি চালিয়ে বনেটে এয়ার ক্লিনার ফিল্টারের বাক্স থেকে উদ্ধার হয় গুলি ও দুটি পিস্তল। কোথা থেকে অস্ত্র আনা হয়েছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছি।"

প্রাথমিকভাবে ধৃতরা পুলিশকে জানায়, তারা কলকাতায় ব্যবসা করতে এসেছিল। কিন্তু কাদের সঙ্গে দেখা করতে এসেছিল সেই বিষয়টি এখনও স্পষ্ট হয়নি। কিছুদিন আগেই বৈঠকখানা লেন থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। তার সঙ্গে কয়েকজনকে গ্রেফতারও করা হয়। তবে শিয়ালদার বৈঠকখানা লেনে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ওই প্রথম নয়, এর আগেও বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল।

সেই সময় লালবাজারে তরফ থেকে জানানো হয়েছিল অভিযুক্তরা ডাকাতি করতে কলকাতায় জড়ো হয়েছিল। কিন্তু গতকালের এই তিন যুবক কেন এই বিপুল পরিমাণের আগ্নেয়াস্ত্র কি কারণে কলকাতায় এসেছিল সেই বিষয়টি জানার কাজ চালাচ্ছেন তদন্তকারীরা।

কলকাতা, 8 ফেব্রুয়ারি: খাস কলকাতায় ফের উদ্ধার আগ্নেয়াস্ত্র! শিয়ালদার পর এবার ঘটনাস্থল বড়বাজার। আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্ক ছড়াল এলাকায়। সূত্রের খবর, বড়বাজার থেকে উত্তরপ্রদেশের 3 বাসিন্দাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে 7 MM ও 9 MM পিস্তল ও 17 রাউন্ড গুলি।

পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে উত্তরপ্রদেশের নম্বর প্লেট লাগানো একটি গাড়ি। সঙ্গে গ্রেফতার করা হয়েছে 3 জনকে। এই তিনজনের নাম মনোজ কুমার, জিতেন্দ্র কুমার এবং সন্তোষ সাহানি। ধৃতরা প্রত্যেকে উত্তরপ্রদেশের বাসিন্দা । এবিষয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার বলেন, "গোপন সূত্রে খবর পেয়ে আমরা এই অপারেশন চালাই। কী কারণে তারা আগ্নেয়াস্ত্র বড়বাজারে এনেছিল সেটা জানার চেষ্টা চলছে।"

পাশাপাশি স্পেশাল টাস্ক ফোর্সের দায়িত্বে থাকা কলকাতা পুলিশের অতিরিক্ত নগরপাল ভি সোলেমান নেশা কুমার ইটিভি ভারতকে বলেন, "আমরা গোপন সূত্রে খবর পেয়ে বড়বাজার থানার পুলিশকে সঙ্গে নিয়ে অপেক্ষা করছিলাম। এরপর উত্তরপ্রদেশের নম্বর প্লেট লাগানো একটি গাড়িকে আটক করি। তিনজনকে নামিয়ে গাড়িটিকে ভালোভাবে তল্লাশি চালিয়ে বনেটে এয়ার ক্লিনার ফিল্টারের বাক্স থেকে উদ্ধার হয় গুলি ও দুটি পিস্তল। কোথা থেকে অস্ত্র আনা হয়েছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছি।"

প্রাথমিকভাবে ধৃতরা পুলিশকে জানায়, তারা কলকাতায় ব্যবসা করতে এসেছিল। কিন্তু কাদের সঙ্গে দেখা করতে এসেছিল সেই বিষয়টি এখনও স্পষ্ট হয়নি। কিছুদিন আগেই বৈঠকখানা লেন থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। তার সঙ্গে কয়েকজনকে গ্রেফতারও করা হয়। তবে শিয়ালদার বৈঠকখানা লেনে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ওই প্রথম নয়, এর আগেও বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল।

সেই সময় লালবাজারে তরফ থেকে জানানো হয়েছিল অভিযুক্তরা ডাকাতি করতে কলকাতায় জড়ো হয়েছিল। কিন্তু গতকালের এই তিন যুবক কেন এই বিপুল পরিমাণের আগ্নেয়াস্ত্র কি কারণে কলকাতায় এসেছিল সেই বিষয়টি জানার কাজ চালাচ্ছেন তদন্তকারীরা।

Last Updated : Feb 8, 2025, 2:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.