ETV Bharat / entertainment

'দয়া করে যোগ্য ব্যক্তিদের হাতে ইন্ডাস্ট্রির দায়িত্ব দিন', মুখ্যমন্ত্রীকে আবেদন রুদ্রনীলের - RUDRANIL GHOSH

অচলাবস্থা কেটেছে, শনিতে চেনাছন্দে টলিপাড়া ৷ কিন্তু, মুখ্যমন্ত্রী যাঁদের হাতে ইন্ডাস্ট্রি চালানোর দায়িত্ব দিয়েছেন, তাঁরা তালিবানি শাসন চালাচ্ছেন বলে মত রুদ্রনীলের ৷

RUDRANIL GHOSH
মুখ্যমন্ত্রীকে আবেদন রুদ্রনীলের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Feb 8, 2025, 3:33 PM IST

কলকাতা, 8 ফেব্রুয়ারি: শুক্রবার শুটিং ফ্লোরে যাননি পরিচালকরা। কৌশিক গঙ্গোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায়, সৃজিত রায়ের সঙ্গে শুটিংয়ের কাজে অসহযোগিতা করেছিলেন কলাকুশলীরা। অবশেষে জট কেটেছে ৷ শনিবার থেকে ফের ছন্দে টলিপাড়া। দুই মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেনের মধ্যস্থতায় পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। শুরু হয়েছে শুটিং। তবে ইটিভি ভারতের ক্যামেরার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে রুদ্রনীল ঘোষের কাতর মিনতি, "দয়া করে যোগ্য ব্যক্তিদের হাতে ইন্ডাস্ট্রির দায়িত্ব দিন।"

ইন্ডাস্ট্রিতে ঘটে চলা নানা বিষয় নিয়ে নানা সময়ে সরব হতে দেখা গিয়েছে অভিনেতা রুদ্রনীল ঘোষকে। এহেন ঘটনা ঘন ঘন চলতে থাকলে আখেরে ইন্ডাস্ট্রির ক্ষতি তা ফলাও করে বলে দেওয়ার দরকার পড়ে না।

রুদ্রনীল বললেন, "দয়া করে যোগ্য লোকেদের হাতে ইন্ডাস্ট্রির দায়িত্ব দিন। যাঁরা ইন্ডাস্ট্রিকে মা মনে করেন, শুধু সিনেমার টাকায় যাঁদের পেট চলে। যাঁদের রোজগারের আরও অনেক পথ রয়েছে, সেই বিশ্বাস ভাইদের হাতে ইন্ডাস্ট্রি রেখে দেবেন না। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি আমাদের গর্ব। সেই গর্ব যারা খর্ব করছে, আপনি তাঁদের হাতে ইন্ডাস্ট্রি তুলে দিয়েছেন। কোনও টেকনিশিয়ান কখনও কাজ বন্ধ করে ঘরে বসে থাকতে চায় না। তারা দিন আনা দিন খাওয়া মানুষ। তাদেরকে হুমকি দিয়ে বাধ্য করা হয়।"

RUDRANIL GHOSH
ইন্ডাস্ট্রিতে ঘটে চলা নানা বিষয় নিয়ে নানা সময়ে সরব হতে দেখা গিয়েছে অভিনেতা রুদ্রনীল ঘোষকে (ইটিভি ভারত)

রুদ্রনীলের কথায়, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাঁদের হাতে ইন্ডাস্ট্রি পরিচালনার দায়িত্ব দিয়েছেন তাঁরা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য সারাদিন ফন্দি ফিকির করেন। আগে মুম্বই এবং দক্ষিণ ভারতেরও বিজ্ঞাপনের শুটিং হত এখানে। কিন্তু এখন এমন এমন নিয়ম এখানে চাপিয়ে দেওয়া আছে যে পশ্চিমবঙ্গের কথা শুনলেই তারা ভয় পায়। এখানে আর কাজ করতে আসে না। কারণ মুখ্যমন্ত্রী যাঁদের হাতে ইন্ডাস্ট্রি চালানোর দায়িত্ব দিয়েছেন, তাঁরা তালিবানি শাসন চালাচ্ছেন। পরিচালকদের অসম্মান করছেন ৷ টেকনিশিয়ানদের সঙ্গে আর্টিস্ট, পরিচালক, প্রযোজকদের সম্পর্ক খারাপ করে দিচ্ছেন তাঁরা। তালিবানি শাসন চালাচ্ছেন।"

মাননীয়া মুখ্যমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, "আপনি জুলাই মাসের ঘটনার পর বলেছিলেন শুটিং যেন বন্ধ না নয়। কিন্তু সেটাই ঘটল। মানে আপনার থেকেও বড় এই বিশ্বাস ভাইয়েরা ? পাত্তা দিলেন না আপনাকেও ? সময় থাকতে থাকতে যোগ্য ব্যক্তিদের হাতে ইন্ডাস্ট্রির ভার দিন।" মুখ্যমন্ত্রীর কাছে রুদ্রনীলের আবেদন, যোগ্যদের হাতে তুলে দিন ফিল্ম ইন্ডাস্ট্রির দায়িত্ব।

কলকাতা, 8 ফেব্রুয়ারি: শুক্রবার শুটিং ফ্লোরে যাননি পরিচালকরা। কৌশিক গঙ্গোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায়, সৃজিত রায়ের সঙ্গে শুটিংয়ের কাজে অসহযোগিতা করেছিলেন কলাকুশলীরা। অবশেষে জট কেটেছে ৷ শনিবার থেকে ফের ছন্দে টলিপাড়া। দুই মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেনের মধ্যস্থতায় পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। শুরু হয়েছে শুটিং। তবে ইটিভি ভারতের ক্যামেরার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে রুদ্রনীল ঘোষের কাতর মিনতি, "দয়া করে যোগ্য ব্যক্তিদের হাতে ইন্ডাস্ট্রির দায়িত্ব দিন।"

ইন্ডাস্ট্রিতে ঘটে চলা নানা বিষয় নিয়ে নানা সময়ে সরব হতে দেখা গিয়েছে অভিনেতা রুদ্রনীল ঘোষকে। এহেন ঘটনা ঘন ঘন চলতে থাকলে আখেরে ইন্ডাস্ট্রির ক্ষতি তা ফলাও করে বলে দেওয়ার দরকার পড়ে না।

রুদ্রনীল বললেন, "দয়া করে যোগ্য লোকেদের হাতে ইন্ডাস্ট্রির দায়িত্ব দিন। যাঁরা ইন্ডাস্ট্রিকে মা মনে করেন, শুধু সিনেমার টাকায় যাঁদের পেট চলে। যাঁদের রোজগারের আরও অনেক পথ রয়েছে, সেই বিশ্বাস ভাইদের হাতে ইন্ডাস্ট্রি রেখে দেবেন না। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি আমাদের গর্ব। সেই গর্ব যারা খর্ব করছে, আপনি তাঁদের হাতে ইন্ডাস্ট্রি তুলে দিয়েছেন। কোনও টেকনিশিয়ান কখনও কাজ বন্ধ করে ঘরে বসে থাকতে চায় না। তারা দিন আনা দিন খাওয়া মানুষ। তাদেরকে হুমকি দিয়ে বাধ্য করা হয়।"

RUDRANIL GHOSH
ইন্ডাস্ট্রিতে ঘটে চলা নানা বিষয় নিয়ে নানা সময়ে সরব হতে দেখা গিয়েছে অভিনেতা রুদ্রনীল ঘোষকে (ইটিভি ভারত)

রুদ্রনীলের কথায়, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাঁদের হাতে ইন্ডাস্ট্রি পরিচালনার দায়িত্ব দিয়েছেন তাঁরা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য সারাদিন ফন্দি ফিকির করেন। আগে মুম্বই এবং দক্ষিণ ভারতেরও বিজ্ঞাপনের শুটিং হত এখানে। কিন্তু এখন এমন এমন নিয়ম এখানে চাপিয়ে দেওয়া আছে যে পশ্চিমবঙ্গের কথা শুনলেই তারা ভয় পায়। এখানে আর কাজ করতে আসে না। কারণ মুখ্যমন্ত্রী যাঁদের হাতে ইন্ডাস্ট্রি চালানোর দায়িত্ব দিয়েছেন, তাঁরা তালিবানি শাসন চালাচ্ছেন। পরিচালকদের অসম্মান করছেন ৷ টেকনিশিয়ানদের সঙ্গে আর্টিস্ট, পরিচালক, প্রযোজকদের সম্পর্ক খারাপ করে দিচ্ছেন তাঁরা। তালিবানি শাসন চালাচ্ছেন।"

মাননীয়া মুখ্যমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, "আপনি জুলাই মাসের ঘটনার পর বলেছিলেন শুটিং যেন বন্ধ না নয়। কিন্তু সেটাই ঘটল। মানে আপনার থেকেও বড় এই বিশ্বাস ভাইয়েরা ? পাত্তা দিলেন না আপনাকেও ? সময় থাকতে থাকতে যোগ্য ব্যক্তিদের হাতে ইন্ডাস্ট্রির ভার দিন।" মুখ্যমন্ত্রীর কাছে রুদ্রনীলের আবেদন, যোগ্যদের হাতে তুলে দিন ফিল্ম ইন্ডাস্ট্রির দায়িত্ব।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.