রাজ্যে গণতন্ত্র নিধন পর্ব চলছে, কটাক্ষ মুকুলের - democracy
🎬 Watch Now: Feature Video
রায়গঞ্জের কালীগঞ্জে বিধানসভা উপ-নির্বাচনের প্রাক্কালে বৈঠকে করতে এসেছিলেন মুকুল রায় ৷ সেখানেই BJP নেতা ফের রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ৷ তিনি বলেন, ''পঞ্চায়েত নির্বাচনের পর থেকে 90 জন BJP কর্মীকে খুন হতে হয়েছে । লোকসভা নির্বাচনের পর সংখ্যাটা 36 হয়ে গিয়েছে । রাজ্যে গণতন্ত্র বলে কোন কিছুই নেই । রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর অনেক কাজ রয়েছে ৷ নাচ আছে, গান আছে, ঘুরতে যাওয়া আছে, সেগুলো নিয়েই তিনি থাকুন । স্বরাষ্ট্রদপ্তরটা অন্য কারও হাতে ছেড়ে দিলে এই রাজ্যের বাসিন্দারা স্বস্তি পান । তিনি নাচ-গান আনন্দ-উৎসবে মেতে থাকুন ৷''