বনগাঁয় ফল ঘোষণার আগেই আবির খেলায় মাতলেন বিজেপি কর্মী-সমর্থকরা - bongaon bjp victory
🎬 Watch Now: Feature Video
গণনা চলাকালীনই কেন্দ্রের বাইরে আবির খেলায় মেতেছিলেন বিজেপি কর্মীরা । উত্তর 24 পরগণার বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ের কেন্দ্রের বাইরের গেরুয়া আবির নিজেদের রাঙিয়ে নিয়েছেন তাঁরা । এই গণনা কেন্দ্রে গাইঘাটা, বাগদা, বনগাঁ উত্তর ও বনগাঁ দক্ষিণ কেন্দ্রে গণনা চলছে । বাগদার প্রার্থী বিশ্বজিৎ দাস, গাইঘাটা প্রার্থী সুব্রত ঠাকুর, বনগাঁ উত্তরে অশোক কীর্তনিয়া জয়ী হয়েছেন এবং বনগাঁ দক্ষিণের প্রার্থী স্বপন মজুমদার এগিয়ে রয়েছেন ৷ সেই আনন্দেই গণনা কেন্দ্রের বাইরে আবির খেলায় মাতলেন বিজেপি কর্মী-সমর্থকেরা । প্রতিটি কেন্দ্রেই তাঁরা জয়ী হবে বলে আশাবাদী।