নয়াদিল্লি, 3 জানুয়ারি: আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী অতিশীর বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থী অলকা লাম্বা ৷ শুক্রবার বিকেলে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচনী কমিটি (সিইসি) একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী অলকা লাম্বা দিল্লির কলকাজি বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৷ এখান থেকেই লড়ছেন মুখ্যমন্ত্রী ।
অলকা লাম্বা কংগ্রেসের প্রবীণ নেতা ৷ তিনি সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রীও বটে ৷ কংগ্রেসের কার্যকরী কমিটিরও সদস্য ৷ তাঁর রাজনৈতিক জীবনের শুরু হয়েছিল কংগ্রেসেই ৷ দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই-এর সদস্য হিসাবে তাঁর রাজনীতিতে হাতেখড়ি ৷
The Central Election Committee has approved the candidature of Ms. @LambaAlka as Congress candidate to contest the forthcoming general election to the Legislative Assembly of Delhi from 51 - Kalkaji constituency. pic.twitter.com/GcNwTjtwvG
— Congress (@INCIndia) January 3, 2025
নাম ঘোষণার পর তিনি বলেন, "এই সুযোগের জন্য আমি দলকে ধন্যবাদ জানাই ৷ এই নিয়ে চতুর্থবার আমি বিধানসভা নির্বাচনে লড়ছি ৷ প্রথমত, এটা ঠিক করতে হবে যে তিনি (অতিশী) মুখ্যমন্ত্রী নাকি অস্থায়ী মুখ্যমন্ত্রী ৷ দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালই তাঁকে অস্থায়ী মুখ্যমন্ত্রী বলেছেন ৷ তিনি একটি সাংবিধানিক পদ এবং ওই পদে যিনি বসে আছেন, সেই মহিলাকে অপমান করেছেন ৷ আমার যুদ্ধ দূষিত বাতা, যমুনা এবং দিল্লির অপরাধের বিরুদ্ধে ৷" |
2015 সালে তিনি আম আদমি পার্টির টিকিটে বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন ৷ সেবার চাঁদনি চৌক কেন্দ্র থেকে জয়ী হন ৷ পরে 2019 সালে তিনি কংগ্রেসে যোগ দেন ৷ দিল্লিতে বিধানসভা নির্বাচন হতে পারে আগামী কয়েকদিনের মধ্যেই ৷ কংগ্রেস ইতিমধ্যে 70টি কেন্দ্রের মধ্যে মোট 47 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে ৷ আম আদমি পার্টি (আপ) সবক'টি আসনেই প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে ৷
এই বিধানসভা নির্বাচনে ইন্ডিয়া শিবিরের দুই সদস্য দল কংগ্রেস ও আপ আলাদা লড়ছে ৷ আসন্ন নির্বাচন ঘিরে দুই দলের মধ্যে বিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে দিল্লির রাজনীতি ৷ আপ অভিযোগ করে, তাদের বিরুদ্ধে ভোটে জিততে বিজেপি কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছে ৷
#WATCH | Delhi: On contesting the upcoming Delhi state elections against Delhi CM Atishi, Congress leader Alka Lamba says, " i thank the party for this opportunity. i am going to contest the vidhan sabha elections for the 4th time... first, it should be decided if she is a cm or a… pic.twitter.com/gMg9qH1PsW
— ANI (@ANI) January 3, 2025
আপ-কংগ্রেস দ্বন্দ্বে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে এফআইআর দায়ের করে কংগ্রেস ৷ এরপর গত 27 ডিসেম্বর সাংবাদিক বৈঠক করে কংগ্রেসকে 'ইন্ডিয়া' থেকে বাদ দেওয়ার দাবি তোলেন মুখ্যমন্ত্রী অতিশী ও রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং ৷ কংগ্রেসের কোষাধ্যক্ষ অজয় মাকেনের বিরুদ্ধে কংগ্রেসকে ব্যবস্থা নেওয়ার জন্য 24 ঘণ্টা সময় দেয় দিল্লির শাসকদল ৷