নয়াদিল্লি, 3 জানুয়ারি: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্মরণে প্রার্থনা সভার আয়োজন করা হল শুক্রবার। দিল্লির একটি গুরুদ্বরায় পরিবারের তরফে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা। তাঁর আগে বাসভবনেও একটি পৃথক অনুষ্ঠানের আয়োজন হয়। তাঁর নিজের দল কংগ্রেস তো বটেই অন্য দলের প্রতিনিধিদেরও দেখা যায় এদিন। নেতার প্রয়াণের পরও এই একই ঘটনা ঘটেছিল। দলীয় রাজনীতির উর্ধে গিয়ে সকলে শ্রদ্ধা জানান প্রযাত নেতাকে। এদিনও ফিরল সেই স্মৃতি।
শুক্রবার সকালের দিকে প্রাক্তন প্রধানমন্ত্রীর বাসভবনে 'অখণ্ড পাঠ'-এ যোগদানকারী বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, কংগ্রেসের প্রাক্তন এবং বর্তমান সভাপতি সোনিয়া গান্ধি ও মল্লিকার্জুন খাড়গের মতো ব্যক্তিত্বরা। প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রী 'অখণ্ড পাঠ' (গুরু গ্রন্থ সাহিবের ধারাবাহিক পাঠ) চলাকালীন শিখ ধর্মগ্রন্থ থেকে একটি বিশেষ অংশ পাঠ করেন।
এর পাশাপাশি গুরুদ্বরায় আয়োজিত কীর্তন ও অন্তিম আর্দাসে যোগ দেওয়া শীর্ষ নেতৃত্বের মধ্যে ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধি, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা, রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলত। পঞ্জাব বিধানসভার বিরোধী দলনেতা প্রতাপ বাজওয়া এবং প্ল্যানিং কমিশন (অধুনা নীতি আয়োগ)-এর প্রাক্তন ডেপুটি চেয়ারম্যান মন্টেক সিং আহলুওয়ালিয়া-সহ অনেকে। অনুষ্ঠানে উপস্থিত অন্যদের মধ্যে ছিলেন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কংগ্রেস নেতা জয়রাম রমেশ, পবন খেরা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সলমন খুরশিদ, অজয় মাকেন এবং সুখজিন্দর রন্ধওয়া। বিজেপির প্রণিত কৌর ও মনজিন্দর সিং সিরসাও এদিনের এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, মনমোহন সিং 2004 থেকে 2014 সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন ৷ তিনিই দেশের প্রথম অ-হিন্দু প্রধানমন্ত্রী। তাছাড়া গান্ধি পরিবারের সদস্য না হয়েও টানা দশ বছর সরকার চালানোর প্রথম কৃতিত্বও তাঁরই। ভারতের অর্থনৈতিক উদারীকরণ এবং সংস্কারের স্থপতি হিসেবে তাঁর নাম বিবেচিত হয়। গত 26 ডিসেম্বর, বৃহস্পতিবার রাত 9.51 মিনিটে দিল্লির এইমসে প্রয়াত হন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ৷ তাঁকে দেশের আর্থিক সংস্কারের রূপকার বলে অভিহিত করা হয় ৷