বেহালা পূর্বে বসতে দেওয়া হল না বিজেপি এজন্টকে - ভোট 2021
🎬 Watch Now: Feature Video
বেহালা পূর্বের 143 নম্বর ওয়ার্ডের ঢালীপাড়ায় 250 এবং 251 নম্বর বুথে বিজেপির এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ উঠল ৷ বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ করা হয় ৷ এছাড়া সকাল থেকে এলাকায় শান্তিপূর্ণ ভোটদান চলছে ৷ সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে সাধারণ মানুষকে ৷