খেলা হবে স্লোগানে নাচ চিরঞ্জিতের - খেলা হবে
🎬 Watch Now: Feature Video
তখনও সভামঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় হাজির হননি। হঠাৎই খেলা হবে গানের তালে মঞ্চে কোমর দুলিয়ে নাচতে শুরু করলেন বারাসতের তারকা তৃণমূল প্রার্থী চিরঞ্জীত চক্রবর্তী। তাঁর নাচ দেখে দলের কর্মী সমর্থকরাও নাচতে শুরু করে দিলেন মঞ্চের সামনে। মঙ্গলবার রাতে এমনই দৃশ্য ধরা পড়ল বারাসত স্টেডিয়ামে। মমতার উপর 24 ঘণ্টার জন্য নির্বাচনী প্রচারের নিষেধাজ্ঞা জারির পর গতকাল বারাসতে সভা করেন তিনি ৷