"উনিও কাজ করছেন, আমিও কাজ করছি", গোষ্ঠীদ্বন্দ্বের প্রসঙ্গ ওড়ালেন বেচারাম - হুগলির খবর
🎬 Watch Now: Feature Video
বিধায়ক পদে ইস্তফার কথা অস্বীকার করলেন হরিপালের বিধায়ক বেচারাম মান্না । আজ সিঙ্গুরে সাংবাদিকদের সামনে তিনি বলেন, "বিধানসভার স্পিকারের ঘরে যাওয়া মানেই পদত্যাগ নয় ।" মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্যের সঙ্গে সম্পর্কের কোনও অবনতি হয়নি বলেও দাবি করেন তিনি । বলেন, "উনিও কাজ করছেন । আমিও কাজ করছি ।" গোষ্ঠীদ্বন্দ্বের প্রসঙ্গ উত্থাপনের বিষয়টি দলের বিরুদ্ধগোষ্ঠীর কাজ বলে দাবি বেচারামের । সংবাদমাধ্যম বিভ্রান্তকর খবর করছে বলেও অভিযোগ করেন তিনি ।