"ক্ষোভের কথা দলের অভ্যন্তরে রাখা উচিত", মিনতিকে জবাব অরূপের - হাওড়ার ডেপুটি মেয়র
🎬 Watch Now: Feature Video
হাওড়া পৌরনিগমের নির্বাচন সঠিক সময়ে না হওয়া নিয়ে গতকাল ইটিভি ভারতের কাছে একরাশ ক্ষোভ উগরে দেন হাওড়ার প্রাক্তন ডেপুটি মেয়র মিনতি অধিকারী। পৌরনিগমের নির্বাচন না হওয়াতে সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন বলে অভিযোগ করেন তিনি। আর তাঁর বক্তব্যের প্রেক্ষিতে আজ তৃণমূলের হাওড়া সদরের চেয়ারম্যান ও রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় বিঁধলেন প্রাক্তন ডেপুটি মেয়রকে । মন্ত্রী বলেন, দলের মধ্যে একটা নিয়মানুবর্তিতা রয়েছে। দলের অন্দরের ক্ষোভ দলের অভ্যন্তরে রাখা উচিত । দল কখনওই তা বরদাস্ত করবে না । আজ সমবায় মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে শিবপুর ভ্যানিশ কালী মন্দির থেকে কাজিপাড়া পর্যন্ত বঙ্গধ্বনি পদযাত্রা ।