ETV Bharat / entertainment

বাজেট কম ক্ষতি নেই, আকাশ সমান আয় এইসব ছবির - YEARENDER 2024

2024 সালে এমন কিছু সিনেমা মুক্তি পেয়েছে যার বাজেট কম হলেও বক্সঅফিসে রেকর্ড তৈরি করেছে ৷ ফিরে দেখা যাক, বছরের সেরা সেই সিনেমার তালিকা ৷

Yearender 2024
কম বাজেটে সেরা সিনেমা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Dec 20, 2024, 4:59 PM IST

Updated : Dec 21, 2024, 11:22 AM IST

হায়দরাবাদ, 20 ডিসেম্বর: কথাতেই বলে লার্জার দ্যান লাইফ ৷ সিনেপর্দায় সেই ম্যাজিক দেখার জন্য উৎসুক হয়ে থাকেন দর্শকরাও ৷ কিন্তু অনেক সময় বড় বাজেটের সিনেমা হলেও তা বক্সঅফিসে ঝড় তুলতে পারে না ৷ বাজি মেরে দেয় কম বাজেটের সিনেমা ৷ এই বছরই এমন কিছু ছবি মুক্তি পেয়েছে যার বক্সঅফিসে ছাপ পড়েছে মারাত্মক ৷

মুঞ্জিয়া: অভয় ভর্মা ও শর্বরি ভাঘ অভিনীত এই ছবি 2024 সালে ব্লকব্লাস্টার হিট করেছে ৷ 30 কোটি বাজেটে তৈরি হরর-কমেডি ছবি আয় করে 132.13 কোটি টাকা ৷ দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি সিজিআই ও ভিএফএক্স ছবি দেখার মজা আরও বাড়িয়ে দেয় ৷ বিনোদনের পাশাপাশি হরর-কমেডি ছবি ভারতীয় সিনেমায় এক অনবদ্য ছাপ ফেলে ৷

লাপাতা লেডিজ: কিরণ রাও পরিচালিত লাপাতা লেডিজ অস্কার প্রতিযোগিতা থেকে বেরিয়ে গেলে এই ছবি দর্শকদের মন থেকে যাবে না ৷ বছরের সেরা ছবির মধ্যে অন্যতম এটি ৷ নিতাংশী গোয়েল, প্রতিভা রান্তা, স্পর্ষ শ্রীবাস্তব, রবি কিষাণ ও ছায়া কদম অভিনীত ছবির প্রতিটা ফ্রেম, সংলাপ, অভিনয়, দৃশ্যায়ন ফেল করায় পারফেক্ট শব্দকেও ৷ 10 কোটি টাকা বাজেটে তৈরি এই ছবি বক্সঅফিসে আয় করে 27.66 কোটি টাকা ৷ এরপর নেটফ্লিক্সে ছবির প্রিমিয়ার হওয়ার পর 13.8 মিলিয়ন ভিউস আসে যা নন-ইংলিশ সিনেমা হিসাবে সাফল্য লাভ করে ৷

শয়তান: চলতি বছর শিবরাত্রির দিন মুক্তি পায় হরর-থ্রিলার ছবি শয়তান ৷ অজয় দেবগণ, আর মাধবন অভিনীত ছবির বাজেট ছিল মাত্র 40 কোটি টাকা ৷ কিন্তু মুক্তির পর ওয়ার্ল্ডওয়াইড 211.06 কোটি টাকা আয় করে শয়তান হয়ে যায় বছরের ফিফথ হাইয়েস্ট গ্রসিং সিনেমা ৷ ভৌতিক হয়েও ভৌতিক নয়, এমন গল্পও যে এইভাবে বলা যায়, তার নজির গড়েছে শয়তান ছবি ৷

হনু-মান: এই ছবি পরিচালনা করেছেন প্রশান্ত ভার্মা ৷ মুখ্যচরিত্রে দেখা গিয়েছে তেজা সজ্জাকে ৷ তেলুগু ভাষায় এই ছবি মুক্তি পায় অন্য ভাষাতেও ৷ ছবির বাজেট ছিল 40 কোটি টাকা ৷ ওয়ার্ল্ডওয়াইড বক্সঅফিসে ছবির আয় হয় 300 কোটি টাকা ৷ ছবির ম্যাসিভ সাফল্যের পর এর সিক্যুয়েল আসবে বলে ঘোষণা করেছেন নির্মাতারা ৷ ছবিতে ঋষভ শেট্টিকে দেখা যাবে মুখ্য চরিত্রে ৷

মঞ্জুম্মেল বয়েস: মালয়লম ছবি, ভারতের বাইরেও দর্শক মনে রাজ করেছে ৷ ছবি পরিচালনা করেছেন চিদম্বরম ৷ 20 কোটি টাকা বাজেটের ছবি আয় করেছে 242 কোটি টাকা ৷

হিন্দি ও দক্ষিণী ছবির পাশাপাশি কম বাজেটে বেশ কিছু বাংলা সিনেমাও দর্শকদের মন করেছে ৷ প্রেক্ষাগৃহে ঝুলেছে হাউসফুল বোর্ড ৷ তারমধ্যে অবশ্যই নাম করতে হয় এই তিনটি বাংলা ছবির ৷

মানিকবাবুর মেঘ: অভিনন্দন বন্দ্যোপাধ্যায় পরিচালিত মানিক বাবুর মেঘ এই বছর বাংলা সিনেমায় শোরগোল ফেলে দেয়৷ চন্দন সেন, দেবেশ রায় চৌধুরী, ব্রাত্য বসু অভিনীত এই ছবি যেভাবে দর্শকদের প্রেক্ষাগৃহে টেনেছে তাতে আয় হয়েছে ভালোই ৷

পারিয়াছ পথকুকুরদের নিয়ে তথাগত-র ছবির প্রশংসা ফেরে দর্শকদের মুখে মুখে ৷ বিক্রম চট্টোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, অম্বরীশ ভট্টাচার্য অবিনীত ছবি বক্সঅফিসে সফল হয় ৷

এটা আমাদের গল্প: প্রথমবার পরিচালনায় হাত দিয়ে ছক্কা হাঁকিয়েছেন অভিনেতা মানসী সিনহা ৷ অপরাজিতা আঢ্য ও শাশ্বত চট্টোপাধ্যায় অভিনীত এই ছবি বক্সঅফিসে সফলতার মুখ দেখে ৷

হায়দরাবাদ, 20 ডিসেম্বর: কথাতেই বলে লার্জার দ্যান লাইফ ৷ সিনেপর্দায় সেই ম্যাজিক দেখার জন্য উৎসুক হয়ে থাকেন দর্শকরাও ৷ কিন্তু অনেক সময় বড় বাজেটের সিনেমা হলেও তা বক্সঅফিসে ঝড় তুলতে পারে না ৷ বাজি মেরে দেয় কম বাজেটের সিনেমা ৷ এই বছরই এমন কিছু ছবি মুক্তি পেয়েছে যার বক্সঅফিসে ছাপ পড়েছে মারাত্মক ৷

মুঞ্জিয়া: অভয় ভর্মা ও শর্বরি ভাঘ অভিনীত এই ছবি 2024 সালে ব্লকব্লাস্টার হিট করেছে ৷ 30 কোটি বাজেটে তৈরি হরর-কমেডি ছবি আয় করে 132.13 কোটি টাকা ৷ দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি সিজিআই ও ভিএফএক্স ছবি দেখার মজা আরও বাড়িয়ে দেয় ৷ বিনোদনের পাশাপাশি হরর-কমেডি ছবি ভারতীয় সিনেমায় এক অনবদ্য ছাপ ফেলে ৷

লাপাতা লেডিজ: কিরণ রাও পরিচালিত লাপাতা লেডিজ অস্কার প্রতিযোগিতা থেকে বেরিয়ে গেলে এই ছবি দর্শকদের মন থেকে যাবে না ৷ বছরের সেরা ছবির মধ্যে অন্যতম এটি ৷ নিতাংশী গোয়েল, প্রতিভা রান্তা, স্পর্ষ শ্রীবাস্তব, রবি কিষাণ ও ছায়া কদম অভিনীত ছবির প্রতিটা ফ্রেম, সংলাপ, অভিনয়, দৃশ্যায়ন ফেল করায় পারফেক্ট শব্দকেও ৷ 10 কোটি টাকা বাজেটে তৈরি এই ছবি বক্সঅফিসে আয় করে 27.66 কোটি টাকা ৷ এরপর নেটফ্লিক্সে ছবির প্রিমিয়ার হওয়ার পর 13.8 মিলিয়ন ভিউস আসে যা নন-ইংলিশ সিনেমা হিসাবে সাফল্য লাভ করে ৷

শয়তান: চলতি বছর শিবরাত্রির দিন মুক্তি পায় হরর-থ্রিলার ছবি শয়তান ৷ অজয় দেবগণ, আর মাধবন অভিনীত ছবির বাজেট ছিল মাত্র 40 কোটি টাকা ৷ কিন্তু মুক্তির পর ওয়ার্ল্ডওয়াইড 211.06 কোটি টাকা আয় করে শয়তান হয়ে যায় বছরের ফিফথ হাইয়েস্ট গ্রসিং সিনেমা ৷ ভৌতিক হয়েও ভৌতিক নয়, এমন গল্পও যে এইভাবে বলা যায়, তার নজির গড়েছে শয়তান ছবি ৷

হনু-মান: এই ছবি পরিচালনা করেছেন প্রশান্ত ভার্মা ৷ মুখ্যচরিত্রে দেখা গিয়েছে তেজা সজ্জাকে ৷ তেলুগু ভাষায় এই ছবি মুক্তি পায় অন্য ভাষাতেও ৷ ছবির বাজেট ছিল 40 কোটি টাকা ৷ ওয়ার্ল্ডওয়াইড বক্সঅফিসে ছবির আয় হয় 300 কোটি টাকা ৷ ছবির ম্যাসিভ সাফল্যের পর এর সিক্যুয়েল আসবে বলে ঘোষণা করেছেন নির্মাতারা ৷ ছবিতে ঋষভ শেট্টিকে দেখা যাবে মুখ্য চরিত্রে ৷

মঞ্জুম্মেল বয়েস: মালয়লম ছবি, ভারতের বাইরেও দর্শক মনে রাজ করেছে ৷ ছবি পরিচালনা করেছেন চিদম্বরম ৷ 20 কোটি টাকা বাজেটের ছবি আয় করেছে 242 কোটি টাকা ৷

হিন্দি ও দক্ষিণী ছবির পাশাপাশি কম বাজেটে বেশ কিছু বাংলা সিনেমাও দর্শকদের মন করেছে ৷ প্রেক্ষাগৃহে ঝুলেছে হাউসফুল বোর্ড ৷ তারমধ্যে অবশ্যই নাম করতে হয় এই তিনটি বাংলা ছবির ৷

মানিকবাবুর মেঘ: অভিনন্দন বন্দ্যোপাধ্যায় পরিচালিত মানিক বাবুর মেঘ এই বছর বাংলা সিনেমায় শোরগোল ফেলে দেয়৷ চন্দন সেন, দেবেশ রায় চৌধুরী, ব্রাত্য বসু অভিনীত এই ছবি যেভাবে দর্শকদের প্রেক্ষাগৃহে টেনেছে তাতে আয় হয়েছে ভালোই ৷

পারিয়াছ পথকুকুরদের নিয়ে তথাগত-র ছবির প্রশংসা ফেরে দর্শকদের মুখে মুখে ৷ বিক্রম চট্টোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, অম্বরীশ ভট্টাচার্য অবিনীত ছবি বক্সঅফিসে সফল হয় ৷

এটা আমাদের গল্প: প্রথমবার পরিচালনায় হাত দিয়ে ছক্কা হাঁকিয়েছেন অভিনেতা মানসী সিনহা ৷ অপরাজিতা আঢ্য ও শাশ্বত চট্টোপাধ্যায় অভিনীত এই ছবি বক্সঅফিসে সফলতার মুখ দেখে ৷

Last Updated : Dec 21, 2024, 11:22 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.