ETV Bharat / entertainment

শিব ঠাকুর সচরাচর কারওকে পাপ দেন না, মত দেবচন্দ্রিমার; কী বললেন গীতশ্রী? - MAHASHIVRATRI 2025

মহাশিবরাত্রিতে নিষ্ঠা ভরে উপোস করে শিবের মাথায় জল ঢাললেন টলিপাড়ার অনেকেই ৷ গীতশ্রী রায় থেকে ত্বরিতা চট্টোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায়-সহ অনেকেই করলেন দেবাদিদেবের আরাধনা ৷

ETV BHARAT
শিবের মাথায় জল ঢাললেন গীতশ্রী (সোশাল মিডিয়া থেকে সংগৃহীত চিত্র)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Feb 26, 2025, 7:53 PM IST

কলকাতা, 26 ফেব্রুয়ারি: মেয়েরা শিবের উপোস করলে জুটবে শিবের মতো বর - এই মিথ যুগ যুগ ধরে প্রচলিত । তবে, সময় এগিয়েছে । মহিলারা এখন আর কেউ এই মিথে গা ভাসান না । শিবের প্রতি ভক্তি আর ভালোবাসা থেকেই তাঁরা শিবের উপোস করেন, শিবরাত্রির দিনে জল ঢালেন মহাদেবের মাথায় । শুধু তাই নয়, পুরুষরাও এই দিনে জল ঢালেন শিবের মাথায় । টলিপাড়ার অনেকেই শিবের একনিষ্ঠ ভক্ত । তাঁরা এদিন নিষ্ঠাভরে উপোস করে শিবের মাথায় জল ঢাললেন ৷

অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় আজ সন্ধেয় শিবের মাথায় জল ঢালবেন । ছোট থেকেই শিবের উপোস করেন তিনি । অভিনেত্রী বলেন, "ছোট থেকেই আমি শিবের মাথায় জল ঢালি । কেন ঢালতে হয় তার অনেক কারণ আমাদের মাথায় ছোট থেকে ঢুকিয়ে দেওয়া হয় । যাঁরা এটা বিশ্বাস করে জল ঢালেন, তাঁদের বিশ্বাস আমি ভাঙতে চাই না । কিন্তু আমি সেই কারণেই করি তা নয় । আমি অনেক বই পড়ি । শিব ঠাকুর সম্বন্ধেও জেনেছি অনেক কিছু । যত দিন গিয়েছে, ম্যাচুরিটি বেড়েছে । সেই জায়গা থেকেই শিবের প্রতি ভক্তি আরও বেড়েছে ।"

ETV BHARAT
নির্জলা উপোস করেছেন দেবচন্দ্রিমা সিংহ রায় (সোশাল মিডিয়া থেকে সংগৃহীত চিত্র)

তিনি আরও বলেন, "আমি প্রতি সোমবারই শিবের পুজো করি । মঙ্গলবার রাত থেকেই নির্জলা উপোস করে আছি । আজ সন্ধেবেলা জল ঢালার পর ফল, জল খাব । আমি আজ ভাত, রুটি কিছুই খাব না । এই দিনে আমি ফাইবার জাতীয় কোনওকিছুই খাই না ।"

ETV BHARAT
শিব আরাধনা ত্বরিতা চট্টোপাধ্যায়ের (সোশাল মিডিয়া থেকে সংগৃহীত চিত্র)

দেবচন্দ্রিমা আরও বলেন, "শিব ঠাকুর এমন একজন যাঁকে খুব সহজেই বিশ্বাস করা যায় । উনি সচরাচর কারওকে পাপ দেন না । এমনটাও কোথাও বলা নেই যে এটা করবে না বা ওটা করবে না । তাই আমার সাধ্যমতো যেটুকু মানার আমি মানব । আর একটা কথাও সত্যি, আমাদের হিন্দু ধর্মে অনেক স্বাধীনতা আছে । কোনওকিছু নিয়েই কড়া নির্দেশ নেই ।"

ETV BHARAT
বাড়িতেই শিবের আরাধনায় হৈমন্তী শুক্লা (সোশাল মিডিয়া থেকে সংগৃহীত চিত্র)

শিবের মাথায় জল ঢাললেন অভিনেত্রী গীতশ্রী রায় । ইটিভি ভারতকে তিনি বলেন, "আমি ছোট থেকে কখনও শিবের উপোস করিনি । বছর চারেক হল উপোস করছি । আমি আসলে কৃষ্ণভক্ত । কিন্তু আজকাল দেখছি আমার ঠাকুর দেবতার প্রতি আস্থা দিন দিন বাড়ছে । পুজো অর্চনা করলে মনের শান্তি মেলে । আমি তাই শিবের মাথাতেও জল ঢালি আবার মা কালীর পুজোতেও নির্জলা উপোস করি । কোনওটাই কিছু পাওয়ার আশায় নয় । একেবারেই ভক্তি আর শ্রদ্ধা থেকে । আজ উপোস ভেঙে সাবু মাখা খাব ।"

ETV BHARAT
শিবরাত্রির পুজো গীতশ্রী রায়ের (সোশাল মিডিয়া থেকে সংগৃহীত চিত্র)

ওদিকে বাড়িতেই শিবের উপাসনা করতে দেখা গিয়েছে সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লাকে । একই পথের পথিক অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায় । তিনিও মহাদেবের মাথায় জল ঢালার মুহূর্ত ভাগ করে নিয়েছেন সামাজিক মাধ্যমে । মহাশিবরাত্রিতে শিবের মাথায় জল ঢেলে পুজো দিয়েছেন অভিনেত্রী-সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ও ৷

ETV BHARAT
শিবের মাথায় জল ঢাললেন রচনা বন্দ্যোপাধ্যায় (সোশাল মিডিয়া থেকে সংগৃহীত চিত্র)

কলকাতা, 26 ফেব্রুয়ারি: মেয়েরা শিবের উপোস করলে জুটবে শিবের মতো বর - এই মিথ যুগ যুগ ধরে প্রচলিত । তবে, সময় এগিয়েছে । মহিলারা এখন আর কেউ এই মিথে গা ভাসান না । শিবের প্রতি ভক্তি আর ভালোবাসা থেকেই তাঁরা শিবের উপোস করেন, শিবরাত্রির দিনে জল ঢালেন মহাদেবের মাথায় । শুধু তাই নয়, পুরুষরাও এই দিনে জল ঢালেন শিবের মাথায় । টলিপাড়ার অনেকেই শিবের একনিষ্ঠ ভক্ত । তাঁরা এদিন নিষ্ঠাভরে উপোস করে শিবের মাথায় জল ঢাললেন ৷

অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় আজ সন্ধেয় শিবের মাথায় জল ঢালবেন । ছোট থেকেই শিবের উপোস করেন তিনি । অভিনেত্রী বলেন, "ছোট থেকেই আমি শিবের মাথায় জল ঢালি । কেন ঢালতে হয় তার অনেক কারণ আমাদের মাথায় ছোট থেকে ঢুকিয়ে দেওয়া হয় । যাঁরা এটা বিশ্বাস করে জল ঢালেন, তাঁদের বিশ্বাস আমি ভাঙতে চাই না । কিন্তু আমি সেই কারণেই করি তা নয় । আমি অনেক বই পড়ি । শিব ঠাকুর সম্বন্ধেও জেনেছি অনেক কিছু । যত দিন গিয়েছে, ম্যাচুরিটি বেড়েছে । সেই জায়গা থেকেই শিবের প্রতি ভক্তি আরও বেড়েছে ।"

ETV BHARAT
নির্জলা উপোস করেছেন দেবচন্দ্রিমা সিংহ রায় (সোশাল মিডিয়া থেকে সংগৃহীত চিত্র)

তিনি আরও বলেন, "আমি প্রতি সোমবারই শিবের পুজো করি । মঙ্গলবার রাত থেকেই নির্জলা উপোস করে আছি । আজ সন্ধেবেলা জল ঢালার পর ফল, জল খাব । আমি আজ ভাত, রুটি কিছুই খাব না । এই দিনে আমি ফাইবার জাতীয় কোনওকিছুই খাই না ।"

ETV BHARAT
শিব আরাধনা ত্বরিতা চট্টোপাধ্যায়ের (সোশাল মিডিয়া থেকে সংগৃহীত চিত্র)

দেবচন্দ্রিমা আরও বলেন, "শিব ঠাকুর এমন একজন যাঁকে খুব সহজেই বিশ্বাস করা যায় । উনি সচরাচর কারওকে পাপ দেন না । এমনটাও কোথাও বলা নেই যে এটা করবে না বা ওটা করবে না । তাই আমার সাধ্যমতো যেটুকু মানার আমি মানব । আর একটা কথাও সত্যি, আমাদের হিন্দু ধর্মে অনেক স্বাধীনতা আছে । কোনওকিছু নিয়েই কড়া নির্দেশ নেই ।"

ETV BHARAT
বাড়িতেই শিবের আরাধনায় হৈমন্তী শুক্লা (সোশাল মিডিয়া থেকে সংগৃহীত চিত্র)

শিবের মাথায় জল ঢাললেন অভিনেত্রী গীতশ্রী রায় । ইটিভি ভারতকে তিনি বলেন, "আমি ছোট থেকে কখনও শিবের উপোস করিনি । বছর চারেক হল উপোস করছি । আমি আসলে কৃষ্ণভক্ত । কিন্তু আজকাল দেখছি আমার ঠাকুর দেবতার প্রতি আস্থা দিন দিন বাড়ছে । পুজো অর্চনা করলে মনের শান্তি মেলে । আমি তাই শিবের মাথাতেও জল ঢালি আবার মা কালীর পুজোতেও নির্জলা উপোস করি । কোনওটাই কিছু পাওয়ার আশায় নয় । একেবারেই ভক্তি আর শ্রদ্ধা থেকে । আজ উপোস ভেঙে সাবু মাখা খাব ।"

ETV BHARAT
শিবরাত্রির পুজো গীতশ্রী রায়ের (সোশাল মিডিয়া থেকে সংগৃহীত চিত্র)

ওদিকে বাড়িতেই শিবের উপাসনা করতে দেখা গিয়েছে সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লাকে । একই পথের পথিক অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায় । তিনিও মহাদেবের মাথায় জল ঢালার মুহূর্ত ভাগ করে নিয়েছেন সামাজিক মাধ্যমে । মহাশিবরাত্রিতে শিবের মাথায় জল ঢেলে পুজো দিয়েছেন অভিনেত্রী-সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ও ৷

ETV BHARAT
শিবের মাথায় জল ঢাললেন রচনা বন্দ্যোপাধ্যায় (সোশাল মিডিয়া থেকে সংগৃহীত চিত্র)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.