জলপাইগুড়ি, 20 ডিসেম্বর: স্কুলে আসছে না । আলু চাষে মন দিচ্ছে ছাত্ররা । স্কুলছুট রুখতে উদ্যোগ পঞ্চায়েত সমিতির সভাপতির । স্কুল পরিচালন সমিতির সঙ্গে অভিভাবকদের নিয়ে ঘনঘন বৈঠক করার নির্দেশ দিয়েছেন তিনি । পাশাপাশি সদর ব্লকের প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষক ও স্কুল পরিচালন সমিতির সদস্যদের নিয়ে আলোচনার আয়োজন করলেন জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় রায় ।
জলপাইগুড়ি সদর ব্লকের বিডিও অফিসে সদর ব্লকের প্রধান শিক্ষকদের কাছ থেকে স্কুলের সমস্যার কথা শোনা হয় । পাশাপাশি ছাত্রছাত্রীদের ড্রপ-আউট যাতে না-হয় সেই বিষয়ে স্কুল পরিচালন সমিতিকে ঘন ঘন অভিভাবকদের সঙ্গে বৈঠক করা হয় সেই পরামর্শ দেওয়া হয় ৷ কারণ, কোন ছাত্রছাত্রী স্কুলে আসছে না, তা অভিভাবকরাই বলতে পারবেন । ফলে তাদের যাতে স্কুলে আনা যায়, কাউন্সেলিংয়ের মাধ্যমে সেটা জানানো হয় ।
জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় রায় বলেন, ‘‘সদর ব্লকের স্কুলের সমস্যাগুলোকে নিয়ে আলোচনা করা হল । স্কুলের ছাত্ররা আলু চাষ করতে চলে যাচ্ছে । স্কুলে আসছে না । পরিবারের সঙ্গে ছাত্ররাও পরিবারকে সহযোগিতা করতে আলু চাষ করতে যাচ্ছে । স্কুল থেকে ছাত্ররা যাতে মুখ না-ফিরিয়ে নেয় । স্কুলের ছাত্রছাত্রীরা কেন স্কুলে আসছে না, সেটা স্থানীয় স্তরে স্কুল পরিচালন সমিতির সদস্যরা দেখতে পারেন । কারণ, তারা স্কুলের কাছেই থাকেন । ফলে ওই ছাত্রছাত্রীদের অভিভাবকদের সঙ্গে কথা বলতে পারে । আমরা চাইছি বিডিও অফিসে যেমন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা আসেন, তাদের সমস্যা নিয়ে কথা বলেন ৷ তেমনই স্কুলের পরিচালন সমিতিও যাতে মাঝেমধ্যে আলোচনা করে সমস্যার কথা স্থানীয় স্তরে গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানায় ৷
স্কুল পরিচালন সমিতির সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, ‘‘আমরাও লক্ষ করছি আলু চাষে ছাত্ররা যাচ্ছে । কীভাবে স্কুল ছুট আটকানো যায়, সেই কারণে পঞ্চায়েত সমিতির সমিতির উদ্যোগকে সাধুবাদ জানাই আমরা ।’’