ETV Bharat / entertainment

থ্রিলারে মোড়া '10 ই জুন' ! সৌরভ-সৌমিতৃষার জুটি আসছে কবে? - SOURAV DAS WITH SOUMITRISHA KUNDU

টলিউডে নতুন জুটির সিনেমা মুক্তির অপেক্ষায় ৷ আসছে সৌরভ দাস ও সৌমিতৃষার নতুন ছবি '10 ই জুন' ৷

Bengali cinema
থ্রিলারে মোড়া '১০ ই জুন' ! (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jan 20, 2025, 12:44 PM IST

কলকাতা, 20 জানুয়ারি: মুক্তির পথে সৌরভ দাস ও সৌমিতৃষা কুণ্ডুর জুটিতে নতুন বাংলা ছবি '10 ই জুন'। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই ছবিতে অভিনেতাদের লুক। পরিচালক রুপক চক্রবর্তী পুরোপুরি থ্রিলারের মোড়কে বানিয়েছেন এই ছবি। রহস্য, গুলি, ভালোবাসা সবই রয়েছে এখানে। বিনোদনের ফুল প্যাকেজ প্রেক্ষাগৃহে আসছে 21 ফেব্রুয়ারি ।

একটা তারিখ আর সেই নিয়ে গোটা সিনেমা। মানুষের জীবনে কোনও তারিখ যে কতটা গুরুত্বপূর্ণ সেটা ফুটে উঠবে এই ছবিতে। গল্পটা এরকম- '10 ই জুন' সকাল বেলা গল্পের নায়িকা মিতালি বাড়িতে একা। বাবা মা পুজো দিতে গিয়েছে। হঠাৎই কলিং বেলের শব্দ শুনতে পায় মিতালি। দরজা খুললে বন্দুক হাতে বাড়িতে ঢুকে পড়ে এক যুবক। পুলিশের হাত থেকে রক্ষা পেতে মিতালির বাড়িতে আশ্রয় চায় সেই যুবক। কিন্তু কেন? কোন অপরাধে অপরাধী সে? গল্প কোনদিকে যাবে এরপরে? এই সবের উত্তর সাজিয়েই তৈরি হয়েছে বাংলা ছবি '10 ই জুন'।

ছবিতে মিতালির চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুকে। বড়পর্দায় সৌমিতৃষার এটি দ্বিতীয় কাজ। যুবকের চরিত্রে সৌরভ দাস। ছবিটি মুক্তি পাবে 'সান ভেঞ্চার'- এর ব্যানারে সানি খান ও অনুপ সাহার প্রযোজনাতে। উল্লেখ্য, শুধু থ্রিলারধর্মী নয় এই ছবি। প্রেমেরও দারুণ সুতো বুনেছেন পরিচালক ৷ একইসঙ্গে টলিউডও পাবে এক নতুন জুটিকে। ছবিতে অন্যান্য সব গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কৌশিক সেন, ঋষভ চক্রবর্তী, মৌসুমী দাস প্রমুখ। ছবিতে রয়েছে বেশ কয়েকটি গান। কলকাতা শহর ও নর্থ বেঙ্গলে ছবির শ্যুটিং হয়েছে বলে জানিয়েছেন পরিচালক রুপক চক্রবর্তী।

কলকাতা, 20 জানুয়ারি: মুক্তির পথে সৌরভ দাস ও সৌমিতৃষা কুণ্ডুর জুটিতে নতুন বাংলা ছবি '10 ই জুন'। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই ছবিতে অভিনেতাদের লুক। পরিচালক রুপক চক্রবর্তী পুরোপুরি থ্রিলারের মোড়কে বানিয়েছেন এই ছবি। রহস্য, গুলি, ভালোবাসা সবই রয়েছে এখানে। বিনোদনের ফুল প্যাকেজ প্রেক্ষাগৃহে আসছে 21 ফেব্রুয়ারি ।

একটা তারিখ আর সেই নিয়ে গোটা সিনেমা। মানুষের জীবনে কোনও তারিখ যে কতটা গুরুত্বপূর্ণ সেটা ফুটে উঠবে এই ছবিতে। গল্পটা এরকম- '10 ই জুন' সকাল বেলা গল্পের নায়িকা মিতালি বাড়িতে একা। বাবা মা পুজো দিতে গিয়েছে। হঠাৎই কলিং বেলের শব্দ শুনতে পায় মিতালি। দরজা খুললে বন্দুক হাতে বাড়িতে ঢুকে পড়ে এক যুবক। পুলিশের হাত থেকে রক্ষা পেতে মিতালির বাড়িতে আশ্রয় চায় সেই যুবক। কিন্তু কেন? কোন অপরাধে অপরাধী সে? গল্প কোনদিকে যাবে এরপরে? এই সবের উত্তর সাজিয়েই তৈরি হয়েছে বাংলা ছবি '10 ই জুন'।

ছবিতে মিতালির চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুকে। বড়পর্দায় সৌমিতৃষার এটি দ্বিতীয় কাজ। যুবকের চরিত্রে সৌরভ দাস। ছবিটি মুক্তি পাবে 'সান ভেঞ্চার'- এর ব্যানারে সানি খান ও অনুপ সাহার প্রযোজনাতে। উল্লেখ্য, শুধু থ্রিলারধর্মী নয় এই ছবি। প্রেমেরও দারুণ সুতো বুনেছেন পরিচালক ৷ একইসঙ্গে টলিউডও পাবে এক নতুন জুটিকে। ছবিতে অন্যান্য সব গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কৌশিক সেন, ঋষভ চক্রবর্তী, মৌসুমী দাস প্রমুখ। ছবিতে রয়েছে বেশ কয়েকটি গান। কলকাতা শহর ও নর্থ বেঙ্গলে ছবির শ্যুটিং হয়েছে বলে জানিয়েছেন পরিচালক রুপক চক্রবর্তী।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.