ডুমুরজলা, 20 জানুয়ারি: আরজি কর-কাণ্ডে বিচার হোক, সাজা ঘোষণার ঠিক আগে এমনটাই মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ সোমবার ডুমুরজলা থেকে মুর্শিদাবাদ রওনা দেওয়ার আগে মুখ্যমন্ত্রী এই নিয়ে বলেন, ফাঁসির সাজার দাবিতে তিনিও পথে নেমেছিলেন ৷
এ দিন মমতা বলেন, "রায়দানের আগে কিছু বলা ঠিক হবে না ৷ তবে, ফাঁসির দাবিতে আমিও মিছিল করেছিলাম ৷ সবাই করেছিল ৷... তবে, এই কেসে আমরাও বিচার চাইছি ৷"
আরজি কর-কাণ্ড নিয়ে বলতে গিয়ে সাম্প্রতিক সময়ে রাজ্য পুলিশের অধীনে থাকা তিনটি মামলার রায়ের প্রসঙ্গ টেনে আনেন তিনি ৷ মমতা বলেন, "বিচার প্রক্রিয়াটা জজদের উপর নির্ভর করে ৷ আমরাও তিনটি কেসে ফাঁসির সাজা করিয়েছি ৷ গুড়াপের কেসটা 54 দিনের মধ্যে রায় বেরিয়েছে ৷ আমরা প্রত্যেকটা কেসই 53-54 দিনের মধ্যে শেষ করেছি ৷ তবে, বিচারকরা একটু টাইম নেন ৷ কারণ, সবদিক দেখে তারপর রায় দিতে হয় ৷ আমাদের তদন্তকারী দলও ভালো কাজ করেছে ৷"
তাঁকে এদিন প্রশ্ন করা হয়, নির্যাতিতার চিকিৎসকের বাবা-মা অভিযোগ করছেন, এই মামলায় শুধু সঞ্জয় রায় নয় ৷ আরও অনেকে জড়িত রয়েছে ৷ সাংবাদিকদের এই প্রশ্নের কোনও জবাবই মমতা দেননি ৷ নির্যাতিতা চিকিৎসকের বাবা-মায়ের অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে, কোনও জবাব না-দিয়েই হেলিপ্যাডের দিকে এগিয়ে যান মুখ্যমন্ত্রী ৷
উল্লেখ্য, গত শনিবার শিয়ালদা আদালত আরজি করে ধর্ষণ ও খুনে একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে ৷ আজ সঞ্জয়ের সাজা ঘোষণা ৷ এদিন ফের বিচারক অনির্বাণ দাসের সামনে নিজেকে নির্দোষ বলে দাবি করেছে সঞ্জয় ৷ বিচারক তাকে বলেন, "আপনার বিরুদ্ধে যে সকল তথ্যপ্রমাণ আছে । তার থেকে জানা যাচ্ছে আপনি দোষী ৷" সিবিআই এদিনও ফের তার ফাঁসির দাবি জানিয়েছে আদালতে ৷