হায়দরাবাদ, 20 জানুয়ারি: হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন যোগেশ মহাজন ৷ হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় মুখ ছিলেন তিনি ৷ মাত্র 49 বছর বয়সে প্রয়াত অভিনেতা ৷ টেলিভিশন জগতে শোকের ছায়া ৷
সূত্রের খবর, রবিবার 'শিবশক্তি: তপ ত্যাগ তাণ্ডব' ধারাবাহিকের সেটে যাননি অভিনেতা ৷ এরপর অভিনেতার সহকর্মী ও সেটের লোকজন চিন্তিত হয়ে পড়েন ৷ তাঁরা তড়িঘড়ি পৌঁছে যান অভিনেতার উমরগাঁওর ফ্ল্যাটে ৷ তাঁরা দরজার বাইরে অনেকক্ষণ ধরে অপেক্ষা করেন ৷ কলিং বেল টিপলেও কেউ খোলে না ৷ এরপরেই তাঁরা দরজা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেন ৷ সেখানেই অচৈতন্য অবস্থায় অভিনেতাকে উদ্ধার করেন সহকর্মীরা ৷
অভিনেতা যোগেশকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ চিকিৎসকের তরফে জানানো হয়েছে, অভিনেতার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৷ অর্থাৎ অভিনেতা যখন মারা যান তখন তার আশেপাশে কেউ ছিলেন না ৷ শুটিং সেটের সহকর্মীরা যদি তাঁর বাড়িতে না গিয়ে দরজা না ভাঙতেন তাহলে হয়তো আরও সময় লাগত অভিনেতার দেহ উদ্ধার করতে ৷ কারণ কেউ জানতেই পারতেন না যে তিনি মারা গিয়েছেন ৷
'শিবশক্তি: তপ ত্যাগ তাণ্ডব' ধারাবাহিকে তাঁকে দেখা গিয়েছে গুরু শঙ্করাচার্যের চরিত্রে ৷ এছাড়াও তিনি একাধিক কাজ করেছেন ৷ তার মধ্যে উল্লেখ্যযোগ্য 'আদালত', 'জয় শ্রী কৃষ্ণ', 'চক্রবর্তী অশোক সম্রাট', 'দেব কা দেব মহাদেব' ৷ পাশাপাশি যোগেশ মারাঠি সিনেমা 'মুম্বাইচে শাহানে' ও 'শনসরচি মায়া'-তে অভিনয় করেছেন ৷
অডিশন দিতে গিয়ে সব শেষ ! দুর্ঘটনায় মৃত্যু টেলিভিশন তারকা আমনের
অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তাঁর সহকর্মীরা ৷ সকলেই জানিয়েছেন, ভালো মনের মানুষ ছিলেন যোগেশ ৷ কাজও ভালো করতেন ৷ তাঁর পরিবারে স্ত্রী ও সাত বছরের ছেলে রয়েছে ৷ সোমবার সকাল 11টায় অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হয়েছে ৷ 1976 সালে এক কৃষক পরিবারে জন্ম হয় যোগেশের ৷ ছোট থেকেই অভিনেতা হওয়ার ইচ্ছা ছিল তাঁর ৷ কোনও গডফাদার ছাড়াই বিনোদন ইন্ডাস্ট্রিতে অভিনয় দক্ষতায় নিজের জায়গা শক্ত করছিলেন তিনি ৷
কিছুদিন আগেই গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন টিভি অভিনেতা আমন জয়সওয়াল ৷ মাত্র 23 বছর বয়সী অভিনেতার অকালে প্রাণ যায় ৷ এবার আরও এক তারকা শিল্পীর মৃত্যুতে শোকের ছায়া টেলিভিশন জগতে ৷