ETV Bharat / entertainment

প্রিয় গায়কের গান শুনে চোখে জল শ্রেয়ার, টাটকা হল পুরনো স্মৃতি - COLDPLAY CONCERT IN MUMBAI

বাবা ও হাবিকে নিয়ে 'কোল্ডপ্লে'-র ইভেন্টে আবেগপ্রবণ হয়ে পড়েন শ্রেয়া ঘোষাল ৷ মুম্বই সাক্ষী থাকল অনবদ্য এক মিউজিকল্যাল সন্ধ্যার ৷

Shreya Ghoshal
কোল্ডপ্লে-র গান শুনে চোখে জল শ্রেয়ার (শ্রেয়া ঘোষাল ভিডিয়ো)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jan 20, 2025, 12:17 PM IST

হায়দরাবাদ, 20 জানুয়ারি: গান যেন ভিতরের আবেগ বের করে আনে ৷ মন ভালো করা গান যখন চোখের কোণ ভিজিয়ে দেয় বোঝা যায় না ৷ ঠিক যেমনটা হয়েছে শ্রেয়া ঘোষালের সঙ্গেও ৷ প্রিয় ব্যান্ডের কনসার্টে গান শুনতে শুনতে মত্ত শিল্পীর চোখে জল চলে আসে ৷

ইভেন্ট শুরুর আগে থেকেই মুম্বইয়ে টক অফ দ্য টাউন ছিল কোল্ডপ্লে ব্যান্ড ৷ ব্রিটিশ রক ব্যান্ড রবিবার কাঁপিয়ে দিলেন মুম্বই ৷ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এদিন অনুরাগীরা ভিড় জমান এই কনসার্টে ৷ অনুষ্ঠানে হাজির হন শ্রেয়া ঘোষালও ৷ স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায় ও 70 বছর বয়সী বাবা বিশ্বজিৎ ঘোষালকে নিয়ে অনুষ্ঠানে আসেন শ্রেয়া ৷

সোমবার 'অঙ্গারো' খ্যাত গায়িকা সোশাল মিডিয়ায় বেশ কিছু ছবি ও ভিডিয়ো শেয়ার করেন কনসার্টের ৷ সেখানে দেখা গিয়েছে, ক্লোডপ্লে ব্যান্ডের গান 'আ স্কাই ফুল অফ স্টারস', 'ফিক্স ইউ' ও 'প্যারাডাইস'-এর মতো গানে গলা মেলাচ্ছেন শ্রেয়া ৷ তিনি লেখেন, "মন থেকে ক্লোপ্লে-র জন্য অনেক ভালোবাসা ৷ লাস্ট ভিডিয়ো দেখলে সকলেই বুঝতে পারবেন ৷ এই নিয়ে দ্বিতীয়বার আমি ক্রিস মার্টিন ও তাঁর ব্যান্ডের কনসার্ট দেখলাম ৷ মুম্বইয়ে সেই ম্যাজিক অব্যাহত ৷ অসাধারণ এক অভিজ্ঞতা ৷ চোখের জল বাধ মানল না ৷"

5 বার জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী আরও লেখেন, "আমার 70 বছর বয়সী বাবারও এই কনসার্ট ভালোলেগেছে ৷ ধন্যবাগ আমাকে এবং আমার স্বামী শিলাদিত্যকে পুরনো সেই স্মৃতি ফিরিয়ে দেওয়ার জন্য ৷ যে গান শুনে আমরা বড় হয়েছি সেই স্মৃতি ফিরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ ৷"

মুম্বইয়ে 18-19-এর পর 21 তারিখও পারর্ফম করবে কোল্ডপ্লে ব্যান্ড ৷ এরপর 25 ও 26 জানুয়ারি আমেদাবাদে আছে পরবর্তী মিউজিক কনসার্ট ৷ ক্রিস মার্টিনের পাশাপাশি ব্যান্ডে আছেন গিটারিস্ট জনি ব্যাকল্যান্ড, বেসিস্ট গে বেরিম্যান, ড্রামার ও পারকিউশনিস্ট উইল চ্যাম্পিয়ন ও ফিল হারভে ৷ এর আগে এই কনসার্টে হাজির হন অভিনেত্রী ম্রুণাল ঠাকুরও ৷

হায়দরাবাদ, 20 জানুয়ারি: গান যেন ভিতরের আবেগ বের করে আনে ৷ মন ভালো করা গান যখন চোখের কোণ ভিজিয়ে দেয় বোঝা যায় না ৷ ঠিক যেমনটা হয়েছে শ্রেয়া ঘোষালের সঙ্গেও ৷ প্রিয় ব্যান্ডের কনসার্টে গান শুনতে শুনতে মত্ত শিল্পীর চোখে জল চলে আসে ৷

ইভেন্ট শুরুর আগে থেকেই মুম্বইয়ে টক অফ দ্য টাউন ছিল কোল্ডপ্লে ব্যান্ড ৷ ব্রিটিশ রক ব্যান্ড রবিবার কাঁপিয়ে দিলেন মুম্বই ৷ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এদিন অনুরাগীরা ভিড় জমান এই কনসার্টে ৷ অনুষ্ঠানে হাজির হন শ্রেয়া ঘোষালও ৷ স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায় ও 70 বছর বয়সী বাবা বিশ্বজিৎ ঘোষালকে নিয়ে অনুষ্ঠানে আসেন শ্রেয়া ৷

সোমবার 'অঙ্গারো' খ্যাত গায়িকা সোশাল মিডিয়ায় বেশ কিছু ছবি ও ভিডিয়ো শেয়ার করেন কনসার্টের ৷ সেখানে দেখা গিয়েছে, ক্লোডপ্লে ব্যান্ডের গান 'আ স্কাই ফুল অফ স্টারস', 'ফিক্স ইউ' ও 'প্যারাডাইস'-এর মতো গানে গলা মেলাচ্ছেন শ্রেয়া ৷ তিনি লেখেন, "মন থেকে ক্লোপ্লে-র জন্য অনেক ভালোবাসা ৷ লাস্ট ভিডিয়ো দেখলে সকলেই বুঝতে পারবেন ৷ এই নিয়ে দ্বিতীয়বার আমি ক্রিস মার্টিন ও তাঁর ব্যান্ডের কনসার্ট দেখলাম ৷ মুম্বইয়ে সেই ম্যাজিক অব্যাহত ৷ অসাধারণ এক অভিজ্ঞতা ৷ চোখের জল বাধ মানল না ৷"

5 বার জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী আরও লেখেন, "আমার 70 বছর বয়সী বাবারও এই কনসার্ট ভালোলেগেছে ৷ ধন্যবাগ আমাকে এবং আমার স্বামী শিলাদিত্যকে পুরনো সেই স্মৃতি ফিরিয়ে দেওয়ার জন্য ৷ যে গান শুনে আমরা বড় হয়েছি সেই স্মৃতি ফিরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ ৷"

মুম্বইয়ে 18-19-এর পর 21 তারিখও পারর্ফম করবে কোল্ডপ্লে ব্যান্ড ৷ এরপর 25 ও 26 জানুয়ারি আমেদাবাদে আছে পরবর্তী মিউজিক কনসার্ট ৷ ক্রিস মার্টিনের পাশাপাশি ব্যান্ডে আছেন গিটারিস্ট জনি ব্যাকল্যান্ড, বেসিস্ট গে বেরিম্যান, ড্রামার ও পারকিউশনিস্ট উইল চ্যাম্পিয়ন ও ফিল হারভে ৷ এর আগে এই কনসার্টে হাজির হন অভিনেত্রী ম্রুণাল ঠাকুরও ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.