এলিফ্যান্ট করিডর দখল করে অবৈধ নির্মাণ, ভেঙে দিল প্রশাসন - জয়গাঁ

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 8, 2021, 5:11 PM IST

এলিফ্যান্ট করিডর অবৈধভাবে দখল করে শুরু হয়েছিল নির্মাণ । সেই অবৈধ নির্মাণ ভেঙে দিল আলিপুরদুয়ার জেলা প্রশাসন । আলিপুরদুয়ার জেলার বীচ বাগান থেকে ভুটান পাশাখা গামী এশিয়ান হাইওয়ের 48 নম্বর সড়কের ধারে বিস্তৃত জমি দখল করে শুরু হয়েছিল অবৈধ নির্মাণ ৷ বুধবার কালচিনি ব্লকের বিডিও প্রশান্ত বর্মণের নেতৃত্বে পুলিশ এসে সেই অবৈধ নির্মাণ ভাঙা শুরু করে । কালচিনি ব্লকের বিডিও ছাড়াও এদিন উপস্থিত ছিলেন জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটির কার্যকারী অফিসার ভূষণ শেরপা, জয়গাঁ এসডিপিও, জয়গাঁ থানার ওসি ও হাসিমারা থানার ওসি ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.