Puja Parikrama: বাঁকুড়া পুয়াবাগান সর্বজনীনের পুজোয় মানুষের ঢল - durga puja
🎬 Watch Now: Feature Video
এবছর 29তম বর্ষে পা দিল বাঁকুড়া পুয়াবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো । এবছর এই পুজোর থিম 'অলিম্পকের খেলা হবে'৷ নতুন প্রজন্মকে খেলাধূলায় উৎসাহ দিতে এই ভাবনাকে বেছে দিয়েছেন পুজো উদ্যোক্তারা ৷ বাঁকুড়ার অন্যতম নামকরা এই পুজোয় এবছরও নেমেছে মানুষের ঢল ৷ পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, সবরকম কোভিড বিধি এবং হাইকোর্টের নির্দেশ মেনেই তাঁরা এই পুজোর আয়োজন করেছেন ৷ এই পুজোর বাজেট 8 লক্ষ টাকা ।