ETV Bharat / state

অনুমতি না নিয়ে মহিলা শিক্ষাকর্মীর ছবি তোলার অভিযোগ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে - OBSCENE PICTURES OF SCHOOL WORKER

না জানিয়ে বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ে কর্তব্যরত মহিলা শিক্ষাকর্মীর ছবি তোলার অভিযোগ উঠেছে প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে ৷ অভিযুক্তর অবশ্য দাবি, গোটাটাই ষড়যন্ত্র ৷

OBSCENE PICTURES OF SCHOOL WORKER
ইনস্পেকশনের দায়িত্বে থাকা মহিলা কর্মীর অশ্লীল ছবি তোলার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 16, 2024, 10:09 PM IST

কেশপুর, 16 ডিসেম্বর: স্কুলে অনুষ্ঠান চলাকালীন এডুকেশনাল ইনস্পেকশন সুপারভাইজারের অনুমতি না নিয়ে তাঁর ছবি তোলার অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে ৷ অভিযোগ জমা পড়ল থানায় ৷ এদিকে বিষয়টি মিটিয়ে নেওয়ার নামে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুললেন সুপারভাইজার ৷

ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের অন্তর্গত কেশপুরের নেড়াদেউল অবর বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ের ৷ জানা গিয়েছে, গত 5 ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর 2টো নাগাদ বই বিতরণ হচ্ছিল অবর বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ের সামনে কোয়াই বালিকা বিদ্যালয়ে ৷ সেখানে উপস্থিত ছিলেন অবর বিদ্যালয়ের চুক্তিভিত্তিক এডুকেশনাল ইনস্পেকশন সুপারভাইজার নির্যাতিত তরুণী ৷

ইনস্পেকশনের দায়িত্বে থাকা মহিলা কর্মীর অশ্লীল ছবি তোলার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে (ইটিভি ভারত)

তাঁর অভিযোগ, অজান্তেই প্রাথমিক শিক্ষক কৌশিক মণ্ডল তাঁর ছবি তুলেছেন ৷ পরে বুঝতে পেরে বারণ করলেও তা শোনেননি শিক্ষক ৷ ছবি তুলতে বাধা দিতে গেলে ওই মহিলা শিক্ষাকর্মীর গায়ে হাত তোলেন বলেও অভিযোগ ৷ পরে সেখান থেকে ওই মহিলা শিক্ষাকর্মী দৌড়ে চলে যান এসআই অফিসে ৷ এসআই অফিসে থাকা শিক্ষকদের এবং এসআই ম্যাডামকেও বিষয়টি জানান তিনি ৷ পরে বাড়িতে বিষয়টি জানান এবং আইনের দ্বারস্থ হন ৷ কেশপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা ।

এদিকে বাড়ি ফেরার পথে অভিযুক্ত শিক্ষক-সহ বেশ কয়েকজন কেশপুর বাসস্ট্যান্ডে হাজির হয়ে তাঁকে বিষয়টি মিটিয়ে নেওয়ার কথা বলেন ৷ তাদের কথায় রাজি না হাওয়ায় তরুণীকে 'দেখে নেওয়ার হুমকি' দেওয়া হয় বলে অভিযোগ ৷ মহিলা শিক্ষাকর্মী বলেন, " আমি আতঙ্কে রয়েছি ৷ আমার প্রাণ সংশয়ের আশঙ্কা রয়েছে ৷ এসআই ম্যাডামকে বিষয়টি জানালেও তিনি কোনও পদক্ষেপ করেননি ৷ শেষে অভিযুক্তদের নামে কেশপুর থানায় এফআইআর দায়ের করেছি ।"

যার বিরুদ্ধে অভিযোগ, সেই কৌশিক মণ্ডল বলেন, "এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন ৷ এটা চক্রান্ত ৷ ওই মহিলা শিক্ষাকর্মীর বিরুদ্ধে কেশপুরের বিডিও অপরাধমূলক কাজকর্মের জন্য চিঠি ইস্যু করেছেন ৷ শো-কজ করা হয়েছে ৷ অনৈতিক কাজকর্ম করার সময় তিনি ধরা পড়ে যান ৷ সেই সময় উনি আমাদের সাহায্য চেয়েছিলেন ৷ আমি বা আমাদের ইউনিয়ন তাঁর পাশে না থাকায় তিনি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন ৷"

কেশপুর, 16 ডিসেম্বর: স্কুলে অনুষ্ঠান চলাকালীন এডুকেশনাল ইনস্পেকশন সুপারভাইজারের অনুমতি না নিয়ে তাঁর ছবি তোলার অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে ৷ অভিযোগ জমা পড়ল থানায় ৷ এদিকে বিষয়টি মিটিয়ে নেওয়ার নামে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুললেন সুপারভাইজার ৷

ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের অন্তর্গত কেশপুরের নেড়াদেউল অবর বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ের ৷ জানা গিয়েছে, গত 5 ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর 2টো নাগাদ বই বিতরণ হচ্ছিল অবর বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ের সামনে কোয়াই বালিকা বিদ্যালয়ে ৷ সেখানে উপস্থিত ছিলেন অবর বিদ্যালয়ের চুক্তিভিত্তিক এডুকেশনাল ইনস্পেকশন সুপারভাইজার নির্যাতিত তরুণী ৷

ইনস্পেকশনের দায়িত্বে থাকা মহিলা কর্মীর অশ্লীল ছবি তোলার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে (ইটিভি ভারত)

তাঁর অভিযোগ, অজান্তেই প্রাথমিক শিক্ষক কৌশিক মণ্ডল তাঁর ছবি তুলেছেন ৷ পরে বুঝতে পেরে বারণ করলেও তা শোনেননি শিক্ষক ৷ ছবি তুলতে বাধা দিতে গেলে ওই মহিলা শিক্ষাকর্মীর গায়ে হাত তোলেন বলেও অভিযোগ ৷ পরে সেখান থেকে ওই মহিলা শিক্ষাকর্মী দৌড়ে চলে যান এসআই অফিসে ৷ এসআই অফিসে থাকা শিক্ষকদের এবং এসআই ম্যাডামকেও বিষয়টি জানান তিনি ৷ পরে বাড়িতে বিষয়টি জানান এবং আইনের দ্বারস্থ হন ৷ কেশপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা ।

এদিকে বাড়ি ফেরার পথে অভিযুক্ত শিক্ষক-সহ বেশ কয়েকজন কেশপুর বাসস্ট্যান্ডে হাজির হয়ে তাঁকে বিষয়টি মিটিয়ে নেওয়ার কথা বলেন ৷ তাদের কথায় রাজি না হাওয়ায় তরুণীকে 'দেখে নেওয়ার হুমকি' দেওয়া হয় বলে অভিযোগ ৷ মহিলা শিক্ষাকর্মী বলেন, " আমি আতঙ্কে রয়েছি ৷ আমার প্রাণ সংশয়ের আশঙ্কা রয়েছে ৷ এসআই ম্যাডামকে বিষয়টি জানালেও তিনি কোনও পদক্ষেপ করেননি ৷ শেষে অভিযুক্তদের নামে কেশপুর থানায় এফআইআর দায়ের করেছি ।"

যার বিরুদ্ধে অভিযোগ, সেই কৌশিক মণ্ডল বলেন, "এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন ৷ এটা চক্রান্ত ৷ ওই মহিলা শিক্ষাকর্মীর বিরুদ্ধে কেশপুরের বিডিও অপরাধমূলক কাজকর্মের জন্য চিঠি ইস্যু করেছেন ৷ শো-কজ করা হয়েছে ৷ অনৈতিক কাজকর্ম করার সময় তিনি ধরা পড়ে যান ৷ সেই সময় উনি আমাদের সাহায্য চেয়েছিলেন ৷ আমি বা আমাদের ইউনিয়ন তাঁর পাশে না থাকায় তিনি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.