তবলিসি, 16 ডিসেম্বর: বিদেশের মাটিতে বিষাক্ত গ্যাসে মৃত্যু হল 11 ভারতীয়ের ৷ প্রাণ গিয়েছে আরও একজনের। তাঁদের মৃতদেহ উদ্ধার হল জর্জিয়ার একটি রেস্তোরাঁ থেকে ৷ সোমবার ভারতীয় দূতাবাসের তরফে এই খবর জানানো হয়েছে ৷ জর্জিয়ার অভ্যন্তরীণ মন্ত্রক জানিয়েছে, প্রাথমিক তদন্তে কোনও হিংসাত্মক ঘটনায় আহত হওয়ার প্রমাণ মেলেনি ৷ তবে ঠিক কীভাবে এই মৃত্যু হল তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় সংবাদপত্র পুলিশের সূত্রে পাওয়া খবরে উদ্ধৃত করে জানিয়েছে, 11 জন ভারতীয় বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাসে প্রাণ হারিয়েছেন ৷ জর্জিয়ার রাজধানী তবলিসিতে ভারতীয় মিশন জানিয়েছে, এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা ৷ দূতাবাসের তরফে একটি বিবৃতিতে আরও জানানো হয়, "মৃতদেহগুলি ভারতে পাঠানোর জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে কাজ করছে ভারতীয় দূতাবাস ৷ আমরা শোকাহত পরিবারের সঙ্গেও যোগাযোগ রাখছি ৷ তাঁদের সব দিক দিয়ে সাহায্য করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ৷"
দূতাবাস প্রথমে জানিয়েছিল, এই 12 জনই ভারতীয় নাগরিক ৷ তাঁরা গুদাউরিতে একটি ভারতীয় রেস্তোরাঁয় কাজ করতেন ৷ কিন্তু পরে জর্জিয়ার অভ্যন্তরীণ মন্ত্রক একটি বিবৃতিতে জানায়, 11 জন বিদেশি এবং একজন জর্জিয়ার নাগরিক ৷ সেই মতো তথ্য সংশোধন করে নেয় ভারতীয় দূতাবাসও।
জানা গিয়েছে, মৃতরা সবাই ভারতীয় রেস্তোরাঁর কর্মী ছিলেন ৷ ওই রেস্তোরাঁর দু'তলার একটি ঘরে তাঁদের মৃত অবস্থায় পাওয়া যায় ৷ জর্জিয়ার ক্রিমিনাল কোড-এর 116 নম্বর অনুচ্ছেদের আওতায় পুলিশ তদন্ত শুরু করেছে ৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, রেস্তোরাঁ ভিতরে একটি পাওয়ার জেনারেটর ছিল ৷ সেটি ওই ঘরের কাছেই একটি বদ্ধ জায়গায় রাখা ছিল ৷ সম্ভবত স্থানীয় সময় শুক্রবার রাতে হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর সেটি চালু করা হয় ৷ তা থেকেই ঘটে দুর্ঘটনা। এই মৃত্যুর আসল কারণ জানতে ফরেনসিক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে বলে খবর ৷