একইসঙ্গে স্বাস্থ্যকর আর সুস্বাদু চা বানালেন মিমি, শেখালেন নেটিজেনদের - মিমি চক্রবর্তীর খবর
🎬 Watch Now: Feature Video
কোরোনার প্রকোপে শরীরের যত্ন নেওয়া প্রয়োজন । কিন্তু, এই সময় ছোটো-বড় নির্বিশেষে অনেকের পকেটেই টান পড়েছে । তাই বাইরে গিয়ে কোনও ড্রিঙ্কের পিছনে টাকা খরচ না করে, বাড়িতেই সুস্বাদু, স্বাস্থ্যকর চা বানিয়ে ফেললেন মিমি চক্রবর্তী । পাকা শেফের মতো করে ধাপে ধাপে শেখালেন নেটিজেনদের । ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল সোশাল মিডিয়ায় । দেখে নিন...