কলকাতা, 20 ডিসেম্বর: প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক রাজা মিত্র। শুক্রবার রাত আড়াইটে নাগাদ শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। জানা গিয়েছে, ক্যান্সার রোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুকালে পরিচালকের বয়স হয়েছিল 77 বছর।
রাজা মিত্র পরিচালিত 'একটি জীবন' জাতীয় পুরস্কার পায় 1987 সালে, 35তম জাতীয় পুরস্কার বিতরণের মঞ্চে। এই ছবিতে অভিনয় করেছিলেন আর এক অসাধারণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। রাজা মিত্র 'স্বর্ণ কমল', 'রজত কমল' পুরস্কার পান 'কালীঘাট পেইন্টিংস অ্যান্ড ড্রয়িংস' ছবিতে সঙ্গীত পরিচালনার জন্য। ডেবিউ ফিল্ম মেকার হিসেবে 'ইন্দিরা গান্ধী পুরস্কার'ও পেয়েছেন প্রয়াত পরিচালক ।
শুধু চলচ্চিত্র পরিচালনাই নয়, সঙ্গীত পরিচালক হিসেবেও যথেষ্ট জনপ্রিয় ছিলেন তিনি। তাঁর উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে 'একটি জীবন' ছাড়াও রয়েছে 'যতনের জামি', 'বেহুলা', 'স্ক্রল পেইন্টারস অফ বীরভূম'। 1978 সাল থেকে 1980 অবধি চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষের সহকারী হিসেবে কাজ করেন রাজা মিত্র। বিভিন্ন চলচ্চিত্র পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। একইসঙ্গে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (1989), জাতীয় চলচ্চিত্র উৎসবের (1992) জুরি মেম্বার ছিলেন পরিচালক রাজা মিত্র। 1988 সালে তিনি তাঁর কাজের জন্য রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত হয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র রাজা মিত্র ৷
জানা গিয়েছে, দীর্ঘ সময় ধরেই তিনি অসুস্থ ছিলেন ৷ মারণ রোগ ক্যান্সারের চিকিৎসা চলছিল ৷ শেষ পর্যন্ত হার মানলেন তিনি ৷ শেষ হল লড়াই ৷ নিঃশব্দেই চলে গেলেন পরিচালক রাজা মিত্র ৷ তাঁর মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায় ৷