কলকাতা, 24 ফেব্রুয়ারি: বসন্তের শুরু থেকেই বৃষ্টিতে ভিজছে বাংলা ৷ তবে, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে কমতে শুরু করবে বৃষ্টি ৷ আগামী তিনদিন মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে রাজ্যজুড়ে । কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে সন্ধ্যার পর বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও বৃষ্টির আপাতত কোনও সম্ভাবনা নেই ৷ তবে, দিনভর আংশিক মেঘলা আকাশ, কখনও আবার সম্পূর্ণ মেঘলা আকাশ থাকবে প্রয় সমস্ত জেলাতে ৷ ভোরের দিকে হালকা কুয়াশারও সম্ভাবনা রয়েছে ৷
দক্ষিণবঙ্গে কোথায় কেমন বৃষ্টি ?
দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় সোমবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । মঙ্গলবার সকালের দিকে আংশিক মেঘলা আকাশ ও পরে পরিষ্কার আকাশের সম্ভাবনা ৷ তবে, বৃষ্টিপাতের পরিমাণ সোমবার থেকে আরও কমবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের । চলতি সপ্তাহে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে । অনুভূত হবে হালকা গরম ৷ বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ৷ বরং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা ৷
উত্তরবঙ্গে তুষারপাত ও বৃষ্টি:
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সিকিম ও সংলগ্ন দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে । দার্জিলিং ও কালিম্পংয়ে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা ৷ সোমবার উত্তরবঙ্গের বাকি জেলায় মূলত শুষ্ক আবহাওয়া থাকবে ৷ ধীরে ধীরে পারদ চড়বে । অর্থাৎ, সমতলের পাশাপাশি পাহাড়েও ধীরে ধীরে গরমের অনুভূতি পাওয়া যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷
কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাস:
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে ৷ ভোরের দিকে হালকা কুয়াশা থাকবে ৷ আংশিক মেঘলা থাকবে দিনের আকাশ ৷
রবিবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 2 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 1.7 ডিগ্রি বেশি ৷ বাতসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল যথাক্রমে সর্বোচ্চ 93 শতাংশ ও সর্বনিম্ন 59 শতাংশ ৷