ETV Bharat / state

জুনিয়র ডাক্তারদের ভাতা বৃদ্ধির ঘোষণা মমতার, কোন স্তরে কত বাড়ল - MAMATA BANERJEE

ডাক্তারদের সভা থেকেই জুনিয়র চিকিৎসকদের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷

ETV BHARAT
জুনিয়র ডাক্তারদের ভাতা বৃদ্ধির ঘোষণা মমতার (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 24, 2025, 1:55 PM IST

কলকাতা, 24 ফেব্রুয়ারি: আরজি কর-কাণ্ডের পর চিকিৎসকদের সঙ্গে সরকারের 'তেতো' সম্পর্কের আবহে মেগা বৈঠকে ডাক্তারদের মুখোমুখি মুখ্যমন্ত্রী ৷ আর সেই সভা থেকেই জুনিয়র চিকিৎসকদের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানান, জুনিয়ার ডাক্তারদের ভাতা ন্যূনতম 10 হাজার টাকা করে বাড়ছে । সোমবার স্টেট লেভেল গ্রিভান্স রিড্রেসাল কমিটির সভায় আরও একগুচ্ছ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ।

একইসঙ্গে এদিন স্যালাইন-কাণ্ড নিয়ে মুখ খুলে মুখ্যমন্ত্রী বলেন, "মেদিনীপুর মেডিক্যালে নিশ্চয়ই গাফিলতি ছিল । জুনিয়র চিকিৎসকদের ঘাড়ে পুরো দায়িত্ব চাপিয়ে দেওয়া উচিত হয়নি সিনিয়ার চিকিৎসকদের ।" তবে সোমবার চিকিৎসকদের সঙ্গে মেগা বৈঠকে স্যালাইন-কাণ্ড নিয়ে উষ্মাপ্রকাশ করলেও শাস্তি পাওয়া জুনিয়র চিকিৎসকদের সাসপেনশন প্রত্যাহার করে নেন মুখ্যমন্ত্রী ৷

ETV BHARAT
ডাক্তারদের সভায় মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিব (নিজস্ব চিত্র)

এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে, সর্বস্তরের সিনিয়র রেসিডেন্টদের ভাতা 15 হাজার টাকা করে বৃদ্ধি করা হচ্ছে । এর ফলে ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্টদের ভাতা 65 হাজার টাকা থেকে এবার বেড়ে হচ্ছে আশি হাজার টাকা ৷ পোস্ট গ্র্যাজুয়েট সিনিয়র রেসিডেন্টের ভাতা 70 হাজার টাকা থেকে বেড়ে হবে পঁচাশি হাজার টাকা এবং পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্টদের ভাতা 75 হাজার থেকে বেড়ে হবে এক লক্ষ টাকা । এছাড়া সমস্ত পোস্ট ডক্টরেট ট্রেনি, পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি, ইন্টার্ন ও হাউস স্টাফদের ভাতা 10 হাজার টাকা করে বাড়ানো হচ্ছে । একইসঙ্গে, ইএসআইয়ের বিষয়টিও আলাদা করে তিনি দেখে নেবেন বলে জানিয়ে দিয়েছেন ।

ETV BHARAT
স্টেট লেভেল গ্রিভান্স রিড্রেসাল কমিটির সভা (নিজস্ব চিত্র)

প্রসঙ্গত, আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর চিকিৎসকদের সঙ্গে সরকারের যে একটা দূরত্ব তৈরি হয়েছিল ৷ মনে করা হচ্ছে, সেই পরিস্থিতিকে স্বাভাবিক করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের বৈঠকে চিকিৎসকদের সঙ্গে একটা জনসংযোগের ক্ষেত্র তৈরি করলেন । এদিন তিনি এও বলেন, আগামী বছর থেকে প্রতি বছর এই ধরনের বৈঠক করবেন তিনি ৷

ETV BHARAT
জুনিয়র ডাক্তারদের ভাতা বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর (নিজস্ব চিত্র)

এদিন আরজি করের ঘটনা নিয়েও মুখ্যমন্ত্রী মুখ খুলেছেন । চিকিৎসকদের সমাবেশে তিনি জানিয়ে দিয়েছেন, নির্যাতিতার বিচার চেয়েছিলেন তিনি । আর সেই কারণেই 'অপরিজিতা বিল' তিনি নিয়ে এসেছিলেন ।

স্বাস্থ্য দফতর তিনি নিজের হাতে কেন রেখেছেন, এদিন সেবিষয়েও মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "বামফ্রন্ট আমলে চিকিৎসার অবহেলা হত । একজন রাজ্য মন্ত্রীকে দিয়ে চালানো হতো স্বাস্থ্য দফতর । তাই টিমটিম করে চলত সব কিছু । আমি একটাই কারণে নিজের কাছে রেখেছিলাম স্বাস্থ্য দফতর, কারণ আমার মনে হয়েছিল, এই দফতরের কাজ একজন রাজ্য মন্ত্রীর পক্ষে করা কখনওই সম্ভব নয় । কারণ এই বিষয়টা সামগ্রিক ভাবে নজর রাখতে হয়, দেখতে হয় ।"

ETV BHARAT
ডাক্তারদের সভা থেকে জুনিয়র চিকিৎসকদের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর (নিজস্ব চিত্র)

একইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "আমি আগে যেতাম পিজি, শম্ভুনাথ, মেডিক্যাল কলেজ – এইসব সরকারি হাসপাতালে । সব জায়গায় ছোট্ট ছোট্ট গেট ছিল । কোনও দুর্ঘটনা ঘটলে বেরনোর উপায় নেই । আমরা তখনই গেটগুলো আগে বড় করি, হাসপাতাল রং করি, নাইট শেল্টারের ব্যবস্থা করি । আগে দেখতে ভালো হওয়া দরকার, তার পরে গুণ বিচার করা হবে ।" মুখ্যমন্ত্রী বলেন, তাঁর সময়ে হাসপাতালগুলিতে উন্নতি হয়েছে । সাধারণ মানুষ এখন হাসপাতালে গেলে পরিষেবা পায় ৷ আর এই সবকিছুর জন্য চিকিৎসকদেরই প্রশংসা প্রাপ্য বলে জানান তিনি ।

কলকাতা, 24 ফেব্রুয়ারি: আরজি কর-কাণ্ডের পর চিকিৎসকদের সঙ্গে সরকারের 'তেতো' সম্পর্কের আবহে মেগা বৈঠকে ডাক্তারদের মুখোমুখি মুখ্যমন্ত্রী ৷ আর সেই সভা থেকেই জুনিয়র চিকিৎসকদের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানান, জুনিয়ার ডাক্তারদের ভাতা ন্যূনতম 10 হাজার টাকা করে বাড়ছে । সোমবার স্টেট লেভেল গ্রিভান্স রিড্রেসাল কমিটির সভায় আরও একগুচ্ছ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ।

একইসঙ্গে এদিন স্যালাইন-কাণ্ড নিয়ে মুখ খুলে মুখ্যমন্ত্রী বলেন, "মেদিনীপুর মেডিক্যালে নিশ্চয়ই গাফিলতি ছিল । জুনিয়র চিকিৎসকদের ঘাড়ে পুরো দায়িত্ব চাপিয়ে দেওয়া উচিত হয়নি সিনিয়ার চিকিৎসকদের ।" তবে সোমবার চিকিৎসকদের সঙ্গে মেগা বৈঠকে স্যালাইন-কাণ্ড নিয়ে উষ্মাপ্রকাশ করলেও শাস্তি পাওয়া জুনিয়র চিকিৎসকদের সাসপেনশন প্রত্যাহার করে নেন মুখ্যমন্ত্রী ৷

ETV BHARAT
ডাক্তারদের সভায় মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিব (নিজস্ব চিত্র)

এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে, সর্বস্তরের সিনিয়র রেসিডেন্টদের ভাতা 15 হাজার টাকা করে বৃদ্ধি করা হচ্ছে । এর ফলে ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্টদের ভাতা 65 হাজার টাকা থেকে এবার বেড়ে হচ্ছে আশি হাজার টাকা ৷ পোস্ট গ্র্যাজুয়েট সিনিয়র রেসিডেন্টের ভাতা 70 হাজার টাকা থেকে বেড়ে হবে পঁচাশি হাজার টাকা এবং পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্টদের ভাতা 75 হাজার থেকে বেড়ে হবে এক লক্ষ টাকা । এছাড়া সমস্ত পোস্ট ডক্টরেট ট্রেনি, পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি, ইন্টার্ন ও হাউস স্টাফদের ভাতা 10 হাজার টাকা করে বাড়ানো হচ্ছে । একইসঙ্গে, ইএসআইয়ের বিষয়টিও আলাদা করে তিনি দেখে নেবেন বলে জানিয়ে দিয়েছেন ।

ETV BHARAT
স্টেট লেভেল গ্রিভান্স রিড্রেসাল কমিটির সভা (নিজস্ব চিত্র)

প্রসঙ্গত, আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর চিকিৎসকদের সঙ্গে সরকারের যে একটা দূরত্ব তৈরি হয়েছিল ৷ মনে করা হচ্ছে, সেই পরিস্থিতিকে স্বাভাবিক করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের বৈঠকে চিকিৎসকদের সঙ্গে একটা জনসংযোগের ক্ষেত্র তৈরি করলেন । এদিন তিনি এও বলেন, আগামী বছর থেকে প্রতি বছর এই ধরনের বৈঠক করবেন তিনি ৷

ETV BHARAT
জুনিয়র ডাক্তারদের ভাতা বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর (নিজস্ব চিত্র)

এদিন আরজি করের ঘটনা নিয়েও মুখ্যমন্ত্রী মুখ খুলেছেন । চিকিৎসকদের সমাবেশে তিনি জানিয়ে দিয়েছেন, নির্যাতিতার বিচার চেয়েছিলেন তিনি । আর সেই কারণেই 'অপরিজিতা বিল' তিনি নিয়ে এসেছিলেন ।

স্বাস্থ্য দফতর তিনি নিজের হাতে কেন রেখেছেন, এদিন সেবিষয়েও মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "বামফ্রন্ট আমলে চিকিৎসার অবহেলা হত । একজন রাজ্য মন্ত্রীকে দিয়ে চালানো হতো স্বাস্থ্য দফতর । তাই টিমটিম করে চলত সব কিছু । আমি একটাই কারণে নিজের কাছে রেখেছিলাম স্বাস্থ্য দফতর, কারণ আমার মনে হয়েছিল, এই দফতরের কাজ একজন রাজ্য মন্ত্রীর পক্ষে করা কখনওই সম্ভব নয় । কারণ এই বিষয়টা সামগ্রিক ভাবে নজর রাখতে হয়, দেখতে হয় ।"

ETV BHARAT
ডাক্তারদের সভা থেকে জুনিয়র চিকিৎসকদের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর (নিজস্ব চিত্র)

একইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "আমি আগে যেতাম পিজি, শম্ভুনাথ, মেডিক্যাল কলেজ – এইসব সরকারি হাসপাতালে । সব জায়গায় ছোট্ট ছোট্ট গেট ছিল । কোনও দুর্ঘটনা ঘটলে বেরনোর উপায় নেই । আমরা তখনই গেটগুলো আগে বড় করি, হাসপাতাল রং করি, নাইট শেল্টারের ব্যবস্থা করি । আগে দেখতে ভালো হওয়া দরকার, তার পরে গুণ বিচার করা হবে ।" মুখ্যমন্ত্রী বলেন, তাঁর সময়ে হাসপাতালগুলিতে উন্নতি হয়েছে । সাধারণ মানুষ এখন হাসপাতালে গেলে পরিষেবা পায় ৷ আর এই সবকিছুর জন্য চিকিৎসকদেরই প্রশংসা প্রাপ্য বলে জানান তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.