ETV Bharat / state

শোভনের হয়ে সওয়াল করায় রত্নার হুমকি ! মামলা দায়েরের অনুমতি চাইলেন কল্যাণ - SOVAN RATNA DIVORCE CASE

বিবাহবিচ্ছেদের মামলায় শোভন চট্টোপাধ্যায়ের হয়ে সওয়াল করায় রত্না চট্টোপাধ্যায় তাঁর নামে যা খুশি তাই বলছেন, আদালতে অভিযোগ করলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 24, 2025, 6:13 PM IST

কলকাতা, 24 ফেব্রুয়ারি: কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায়ের বিবাহবিচ্ছেদ মামলার শুনানি ঘিরে একের পর এক বিতর্ক ৷ সোমবার শোভনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে অভিযোগ করেন, রত্না চট্টোপাধ্যায় তাঁর বিরুদ্ধে যা খুশি তাই বলছেন ৷ তিনি আদালতে তৃণমূল বিধায়ক রত্নার বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি চান ৷ আদালত তাতে সম্মতি দিয়েছে ৷

এদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায়- দু'জনেই তৃণমূল কংগ্রেসের সাংসদ ও বিধায়ক ৷ তাই দলের বিধায়কের বিরুদ্ধে মামলা লড়ায় রাজনৈতিক মহলে তৃণমূল সাংসদ কল্যাণের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ কিন্তু প্রবীণ নেতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি আগে আইনজীবী ৷ তারপর সাংসদ ৷

এদিন মামলার শুনানিতে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করে বলেন, "গত শুক্রবার রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সওয়াল করেছি ৷ তারপর থেকে তিনি প্রেস কনফারেন্স করে আমার নামে যা ইচ্ছে তাই বলছেন ৷ অসম্মানজনক মন্তব্য করা হচ্ছে ৷"

তখন বিচারপতি আইনজীবী কল্যাণকে প্রশ্ন করেন, "কিন্তু এর জন্য কোর্ট কী করতে পারে ?"

কল্যাণ বলেন, "আমি একজন সিনিয়র আইনজীবী ৷ সিনিয়র কোর্ট অফিসার ৷ আদালতের আমাকে সুরক্ষা দেওয়া উচিত ৷ আলিপুর আদালতেও ঠিক এই জিনিস করা হয়েছে ৷ আমার মেয়ের নামেও যাচ্ছেতাই বলা হয়েছে ৷" এই বক্তব্যের পর বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য বলেন, "ঠিক আছে আবেদন করুন ৷ আদালত শুনবে ৷"

এদিন তৃণমূলের বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের পক্ষে আদালতে এক জুনিয়র আইনজীবী উপস্থিত ছিলেন ৷ তিনি বলেন, "কোনও মানহানিকর মন্তব্য করা হয়েছে বলে তথ্য নেই ৷"

শোভনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি দ্বিচারিতা করছি বলেছেন ৷ কী ধরনের আচরণ এগুলো ? কেউ তাঁর বিরুদ্ধে সওয়াল কর‍তে পারবেন না ? কেউ তাঁর বিরুদ্ধে সওয়াল করতে পারবেন না ৷ কেউ সাক্ষ্য দিতে পারবেন না ৷ 43 বছর ধরে প্র‍্যাকটিস করছি ৷ আমি অনেক হুমকি সহ্য করেছি ৷ কিন্তু এই রকম অসম্মানজনক কথা শুনিনি ৷ আমার মেয়ের ফোনে অশালীন ভাষায় মেসেজ পাঠানো হচ্ছে ৷ এসব কী হচ্ছে ? আমি আমার প্র‍্যাকটিসের জায়গায় সারাজীবন পরিষ্কার থেকেছি ৷"

2017 সালে শোভন ও রত্না চট্টোপাধ্যায়ের বিবাহবিচ্ছেদের মামলা শুরু হয় ৷ আলিপুর আদালতে এই মামলা দায়ের করেছিলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন ৷ পরে মামলাটি কলকাতা হাইকোর্টে আসে ৷ এর আগে গত শুক্রবার, 21 ফেব্রুয়ারির শুনানিতে রত্না চট্টোপাধ্যায় অভিযোগ করেন, নিম্ন আদালত এই মামলায় তাঁর পক্ষের সাক্ষীদের বয়ান নেওয়া বন্ধ করে দিয়েছে ৷

রত্না চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন, নিম্ন আদালত এই মামলায় তাঁর দেওয়া সাক্ষীদের বয়ান নেওয়া বন্ধ করে দিয়েছে । এই দাবিতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রত্না ৷ সেই মামলার শুনানির পর রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য । আগামী 28 ফেব্রুয়ারি এই বিষয়ে নির্দেশ দেবেন তিনি ৷

কলকাতা, 24 ফেব্রুয়ারি: কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায়ের বিবাহবিচ্ছেদ মামলার শুনানি ঘিরে একের পর এক বিতর্ক ৷ সোমবার শোভনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে অভিযোগ করেন, রত্না চট্টোপাধ্যায় তাঁর বিরুদ্ধে যা খুশি তাই বলছেন ৷ তিনি আদালতে তৃণমূল বিধায়ক রত্নার বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি চান ৷ আদালত তাতে সম্মতি দিয়েছে ৷

এদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায়- দু'জনেই তৃণমূল কংগ্রেসের সাংসদ ও বিধায়ক ৷ তাই দলের বিধায়কের বিরুদ্ধে মামলা লড়ায় রাজনৈতিক মহলে তৃণমূল সাংসদ কল্যাণের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ কিন্তু প্রবীণ নেতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি আগে আইনজীবী ৷ তারপর সাংসদ ৷

এদিন মামলার শুনানিতে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করে বলেন, "গত শুক্রবার রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সওয়াল করেছি ৷ তারপর থেকে তিনি প্রেস কনফারেন্স করে আমার নামে যা ইচ্ছে তাই বলছেন ৷ অসম্মানজনক মন্তব্য করা হচ্ছে ৷"

তখন বিচারপতি আইনজীবী কল্যাণকে প্রশ্ন করেন, "কিন্তু এর জন্য কোর্ট কী করতে পারে ?"

কল্যাণ বলেন, "আমি একজন সিনিয়র আইনজীবী ৷ সিনিয়র কোর্ট অফিসার ৷ আদালতের আমাকে সুরক্ষা দেওয়া উচিত ৷ আলিপুর আদালতেও ঠিক এই জিনিস করা হয়েছে ৷ আমার মেয়ের নামেও যাচ্ছেতাই বলা হয়েছে ৷" এই বক্তব্যের পর বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য বলেন, "ঠিক আছে আবেদন করুন ৷ আদালত শুনবে ৷"

এদিন তৃণমূলের বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের পক্ষে আদালতে এক জুনিয়র আইনজীবী উপস্থিত ছিলেন ৷ তিনি বলেন, "কোনও মানহানিকর মন্তব্য করা হয়েছে বলে তথ্য নেই ৷"

শোভনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি দ্বিচারিতা করছি বলেছেন ৷ কী ধরনের আচরণ এগুলো ? কেউ তাঁর বিরুদ্ধে সওয়াল কর‍তে পারবেন না ? কেউ তাঁর বিরুদ্ধে সওয়াল করতে পারবেন না ৷ কেউ সাক্ষ্য দিতে পারবেন না ৷ 43 বছর ধরে প্র‍্যাকটিস করছি ৷ আমি অনেক হুমকি সহ্য করেছি ৷ কিন্তু এই রকম অসম্মানজনক কথা শুনিনি ৷ আমার মেয়ের ফোনে অশালীন ভাষায় মেসেজ পাঠানো হচ্ছে ৷ এসব কী হচ্ছে ? আমি আমার প্র‍্যাকটিসের জায়গায় সারাজীবন পরিষ্কার থেকেছি ৷"

2017 সালে শোভন ও রত্না চট্টোপাধ্যায়ের বিবাহবিচ্ছেদের মামলা শুরু হয় ৷ আলিপুর আদালতে এই মামলা দায়ের করেছিলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন ৷ পরে মামলাটি কলকাতা হাইকোর্টে আসে ৷ এর আগে গত শুক্রবার, 21 ফেব্রুয়ারির শুনানিতে রত্না চট্টোপাধ্যায় অভিযোগ করেন, নিম্ন আদালত এই মামলায় তাঁর পক্ষের সাক্ষীদের বয়ান নেওয়া বন্ধ করে দিয়েছে ৷

রত্না চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন, নিম্ন আদালত এই মামলায় তাঁর দেওয়া সাক্ষীদের বয়ান নেওয়া বন্ধ করে দিয়েছে । এই দাবিতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রত্না ৷ সেই মামলার শুনানির পর রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য । আগামী 28 ফেব্রুয়ারি এই বিষয়ে নির্দেশ দেবেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.