ETV Bharat / state

ডেপুটি মেয়রের গাড়িতে সরকারি বাসের ধাক্কা, কেমন আছেন অতীন ? - ATIN GHOSH CAR ACCIDENT

কলকাতা পুরনিগমে আসার পথে দুর্ঘটনার কবলে পড়েন ডেপুটি মেয়র অতীন ঘোষ ৷ তাঁর গাড়িতে ধাক্কা মারে একটি সরকারি বাস ৷

Atin Ghosh car accident
দুর্ঘটনার কবলে ডেপুটি মেয়র অতীন ঘোষ (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 24, 2025, 1:40 PM IST

কলকাতা, 24 ফেব্রুয়ারি: শহরে পথ দুর্ঘটনার কবলে স্বয়ং কলকাতার উপমহানগরিক অতীন ঘোষের গাড়ি । অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি ৷ তাঁর কোনও চোট আঘাত লাগেনি ৷ তবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর গাড়িটি ৷ কলকাতা পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে ঠিক কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে ।

পুরনিগম সূত্রে জানা গিয়েছে, সোমবার কলকাতা পুরনিগমে বাজেট অধিবেশন ৷ সেই বাজেট অধিবেশনে যোগ দেওয়ার জন্য বেলা 11টা নাগাদ উত্তর কলকাতার ফরিয়াপুকুরের বাড়ি থেকে রওনা দেন ডেপুটি মেয়র অতীন ঘোষ । সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিক থেকে এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলায় কলকাতা পুরনিগমের দিকে আসছিলেন তিনি । সেই সময় মৌলালি থেকে খানিকটা এগিয়েই তালতলার কাছে এসএন ব্যানার্জি রোডের একটি ক্রসিংয়ে তাঁর গাড়ি দুর্ঘটনার মুখে পড়ে ।

Atin Ghosh car accident
অতীন ঘোষের গাড়িতে সরকারি বাসের ধাক্কা (নিজস্ব ছবি)

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, তালতলার কাছে ক্রসিংয়ে বেলাগাম গতিতে আসছিল শিয়ালদা থেকে ধর্মতলামুখী একটি সরকারি বাস ৷ সেটি এসে আচমকা ডেপুটি মেয়রের গাড়ির গায়ে ধাক্কা মারে ৷ তাতে অতীনের গাড়ির বাম অংশে বনেট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ তবে অল্পের জন্য রক্ষা পান গাড়ির বামদিকে বসে থাকা অতীন ঘোষ ৷ গাড়িতে থাকা তাঁর চালক এবং দেহরক্ষীরও কোনও ক্ষতি হয়নি । এদিনের দুঘটনার পরেই খবর দেওয়া হয় কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগকে । বাসটি প্রাথমিকভাবে আটক করা হয়েছে বলে খবর পুলিশ সূত্রে ।

Atin Ghosh car accident
ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটি (নিজস্ব ছবি)

এদিনের দুর্ঘটনা প্রসঙ্গে ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, "ঘটনাস্থলের কাছেই বাসস্টপ আছে ৷ এটা ধরে নিয়েই আমার ড্রাইভার গাড়িটি ডানদিকে ঘোরাচ্ছিল । সেই সময় বাসটি এসে ধাক্কা মারে আমার গাড়িতে । যেহেতু আমায় বাজেট অধিবেশনে যোগ দিতে হবে তাই তাড়াহুড়ো ছিল ৷ তবে আমি নিজে থেকে পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করিনি । পুলিশ যদি স্বতঃপ্রণোদিত হয়ে কোনও ব্যবস্থা নেয় সেটা নিতে পারে ।"

কলকাতা, 24 ফেব্রুয়ারি: শহরে পথ দুর্ঘটনার কবলে স্বয়ং কলকাতার উপমহানগরিক অতীন ঘোষের গাড়ি । অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি ৷ তাঁর কোনও চোট আঘাত লাগেনি ৷ তবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর গাড়িটি ৷ কলকাতা পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে ঠিক কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে ।

পুরনিগম সূত্রে জানা গিয়েছে, সোমবার কলকাতা পুরনিগমে বাজেট অধিবেশন ৷ সেই বাজেট অধিবেশনে যোগ দেওয়ার জন্য বেলা 11টা নাগাদ উত্তর কলকাতার ফরিয়াপুকুরের বাড়ি থেকে রওনা দেন ডেপুটি মেয়র অতীন ঘোষ । সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিক থেকে এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলায় কলকাতা পুরনিগমের দিকে আসছিলেন তিনি । সেই সময় মৌলালি থেকে খানিকটা এগিয়েই তালতলার কাছে এসএন ব্যানার্জি রোডের একটি ক্রসিংয়ে তাঁর গাড়ি দুর্ঘটনার মুখে পড়ে ।

Atin Ghosh car accident
অতীন ঘোষের গাড়িতে সরকারি বাসের ধাক্কা (নিজস্ব ছবি)

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, তালতলার কাছে ক্রসিংয়ে বেলাগাম গতিতে আসছিল শিয়ালদা থেকে ধর্মতলামুখী একটি সরকারি বাস ৷ সেটি এসে আচমকা ডেপুটি মেয়রের গাড়ির গায়ে ধাক্কা মারে ৷ তাতে অতীনের গাড়ির বাম অংশে বনেট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ তবে অল্পের জন্য রক্ষা পান গাড়ির বামদিকে বসে থাকা অতীন ঘোষ ৷ গাড়িতে থাকা তাঁর চালক এবং দেহরক্ষীরও কোনও ক্ষতি হয়নি । এদিনের দুঘটনার পরেই খবর দেওয়া হয় কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগকে । বাসটি প্রাথমিকভাবে আটক করা হয়েছে বলে খবর পুলিশ সূত্রে ।

Atin Ghosh car accident
ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটি (নিজস্ব ছবি)

এদিনের দুর্ঘটনা প্রসঙ্গে ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, "ঘটনাস্থলের কাছেই বাসস্টপ আছে ৷ এটা ধরে নিয়েই আমার ড্রাইভার গাড়িটি ডানদিকে ঘোরাচ্ছিল । সেই সময় বাসটি এসে ধাক্কা মারে আমার গাড়িতে । যেহেতু আমায় বাজেট অধিবেশনে যোগ দিতে হবে তাই তাড়াহুড়ো ছিল ৷ তবে আমি নিজে থেকে পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করিনি । পুলিশ যদি স্বতঃপ্রণোদিত হয়ে কোনও ব্যবস্থা নেয় সেটা নিতে পারে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.