ETV Bharat / bharat

মুখ্যমন্ত্রীর কার্যালয়ে নেই আম্বদকর-ভগৎ সিংয়ের ছবি! প্রথম দিনেই বিক্ষোভে অতিশীরা - DELHI ASSEMBLY SESSION 2025

দিল্লির মহিলাদের 2 হাজার 500 টাকা করে কবে দেবে বিজেপি সরকার ? এই দাবিকে সামনে রেখে বিধানসভা অধিবেশনের প্রথম দিনই প্রতিবাদে সরব হলেন অতিশীরা।

LOP Atishi and other AAP leaders protest outside CM Office
দিল্লি বিধানসভায় প্রতিবাদে অতিশী ও আপ বিধায়করা (ছবি সৌজন্য: এএনআই ভিডিয়ো)
author img

By PTI

Published : Feb 24, 2025, 4:54 PM IST

Updated : Feb 24, 2025, 5:46 PM IST

নয়াদিল্লি, 24 ফেব্রুয়ারি: বিধানসভা অধিবেশনের প্রথম দিনেই ধুন্ধুমার দিল্লিতে ৷ বিধানসভায় নয়া মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার কার্যালয়ে নেই ভীমরাও আম্বেদকর এবং শহিদ ভগৎ সিং ৷ অথচ আপ সরকারের সময় মুখ্যমন্ত্রীর কার্যালয়ে এই দু'জনের ছবি ছিল ৷ এই ঘটনায় বিজেপিকে দলিত-বিরোধী, শিখ-বিরোধী বলে তোপ দাগেন দিল্লির প্রথম মহিলা বিরোধী দলনেতা অতিশী ৷

এই বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করে অতিশী বলেন, "মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে বাবাসাহেব ভীমরাও আম্বেদকর এবং শহিদ ভগৎ সিংয়ের দু'টি ছবি সরিয়ে দেওয়া হয়েছে ৷ এতেই বিজেপির প্রকৃত মানসিকতা সামনে এসে গিয়েছে ৷ ওরা দলিত-বিরোধী, শিখ-বিরোধী ৷ ওরা ভীমরাও আম্বেদকর এবং ভগৎ সিংয়েক অসম্মান করেছে ৷ আপ এর তীব্র বিরোধিতা করছে ৷ আমরা এর বিরুদ্ধে রাস্তায় প্রতিবাদে নামব ৷ বিধানসভায় বিক্ষোভ দেখাব ৷"

যদিও আপের অভিযোগ খারিজ করে বিজেপি জানিয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং অন্য মন্ত্রীদের অফিসের দেওয়ালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মহাত্মা গান্ধি, ভগৎ সিং, বাবাসাহেব আম্বেদকরের ছবিও রয়েছে ৷ 27 বছর পর দিল্লির মসনদে ফেরা গেরুয়া শিবিরের দাবি, আগামিকাল আপ সরকারের সময়ে খরচখরচা নিয়ে ক্যাগ রিপোর্ট পেশ হবে বিধানসভায় ৷ তাতে আপ-আমলের দুর্নীতি ধরা পড়বে ৷ সেই ভয়েই এদিন বিরোধী নেতা অতিশী ও আপ বিধায়করা নানা ইস্যুতে বিক্ষোভ দেখাচ্ছে ৷

এর পাশাপাশি নির্বাচনী প্রচারে রাজধানীর মহিলাদের মাসে 2 হাজার 500 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি ৷ সেই কথা রাখেনি বিজেপি সরকার । এই বলেও কড়া আক্রমণ করেন আপ বিধায়করা ৷ এই দাবিতে দিল্লির নয়া মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান বিরোধী দলনেতা অতিশী এবং অন্যরা ৷

মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সঙ্গে দেখা করার পর অতিশী সংবাদসংস্থা পিটিআইকে বলেন, "আমরা দু'দিন আগে দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় চেয়েছিলাম ৷ কিন্তু আমাদের তা দেওয়া হয়নি ৷ তাই এখন বিধানসভায় তাঁর (মুখ্যমন্ত্রী) কার্যালয়ের বাইরে এসেছি ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম ক্যাবিনেট মিটিংয়ের পর প্রত্যেক মহিলাকে মাসে 2 হাজার 500 টাকা দেওয়ার কথা দিয়েছিলেন ৷ কিন্তু মোদির গ্যারান্টি তো মিথ্যা হয়ে যাচ্ছে ৷" তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী এই অর্থ কবে থেকে দেওয়া হবে, সেই বিষয়ে আশ্বস্ত করতে পারেননি ৷ আগামী 8 মার্চের মধ্যে যাতে মহিলারা 2 হাজার 500 টাকা করে পান, সেই চেষ্টা করছেন বলে জানিয়েছেন ৷

27 বছর পর সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে দিল্লির মসনদে ফিরেছে বিজেপি ৷ এরপর সোমবার থেকে তিন দিনের দিল্লি বিধানসভার অধিবেশনের প্রথম দিনেই অতিশীর নেতৃত্বে আপ বিধায়করা বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷

এদিন প্রোটেম স্পিকার হিসাবে শপথ নিয়েছেন অরবিন্দার সিং লাভলি ৷ বিধানসভার অধিবেশন শুরুর আগে উপ-রাজ্যপাল বিকে সাক্সেনা তাঁকে শপথ বাক্য পাঠ করান ৷ প্রবীণ বিধায়ক হিসাবে লাভলিই বাকি বিধায়কদের শপথ নেওয়াবেন ৷ গত 20 ফেব্রুয়ারি রেখা গুপ্তা দিল্লির রামলীলা ময়দানে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন ৷ তাঁর সঙ্গে ছ'জন মন্ত্রীও শপথ নিয়েছেন ৷ সংসদীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে এদিনই বিজেপির প্রবীণ বিধায়ক বিজেন্দর গুপ্তাকে বিধানসভার অধ্যক্ষ বেছে নেওয়া হয়েছে ৷

নয়াদিল্লি, 24 ফেব্রুয়ারি: বিধানসভা অধিবেশনের প্রথম দিনেই ধুন্ধুমার দিল্লিতে ৷ বিধানসভায় নয়া মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার কার্যালয়ে নেই ভীমরাও আম্বেদকর এবং শহিদ ভগৎ সিং ৷ অথচ আপ সরকারের সময় মুখ্যমন্ত্রীর কার্যালয়ে এই দু'জনের ছবি ছিল ৷ এই ঘটনায় বিজেপিকে দলিত-বিরোধী, শিখ-বিরোধী বলে তোপ দাগেন দিল্লির প্রথম মহিলা বিরোধী দলনেতা অতিশী ৷

এই বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করে অতিশী বলেন, "মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে বাবাসাহেব ভীমরাও আম্বেদকর এবং শহিদ ভগৎ সিংয়ের দু'টি ছবি সরিয়ে দেওয়া হয়েছে ৷ এতেই বিজেপির প্রকৃত মানসিকতা সামনে এসে গিয়েছে ৷ ওরা দলিত-বিরোধী, শিখ-বিরোধী ৷ ওরা ভীমরাও আম্বেদকর এবং ভগৎ সিংয়েক অসম্মান করেছে ৷ আপ এর তীব্র বিরোধিতা করছে ৷ আমরা এর বিরুদ্ধে রাস্তায় প্রতিবাদে নামব ৷ বিধানসভায় বিক্ষোভ দেখাব ৷"

যদিও আপের অভিযোগ খারিজ করে বিজেপি জানিয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং অন্য মন্ত্রীদের অফিসের দেওয়ালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মহাত্মা গান্ধি, ভগৎ সিং, বাবাসাহেব আম্বেদকরের ছবিও রয়েছে ৷ 27 বছর পর দিল্লির মসনদে ফেরা গেরুয়া শিবিরের দাবি, আগামিকাল আপ সরকারের সময়ে খরচখরচা নিয়ে ক্যাগ রিপোর্ট পেশ হবে বিধানসভায় ৷ তাতে আপ-আমলের দুর্নীতি ধরা পড়বে ৷ সেই ভয়েই এদিন বিরোধী নেতা অতিশী ও আপ বিধায়করা নানা ইস্যুতে বিক্ষোভ দেখাচ্ছে ৷

এর পাশাপাশি নির্বাচনী প্রচারে রাজধানীর মহিলাদের মাসে 2 হাজার 500 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি ৷ সেই কথা রাখেনি বিজেপি সরকার । এই বলেও কড়া আক্রমণ করেন আপ বিধায়করা ৷ এই দাবিতে দিল্লির নয়া মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান বিরোধী দলনেতা অতিশী এবং অন্যরা ৷

মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সঙ্গে দেখা করার পর অতিশী সংবাদসংস্থা পিটিআইকে বলেন, "আমরা দু'দিন আগে দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় চেয়েছিলাম ৷ কিন্তু আমাদের তা দেওয়া হয়নি ৷ তাই এখন বিধানসভায় তাঁর (মুখ্যমন্ত্রী) কার্যালয়ের বাইরে এসেছি ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম ক্যাবিনেট মিটিংয়ের পর প্রত্যেক মহিলাকে মাসে 2 হাজার 500 টাকা দেওয়ার কথা দিয়েছিলেন ৷ কিন্তু মোদির গ্যারান্টি তো মিথ্যা হয়ে যাচ্ছে ৷" তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী এই অর্থ কবে থেকে দেওয়া হবে, সেই বিষয়ে আশ্বস্ত করতে পারেননি ৷ আগামী 8 মার্চের মধ্যে যাতে মহিলারা 2 হাজার 500 টাকা করে পান, সেই চেষ্টা করছেন বলে জানিয়েছেন ৷

27 বছর পর সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে দিল্লির মসনদে ফিরেছে বিজেপি ৷ এরপর সোমবার থেকে তিন দিনের দিল্লি বিধানসভার অধিবেশনের প্রথম দিনেই অতিশীর নেতৃত্বে আপ বিধায়করা বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷

এদিন প্রোটেম স্পিকার হিসাবে শপথ নিয়েছেন অরবিন্দার সিং লাভলি ৷ বিধানসভার অধিবেশন শুরুর আগে উপ-রাজ্যপাল বিকে সাক্সেনা তাঁকে শপথ বাক্য পাঠ করান ৷ প্রবীণ বিধায়ক হিসাবে লাভলিই বাকি বিধায়কদের শপথ নেওয়াবেন ৷ গত 20 ফেব্রুয়ারি রেখা গুপ্তা দিল্লির রামলীলা ময়দানে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন ৷ তাঁর সঙ্গে ছ'জন মন্ত্রীও শপথ নিয়েছেন ৷ সংসদীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে এদিনই বিজেপির প্রবীণ বিধায়ক বিজেন্দর গুপ্তাকে বিধানসভার অধ্যক্ষ বেছে নেওয়া হয়েছে ৷

Last Updated : Feb 24, 2025, 5:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.