ETV Bharat / technology

ইঞ্জিনিয়র এবং AI জানা কর্মী নিয়োগ মেটার, আবেদন করতে পারেন - META ENGINEERING JOBS

বেঙ্গালুরুতে মেটার নতুন অফিসের জন্য ইঞ্জিনিয়র ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে পারদর্শী কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে ৷

META
প্রতীকী ছবি (ছবি সংবাদ সংস্থা (IANS))
author img

By ETV Bharat Tech Team

Published : Feb 24, 2025, 4:49 PM IST

হায়দরাবাদ: বিশ্বব্যাপী প্রযুক্তি জায়ান্ট মেটা ভারতে ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। ভারতে একাধিক পদে ইঞ্জিনিয়ারিং এবং এআই জানা কর্মী নিয়োগ করতে চলেছে । ইতিমধ্যেই বেঙ্গালুরুতে একটি নতুন অফিস খুলতে চলেছে মেটা ৷ সংস্থার নিজস্ব ক্যারিয়ার ওয়েবসাইটে উল্লেখ করেছে এই নিয়োগের সম্পর্কিত বিজ্ঞপ্তি ৷ সেই সঙ্গে 41টি শূন্যপদের কথা উল্লেখ করেছে ৷

উৎসবের মরশুম বিপুল কর্মসংস্থান ! 6 লাখ ভারতীয় কর্মী নিয়োগ মার্কিন টেক জায়ান্ট অ্য়াপেলের - APPLE JOBS IN INDIA

বেঙ্গালুরুতে মেটার নতুন অফিস

2010 সালে ভারতের গুরুগ্রাম, নয়াদিল্লি, হায়দরাবাদ, মুম্বই এবং বেঙ্গালুরু-সহ দেশের প্রথম সারির মেট্রো শহরগুলিতে অফিস খুলেছে। কিন্তু এই সমস্ত অফিসে কর্মরত কর্মীরা বিক্রয়, বিপণন, পরিচালনা অবং বিভিন্ন ধরনের পলিসি নিয়ে কাজ করেন। এবার মেটা কারিগরি ও প্রযুক্তিগত উন্নয়নের জন্য ইঞ্জিনিয়র এবং কৃত্রিম বুদ্ধিমত্তার কাজ সম্প্রসারণের জন্য বেঙ্গালুরুতে তার নতুন অফিসে কর্মী নিয়োগ করবে। এই কারণে, কোম্পানিটি 41টি নতুন পদ তৈরি করেছে।

ভারত হবে নতুন ইঞ্জিনিয়ারিং হাব

যদিও মেটা বিশ্বব্যাপী 1700 টিরও বেশি নতুন পোস্টে বিজ্ঞপ্তি করেছে ৷ বেঙ্গালুরুতে সৃ্ষ্টি 41টি নতুন পদ ভারতে ইঞ্জিনিয়ারিং সেক্টরেও অগ্রগতি করবে বলে মনে করা হচ্ছে । এখনও পর্যন্ত, মেটা ভারতকে ইঞ্জিনিয়ারিং হাব হিসেবে ব্যবহার করেনি, তবে এই নতুন অফিস ভারতীয় ইঞ্জিনিয়ারিং প্রতিভাদের জন্য একটি বড় পরিবর্তন হতে পারে।

মেটার লক্ষ্য কী?

কয়েকদিন আগেই মেটার কর্মী ছাঁটাই-এর ঘটনা সাড়া ফেলে দিয়েছে ৷ যার ফলে বিশ্বব্যাপী কোম্পানির 5% কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিন্তু মেটা, মাইক্রোসফট, গুগল এবং অ্যামাজনের মতো প্রথম সারির প্রযুক্তি কোম্পানিগুলি ভারতে ইঞ্জিনিয়ারিং শিল্প এবং তাদের ব্যবসাটিক পণ্যগুলি শক্তিশালী করার প্রক্রিয়া শুরু করেছে । এই কারণে, কোম্পানিটি একজন ইঞ্জিনিয়ারিং ডিরেক্টর নিয়োগ করবে বেঙ্গালুরুর অফিসের জন্য । এছাড়াও, মেটা তাদের AI প্রযুক্তির সম্প্রসারণের জন্য হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারদের নিয়োগ শুরু করেছে । যারা মেটার ডেটা সেন্টার অপারেশন এবং কাস্টম চিপ ডেভেলপমেন্টে কাজ করবে ৷ যেটি কোম্পানির ক্রমবর্ধমান এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে সাহায্য করবে ৷

আগামী বছরে 21 লক্ষ মহিলা কর্মী নিয়োগ তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে, কারা পাবেন সুযোগ - FEMALE WORKFORCE IN IT SECTOR

হায়দরাবাদ: বিশ্বব্যাপী প্রযুক্তি জায়ান্ট মেটা ভারতে ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। ভারতে একাধিক পদে ইঞ্জিনিয়ারিং এবং এআই জানা কর্মী নিয়োগ করতে চলেছে । ইতিমধ্যেই বেঙ্গালুরুতে একটি নতুন অফিস খুলতে চলেছে মেটা ৷ সংস্থার নিজস্ব ক্যারিয়ার ওয়েবসাইটে উল্লেখ করেছে এই নিয়োগের সম্পর্কিত বিজ্ঞপ্তি ৷ সেই সঙ্গে 41টি শূন্যপদের কথা উল্লেখ করেছে ৷

উৎসবের মরশুম বিপুল কর্মসংস্থান ! 6 লাখ ভারতীয় কর্মী নিয়োগ মার্কিন টেক জায়ান্ট অ্য়াপেলের - APPLE JOBS IN INDIA

বেঙ্গালুরুতে মেটার নতুন অফিস

2010 সালে ভারতের গুরুগ্রাম, নয়াদিল্লি, হায়দরাবাদ, মুম্বই এবং বেঙ্গালুরু-সহ দেশের প্রথম সারির মেট্রো শহরগুলিতে অফিস খুলেছে। কিন্তু এই সমস্ত অফিসে কর্মরত কর্মীরা বিক্রয়, বিপণন, পরিচালনা অবং বিভিন্ন ধরনের পলিসি নিয়ে কাজ করেন। এবার মেটা কারিগরি ও প্রযুক্তিগত উন্নয়নের জন্য ইঞ্জিনিয়র এবং কৃত্রিম বুদ্ধিমত্তার কাজ সম্প্রসারণের জন্য বেঙ্গালুরুতে তার নতুন অফিসে কর্মী নিয়োগ করবে। এই কারণে, কোম্পানিটি 41টি নতুন পদ তৈরি করেছে।

ভারত হবে নতুন ইঞ্জিনিয়ারিং হাব

যদিও মেটা বিশ্বব্যাপী 1700 টিরও বেশি নতুন পোস্টে বিজ্ঞপ্তি করেছে ৷ বেঙ্গালুরুতে সৃ্ষ্টি 41টি নতুন পদ ভারতে ইঞ্জিনিয়ারিং সেক্টরেও অগ্রগতি করবে বলে মনে করা হচ্ছে । এখনও পর্যন্ত, মেটা ভারতকে ইঞ্জিনিয়ারিং হাব হিসেবে ব্যবহার করেনি, তবে এই নতুন অফিস ভারতীয় ইঞ্জিনিয়ারিং প্রতিভাদের জন্য একটি বড় পরিবর্তন হতে পারে।

মেটার লক্ষ্য কী?

কয়েকদিন আগেই মেটার কর্মী ছাঁটাই-এর ঘটনা সাড়া ফেলে দিয়েছে ৷ যার ফলে বিশ্বব্যাপী কোম্পানির 5% কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিন্তু মেটা, মাইক্রোসফট, গুগল এবং অ্যামাজনের মতো প্রথম সারির প্রযুক্তি কোম্পানিগুলি ভারতে ইঞ্জিনিয়ারিং শিল্প এবং তাদের ব্যবসাটিক পণ্যগুলি শক্তিশালী করার প্রক্রিয়া শুরু করেছে । এই কারণে, কোম্পানিটি একজন ইঞ্জিনিয়ারিং ডিরেক্টর নিয়োগ করবে বেঙ্গালুরুর অফিসের জন্য । এছাড়াও, মেটা তাদের AI প্রযুক্তির সম্প্রসারণের জন্য হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারদের নিয়োগ শুরু করেছে । যারা মেটার ডেটা সেন্টার অপারেশন এবং কাস্টম চিপ ডেভেলপমেন্টে কাজ করবে ৷ যেটি কোম্পানির ক্রমবর্ধমান এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে সাহায্য করবে ৷

আগামী বছরে 21 লক্ষ মহিলা কর্মী নিয়োগ তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে, কারা পাবেন সুযোগ - FEMALE WORKFORCE IN IT SECTOR

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.