ETV Bharat / bharat

পেট্রল পাম্পের কাছে তেলের ট্যাঙ্কার-ট্রাকের সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত 7 - CHEMICAL LADEN TRUCK COLLIDED

শুক্রবার সকালে ভয়াবহ দুর্ঘটনা ৷ তেলের ট্যাঙ্কার ও ট্রাকের সংঘর্ষ ৷ 35 জনের বেশি দগ্ধ হয়েছেন বলে খবর ৷ আহতদের দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী ৷

CHEMICAL LADEN TRUCK COLLIDED
তেলের ট্যাঙ্কার ও ট্রাকের সংঘর্ষ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : 6 hours ago

জয়পুর, 20 ডিসেম্বর: তেলের ট্যাঙ্কার ও ট্রাকের সংঘর্ষ ৷ দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে 7 জনের ৷ আহত হয়েছেন 35 জনের বেশি ৷ শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে জয়পুর-আজমের হাইওয়েতে ৷ এই ঘটনায় 40টি গাড়ি পুড়ে গিয়েছে ৷

আহতদের দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ৷ মুখ্যমন্ত্রী সোয়াই মান সিং হাসপাতালের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন, চিকিৎসায় যেন কোনও ধরনের অবহেলা না হয় । আহতদের তাৎক্ষণিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ঘটনাস্থলে পৌঁছেছেন উপ-মুখ্যমন্ত্রী প্রেমচাঁদ বৈরওয়া ৷ তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত 35 জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভার্তি করা হয়েছে।

তেলের ট্যাঙ্কার-ট্রাকের সংঘর্ষ (ইটিভি ভারত)

পুলিশ জানিয়েছে, একটি দু'টি ট্রাকের সংঘর্ষে আগুন ধরে যায় ৷ এ ঘটনায় বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন ৷ এখনও পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ ডিসিপি পশ্চিম অমিত কুমার বুদানিয়া-সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিক এবং প্রচুর পুলিশকর্মী ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন । ঘটনাস্থলে 24টি দমকল ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে ৷ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পিএমও-এর তরফে এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশের পাশাপাশি প্রধানমন্ত্রী জাতীয় রিলিফ ফান্ড থেকে মৃতের পরিবারকে 2 লক্ষ টাকা এবং আহতদের 50 হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে ৷

ডিসিপি পশ্চিম অমিত কুমার বুদানিয়ার জানান, শুক্রবার সকালে ভাংক্রোটা থানা এলাকায় জয়পুর-আজমের হাইওয়েতে রাসায়নিক ভর্তি একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর একটি পেট্রোল পাম্পের কাছে পার্ক করা একটি সিএনজি গাড়িতে আগুন ধরে যায় । আগুনে আশেপাশের কয়েক ডজন গাড়িও পুড়ে যায় । আগুনে দগ্ধ হয়েছেন অনেকে । আহতদের সোয়াই মান সিং হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে । ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

আগুন এতটাই ভয়াবহ ছিল যে, আশেপাশের লোকজনকে বাইরে না-আসার নির্দেশ দেওয়া হয়েছে । পেট্রল পাম্পেও আগুন লেগে যায় ৷ ভাংক্রোটা, বিন্দায়কা, বাগরু, চিত্রকুট, বৈশালী নগর, কর্নি বিহার, কর্ধানি এবং অন্যান্য জায়গা থেকে পুলিশকর্মীকে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে । ফায়ার সার্ভিসের প্রায় 2 ডজন গাড়ি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে । মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে ।

CHEMICAL LADEN TRUCK COLLIDED
10 জনের বেশি দগ্ধ হয়েছেন বলে খবর (ইটিভি ভারত)

অগ্নিকাণ্ডের ঘটনায় মহাসড়কের পাশের একটি পাইপ কারখানাও পুড়ে ছাই হয়ে গিয়েছে । অগ্নিকাণ্ডের পর বিকট শব্দে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় । চারদিকে আগুন ও ধোঁয়ায় ঢেকে যায় । ভাংক্রোটার স্টেশন হাউস অফিসার (এসএইচও), মনীশ গুপ্ত জানিয়েছেন, আগুন বেশ কয়েকটি ট্রাককে গ্রাস করেছে । কতগুলি ট্রাকে আগুন লেগেছে, সেই সংখ্যাটা এখনও স্পষ্ট নয় । আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷"

CHEMICAL LADEN TRUCK COLLIDED
তেলের ট্যাঙ্কার ও ট্রাকের সংঘর্ষ (ইটিভি ভারত)

তিনি আরও জানান, ঘটনাটি একটি পেট্রল পাম্পের সামনে ঘটেছে । ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ৷ ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে । জয়পুর-আজমের হাইওয়ে-তে যান চলাচল বন্ধ রয়েছে ।

জয়পুর, 20 ডিসেম্বর: তেলের ট্যাঙ্কার ও ট্রাকের সংঘর্ষ ৷ দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে 7 জনের ৷ আহত হয়েছেন 35 জনের বেশি ৷ শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে জয়পুর-আজমের হাইওয়েতে ৷ এই ঘটনায় 40টি গাড়ি পুড়ে গিয়েছে ৷

আহতদের দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ৷ মুখ্যমন্ত্রী সোয়াই মান সিং হাসপাতালের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন, চিকিৎসায় যেন কোনও ধরনের অবহেলা না হয় । আহতদের তাৎক্ষণিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ঘটনাস্থলে পৌঁছেছেন উপ-মুখ্যমন্ত্রী প্রেমচাঁদ বৈরওয়া ৷ তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত 35 জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভার্তি করা হয়েছে।

তেলের ট্যাঙ্কার-ট্রাকের সংঘর্ষ (ইটিভি ভারত)

পুলিশ জানিয়েছে, একটি দু'টি ট্রাকের সংঘর্ষে আগুন ধরে যায় ৷ এ ঘটনায় বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন ৷ এখনও পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ ডিসিপি পশ্চিম অমিত কুমার বুদানিয়া-সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিক এবং প্রচুর পুলিশকর্মী ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন । ঘটনাস্থলে 24টি দমকল ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে ৷ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পিএমও-এর তরফে এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশের পাশাপাশি প্রধানমন্ত্রী জাতীয় রিলিফ ফান্ড থেকে মৃতের পরিবারকে 2 লক্ষ টাকা এবং আহতদের 50 হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে ৷

ডিসিপি পশ্চিম অমিত কুমার বুদানিয়ার জানান, শুক্রবার সকালে ভাংক্রোটা থানা এলাকায় জয়পুর-আজমের হাইওয়েতে রাসায়নিক ভর্তি একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর একটি পেট্রোল পাম্পের কাছে পার্ক করা একটি সিএনজি গাড়িতে আগুন ধরে যায় । আগুনে আশেপাশের কয়েক ডজন গাড়িও পুড়ে যায় । আগুনে দগ্ধ হয়েছেন অনেকে । আহতদের সোয়াই মান সিং হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে । ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

আগুন এতটাই ভয়াবহ ছিল যে, আশেপাশের লোকজনকে বাইরে না-আসার নির্দেশ দেওয়া হয়েছে । পেট্রল পাম্পেও আগুন লেগে যায় ৷ ভাংক্রোটা, বিন্দায়কা, বাগরু, চিত্রকুট, বৈশালী নগর, কর্নি বিহার, কর্ধানি এবং অন্যান্য জায়গা থেকে পুলিশকর্মীকে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে । ফায়ার সার্ভিসের প্রায় 2 ডজন গাড়ি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে । মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে ।

CHEMICAL LADEN TRUCK COLLIDED
10 জনের বেশি দগ্ধ হয়েছেন বলে খবর (ইটিভি ভারত)

অগ্নিকাণ্ডের ঘটনায় মহাসড়কের পাশের একটি পাইপ কারখানাও পুড়ে ছাই হয়ে গিয়েছে । অগ্নিকাণ্ডের পর বিকট শব্দে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় । চারদিকে আগুন ও ধোঁয়ায় ঢেকে যায় । ভাংক্রোটার স্টেশন হাউস অফিসার (এসএইচও), মনীশ গুপ্ত জানিয়েছেন, আগুন বেশ কয়েকটি ট্রাককে গ্রাস করেছে । কতগুলি ট্রাকে আগুন লেগেছে, সেই সংখ্যাটা এখনও স্পষ্ট নয় । আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷"

CHEMICAL LADEN TRUCK COLLIDED
তেলের ট্যাঙ্কার ও ট্রাকের সংঘর্ষ (ইটিভি ভারত)

তিনি আরও জানান, ঘটনাটি একটি পেট্রল পাম্পের সামনে ঘটেছে । ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ৷ ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে । জয়পুর-আজমের হাইওয়ে-তে যান চলাচল বন্ধ রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.