জয়পুর, 21 ডিসেম্বর: তেলের ট্যাঙ্কার ও ট্রাকের সংঘর্ষ ৷ দগ্ধ হয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে মোট 14 জনের ৷ আহত হয়েছেন 30 জনের বেশি ৷ শুক্রবার সকালে ঘটনাটি ঘটে জয়পুর-আজমের হাইওয়েতে ৷ এই ঘটনায় 40টি গাড়ি পুড়ে গিয়েছে ৷
আহতদের দেখতে শুক্রবার হাসপাতালে যান মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ৷ মুখ্যমন্ত্রী সোয়াই মান সিং হাসপাতালের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন, চিকিৎসায় যেন কোনও ধরনের অবহেলা না হয় । আহতদের তাৎক্ষণিক সহায়তা দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। ওইদিনই ঘটনাস্থলে পৌঁছন উপ-মুখ্যমন্ত্রী প্রেমচাঁদ বৈরওয়া ৷ তিনি গতকাল জানিয়েছিলেন, এখনও পর্যন্ত 35 জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভার্তি করা হয়েছে। তাদেরই মধ্যে আরও কয়েকজনের মৃত্যু হয়েছে ৷
পুলিশ জানিয়েছে, একটি দু'টি ট্রাকের সংঘর্ষে আগুন ধরে যায় ৷ এ ঘটনায় বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন ৷ এখনও পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ ডিসিপি পশ্চিম অমিত কুমার বুদানিয়া-সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিক এবং প্রচুর পুলিশকর্মী ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন । ঘটনাস্থলে 24টি দমকল ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে ৷ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পিএমও-এর তরফে এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশের পাশাপাশি প্রধানমন্ত্রী জাতীয় রিলিফ ফান্ড থেকে মৃতের পরিবারকে 2 লক্ষ টাকা এবং আহতদের 50 হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে ৷
Deeply saddened by the loss of lives in the accident on Jaipur-Ajmer highway in Rajasthan. Condolences to those who lost their loved ones. May the injured recover soon. The local administration is assisting those affected.
— PMO India (@PMOIndia) December 20, 2024
An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to…
ডিসিপি পশ্চিম অমিত কুমার বুদানিয়ার জানান, শুক্রবার সকালে ভাংক্রোটা থানা এলাকায় জয়পুর-আজমের হাইওয়েতে রাসায়নিক ভর্তি একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর একটি পেট্রোল পাম্পের কাছে পার্ক করা একটি সিএনজি গাড়িতে আগুন ধরে যায় । আগুনে আশেপাশের কয়েক ডজন গাড়িও পুড়ে যায় । আগুনে দগ্ধ হয়েছেন অনেকে । আহতদের সোয়াই মান সিং হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে । ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷
राजस्थान के जयपुर में हुआ सड़क हादसा अत्यंत दुःखद है। इस हादसे में अपना जीवन गँवाने वाले लोगों के परिजनों के प्रति गहरी संवेदनाएँ व्यक्त करता हूँ। इस संबंध में मुख्यमंत्री श्री @BhajanlalBjp जी से बात हुई। स्थानीय प्रशासन घायलों को तुरंत उपचार प्रदान करने का काम कर रहा है। घायलों…
— Amit Shah (@AmitShah) December 20, 2024
আগুন এতটাই ভয়াবহ ছিল যে, আশেপাশের লোকজনকে বাইরে না-আসার নির্দেশ দেওয়া হয়েছে । পেট্রল পাম্পেও আগুন লেগে যায় ৷ ভাংক্রোটা, বিন্দায়কা, বাগরু, চিত্রকুট, বৈশালী নগর, কর্নি বিহার, কর্ধানি এবং অন্যান্য জায়গা থেকে পুলিশকর্মীকে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে । দমকলের প্রায় 2 ডজন গাড়ি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছে । মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে ।
অগ্নিকাণ্ডের ঘটনায় মহাসড়কের পাশের একটি পাইপ কারখানাও পুড়ে ছাই হয়ে গিয়েছে । অগ্নিকাণ্ডের পর বিকট শব্দে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় । চারদিকে আগুন ও ধোঁয়ায় ঢেকে যায় । ভাংক্রোটার স্টেশন হাউস অফিসার (এসএইচও), মনীশ গুপ্ত জানিয়েছেন, আগুন বেশ কয়েকটি ট্রাককে গ্রাস করেছে । কতগুলি ট্রাকে আগুন লেগেছে, সেই সংখ্যাটা এখনও স্পষ্ট নয় । আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷"
তিনি আরও জানান, ঘটনাটি একটি পেট্রল পাম্পের সামনে ঘটেছে । ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ৷ দমকলের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । এই দুর্ঘটনার জেরে জয়পুর-আজমের হাইওয়ে-তে যান চলাচল বেশ কিছুক্ষণের জন্য বন্ধ ছিল ।