মুম্বই, 20 ডিসেম্বর: বিবাহিত জীবন নিয়ে সোশাল মিডিয়ায় এত কাটাছেঁড়া ৷ সেই অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনকে আবারও দেখা গেল একসঙ্গে ৷ সঙ্গে ছিলেন খোদ অমিতাভ বচ্চনও ৷
বৃহস্পতিবার রাত থেকে টক অফ দ্য টাউন অভি-অ্যাশের জনসমক্ষে আসা ৷ নেপথ্যে মেয়ে আরাধ্যার স্কুল ফাংশন ৷ প্রতিবছরের মতো এই বছরও ধীরুভাই আম্বানি স্কুলে অ্যানুয়াল ডে অনুষ্ঠানের আয়োজন হয় ৷ সেখানেই বচ্চন পরিবারের তিন সদস্যকে দেখা যায় একসঙ্গে ৷ যা দেখে একাধিক অনুরাগী যেমন খুশি হয়েছেন অনেকে আবার কৌতুহল প্রকাশ করেছেন ৷
অনুষ্ঠানের একাধিক ভিডিয়ো ভাইরাল ৷ যেখানে ঐশ্বর্যকে দেখা গিয়েছে কালো রঙের এলিগ্যান্ট পোশাকে ৷ তাঁর পাশে দেখা গিয়েছে অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনকে ৷ এক্ষেত্রে নেটিজেনদের নজরে এসেছে আরও অতিরিক্ত কিছু বিষয় ৷ একদিকে যেমন অভিষেককে দেখা গিয়েছে স্ত্রীর হাত ধরে অনুষ্ঠানে প্রবেশ করতে বা কথা বলতে অন্যদিকে নজরে এসেছে কীভাবে বচ্চন পুত্রবধূ শ্বশুর অমিতাভের পাশে থেকে অনুষ্ঠানের দিকে নিয়ে যাচ্ছেন ৷
বিচ্ছেদ জল্পনার মাঝে প্রথমবার এইভাবে অভি-অ্যাশকে দেখা গেল একসঙ্গে ৷ অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে দুই তারকাকে দেখা গিয়েছে আলাদা আলাদাভাবে ৷ তারপর থেকেই পাওয়ার কাপলকে একসঙ্গে দীর্ঘ কয়েকমাস দেখা যায়নি ৷ তারপরেই গুঞ্জন শুরু হয়, দুজনের বিচ্ছেদ নিয়ে ৷ সেই আগুনে ঘি পড়ে যখন দুবাইয়ে এক অনুষ্ঠানে ঐশ্বর্যর নাম থেকে বাদ পড়ে বচ্চন পদবি ৷
অন্যদিকে, অমিতাভ নিজের ব্লগেও ব্যাঙ্গাত্মক পোস্ট করেছিলেন ৷ যেখানে তিনি বিনা তথ্যে গুজব ছড়ানোর বিষয়ে মুখ খুলেছিলেন ৷ তবে সব মিলিয়ে বচ্চন পরিবারে যে শান্তি নেমেছে তা দেখেই খুশি অনুরাগীরা ৷ পাশাপাশি নিন্দুকদের মুখে ছাই দিয়ে মেয়ে আরাধ্যাকে সঙ্গে নিয়ে দিব্য আছেন অভিষেক বচ্চন-ঐশ্বর্য রাই বচ্চন ৷