ETV Bharat / state

কলকাতায় উদ্ধার আগ্নেয়াস্ত্র, বিহারের 2 বাসিন্দাকে গ্রেফতার করল এসটিএফ - KOLKATA POLICE STF

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে কলকাতার একটি হোটেলে অভিযান চালান এসটিএফ-এর গোয়েন্দারা ৷ আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার 2 ৷

KOLKATA POLICE STF
কলকাতায় এসটিএফ-র অভিযান (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : 6 hours ago

কলকাতা, 20 ডিসেম্বর: কলকাতায় ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার ৷ হোটেলে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র-সহ দু'জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) ৷ ধৃতদের নাম মিরাজ খালেক ও রাহিস কুমার ৷ দু'জনেই বিহারের বাসিন্দা ৷

জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বেনিয়াপুকুর থানা এলাকার একটি হোটেলে অভিযান চালান কলকাতা পুলিশের এসটিএফ-এর গোয়েন্দারা ৷ ধৃতদের ঘরে তল্লাশি চালিয়ে দুটি 9 এমএম পিস্তল-সহ 18 রাউন্ড গুলি উদ্ধার করেন তাঁরা ৷ জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ধৃতরা বিহারের গয়ার বাসিন্দা ৷

এসটিএফ-এর এক আধিকারিক বলেন, "বিহারের 2 বাসিন্দাকে বেনিয়াপুকুরের হোটেল থেকে গ্রেফতার করা হয়েছে ৷ তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে ৷ তদন্ত শুরু হয়েছে ৷ কী কারণে এই 2 ব্যক্তি বিহার থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে কলকাতায় এসেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে ৷" ধৃতদের সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, ধৃতদের শুক্রবার আদালতে পেশ করা হবে ৷ জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে চাইবেন এসটিএফ-এর গোয়েন্দারা ৷ সম্প্রতি, মুর্শিদাবাদে তল্লাশি অভিযান চালিয়ে বাংলাদেশের 3 নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্যকে গ্রেফতার করেছে অসম পুলিশের এসটিএফ শাখার গোয়েন্দারা ৷ কলকাতায় ধৃতদের সঙ্গে জঙ্গি সংগঠনের সদস্যের কোনও যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর ৷

উল্লেখ্য, গত নভেম্বরে বিহারের মুঙ্গেরে একটি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিস পান কলকাতা পুলিশ এবং বিহার পুলিশের এসটিএফ-এর গোয়েন্দারা ৷ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে একযোগে অভিযান চালান দুই রাজ্যের গোয়েন্দারা ৷ অভিযানে একাধিক বেআইনি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেন তাঁরা । এই ঘটনায় সাত ধরনের বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় ৷

পড়ুন: মুঙ্গেরে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিস, গোপন অভিযানে বিরাট সাফল্য কলকাতা পুলিশের

কলকাতা, 20 ডিসেম্বর: কলকাতায় ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার ৷ হোটেলে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র-সহ দু'জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) ৷ ধৃতদের নাম মিরাজ খালেক ও রাহিস কুমার ৷ দু'জনেই বিহারের বাসিন্দা ৷

জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বেনিয়াপুকুর থানা এলাকার একটি হোটেলে অভিযান চালান কলকাতা পুলিশের এসটিএফ-এর গোয়েন্দারা ৷ ধৃতদের ঘরে তল্লাশি চালিয়ে দুটি 9 এমএম পিস্তল-সহ 18 রাউন্ড গুলি উদ্ধার করেন তাঁরা ৷ জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ধৃতরা বিহারের গয়ার বাসিন্দা ৷

এসটিএফ-এর এক আধিকারিক বলেন, "বিহারের 2 বাসিন্দাকে বেনিয়াপুকুরের হোটেল থেকে গ্রেফতার করা হয়েছে ৷ তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে ৷ তদন্ত শুরু হয়েছে ৷ কী কারণে এই 2 ব্যক্তি বিহার থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে কলকাতায় এসেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে ৷" ধৃতদের সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, ধৃতদের শুক্রবার আদালতে পেশ করা হবে ৷ জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে চাইবেন এসটিএফ-এর গোয়েন্দারা ৷ সম্প্রতি, মুর্শিদাবাদে তল্লাশি অভিযান চালিয়ে বাংলাদেশের 3 নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্যকে গ্রেফতার করেছে অসম পুলিশের এসটিএফ শাখার গোয়েন্দারা ৷ কলকাতায় ধৃতদের সঙ্গে জঙ্গি সংগঠনের সদস্যের কোনও যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর ৷

উল্লেখ্য, গত নভেম্বরে বিহারের মুঙ্গেরে একটি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিস পান কলকাতা পুলিশ এবং বিহার পুলিশের এসটিএফ-এর গোয়েন্দারা ৷ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে একযোগে অভিযান চালান দুই রাজ্যের গোয়েন্দারা ৷ অভিযানে একাধিক বেআইনি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেন তাঁরা । এই ঘটনায় সাত ধরনের বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় ৷

পড়ুন: মুঙ্গেরে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিস, গোপন অভিযানে বিরাট সাফল্য কলকাতা পুলিশের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.