মল্লারপুর, 20 ডিসেম্বর: বীরভূমে যাত্রীবাহী বাসের সঙ্গে ধানবোঝাই 16 চাকার লরির সংঘর্ষ ৷ ঘটনায় জখম 20 জন বাসযাত্রী ৷ বাস চালকের অবস্থা আশঙ্কাজনক ।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মধ্যরাতে বীরভূমের রানিগঞ্জ মোড়গ্রাম 14 নম্বর জাতীয় সড়কের মল্লারপুর থানার শ্রী রামকৃষ্ণ আশ্রমের সামনে । প্রথমে স্থানীয় মানুষ ও পরে পুলিশ এসে জখম যাত্রীদের উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মল্লারপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠায় ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খড়গপুর থেকে ট্যুরিস্ট বাসটি শিলিগুড়ি যাচ্ছিল । বাসে 60 জনের বেশি যাত্রী ছিলেন । মল্লারপুরের কাছে সামনের দিক থেকে আসা একটি ধানবোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে ধাক্কা মারে । দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় । স্থানীয়রা দৌড়ে এসে উদ্বার কাজে হাত লাগায় । পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও রামপুরহাট থানার এসডিপিও । জখম 14 জন যাত্রীকে রামপুরহাট মেডিক্যাল ও 6 জনকে মল্লারপুর ব্লক হাসপাতালে পাঠানো হয় ।
জখম এক যাত্রীর কথায়, "বাসটি খড়গপুর থেকে আসছিল ৷ সেসময় লরি এসে ধাক্কা মারে ৷ তাতেই আমরা গুরুতর আহত হই ৷ আমার ফোনগুলো হারিয়ে গিয়েছে ৷ কিছুই খুঁজে পাচ্ছি না ৷"
পুলিশ সূত্রে খবর, জখম যাত্রীদের মধ্যে চার জন মহিলা রয়েছেন । তবে বাস চালককে উদ্ধার করতে বেগ পেতে হয় পুলিশকে । পরে ক্রেন এনে দুটি গাড়ি আলাদা করে বাস চালককে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয় । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চালকের অবস্থা আশঙ্কাজনক । বৃহস্পতিবার রাতের দুর্ঘটনার জেরে 14 নম্বর জাতীয় সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে যায় । পরে রাস্তা পরিষ্কার করে গাড়ি চলাচল স্বাভাবিক করেন পুলিশ আধিকারিকরা ৷ পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে ।