ETV Bharat / entertainment

ফরাসি চলচ্চিত্র উৎসবে শহরে হাজির নাসিরুদ্দিন শাহ - FRENCH FILM FESTIVAL KOLKATA

সিনেমা থেকে ফ্যাশন, ভারত ও ফ্রান্সের যোগসূত্র বেশ পুরনো ৷ এমনটাই উঠে এল অভিনেতা নাসিরুদ্দিন শাহ থেকে পরিচালক গৌতম ঘোষের কথায় ৷

French film festival Kolkata
ফরাসি চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে শহরে হাজির নাসিরুদ্দিন শাহ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Feb 24, 2025, 5:56 PM IST

কলকাতা, 24 ফেব্রুয়ারি: চলচ্চিত্র উৎসবের প্রাণকেন্দ্র হয়ে উঠেছে তিলোত্তমা । প্রায় একই সময়ে তিনটি চলচ্চিত্র উৎসবের সাক্ষী হল শহরবাসী । 'ইন্টারন্যাশনাল স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল', 'বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল' এবং 22 ফেব্রুয়ারি থেকে শুরু হল 'ফ্রেঞ্চ ফিল্ম ফেস্টিভ্যাল', কলকাতা । 23 ফেব্রুয়ারি দেখানো হল অনসূয়া সেনগুপ্ত অভিনীত 'দ্য শেমলেস', শ্যাম বেনেগাল পরিচালিত 'মন্থন' ।

চলচ্চিত্র থেকে ফ্যাশন, নানা বিষয়ে আলোচনা হয় এদিন । সিনেমা থেকে ফ্যাশন - ভারত এবং ফ্রান্স এই দুই দেশের যোগসূত্র যে বেশ পুরনো, তা উঠে আসে অভিনেতা নাসিরুদ্দিন শাহ, পরিচালক গৌতম ঘোষ, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত-সহ অন্যান্য অতিথিদের কথায় । তাঁদের কথায় উঠে আসে ফরাসি চিত্র পরিচালক জঁ লুক গদার, ফাঁসোয়া ত্রুফোরের নাম । তাঁরা সকলেই আশাবাদী, দেশ-বিদেশের এমন ছবি দেখার সুযোগ নষ্ট করবেন না কলকাতার চলচ্চিত্রপ্রেমী মানুষেরা ।

কলকাতায় নাসিরুদ্দিন শাহ (ইটিভি ভারত)

প্রসঙ্গত, 'ফ্রেঞ্চ ফিল্ম ফেস্টিভ্যাল' কলকাতা'-র উদ্বোধন পর্বে হাজির ছিলেন মুম্বইয়ের খ্যাতনামা অভিনেতা নাসিরুদ্দিন শাহ, কলকাতায় ফ্রান্সের কনসাল জেনারেল দিদিয়ের তালপেঁ, অ্যালিয়াঁস ফ্রঁসে দ্যু বেঙ্গালে-র ডিরেক্টর নিকোলাস ফ্যাসিনো, ভারতীয় চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ, অনুভব সিংহ, তৃষাণ সরকার, অভিনেত্রী অনসূয়া সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত, রুক্মিণী মৈত্র, ফরাসি চলচ্চিত্র উৎসবের উপদেষ্টা প্রীতিময় চক্রবর্তী-সহ আরও অনেকে ।

French film festival Kolkata
নাসিরুদ্দিন শাহকে সম্বর্ধনা ফরাসি চলচ্চিত্র উৎসবে (নিজস্ব ছবি)

দিবারাত্র সিনেমা দেখার সুযোগ থাকবে এই চলচ্চিত্র উৎসবে । 1 মার্চ পর্যন্ত ভারতীয় এবং ফরাসি মিলিয়ে 50টিরও বেশি ছবি দেখানো হবে । 28 ফেব্রুয়ারি এবং 1 মার্চ স্বল্প দৈর্ঘ্যের ফরাসি ছবি দেখার সুযোগ থাকছে রাত ন'টা থেকে সকাল সাড়ে 6টা পর্যন্ত । 23 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ নন্দনের বিভিন্ন প্রেক্ষাগৃহে দুপুর দেড়টা থেকে সন্ধে 6টা পর্যন্ত তিনটি পর্বে ফরাসি এবং ভারতীয় ছবি দেখানো হবে বলে জানানো হয়েছে । ফ্রান্সের সমসাময়িক ছবি থেকে শুরু করে অতীতের বিখ্যাত ছবি, অ্যানিমেশন ছবির পাশাপাশি কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত কয়েকটি জনপ্রিয় ছবিও দেখানো হবে ।

French film festival Kolkata
50টিরও বেশি ছবি দেখানো হবে ফরাসি চলচ্চিত্র উৎসবে (নিজস্ব ছবি)

উল্লেখ্য, গত বছর 77তম কান চলচ্চিত্র উৎসবে প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে 'আন সার্টেন রিগার্ড' বিভাগে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কলকাতার মেয়ে অনসূয়া সেনগুপ্ত । যে ছবির জন্য পুরস্কার প্রাপ্তি, সেই 'দ্য শেমলেস' ছবিটিও এবার কলকাতাবাসী দেখার সুযোগ পেল 23 ফেব্রুয়ারি রবিবার দুপুর তিনটের সময় নন্দন 2 প্রেক্ষাগৃহে ।

French film festival Kolkata
ফরাসি চলচ্চিত্র উৎসবে রুক্মিণী মৈত্র (নিজস্ব ছবি)

'ইন্ডিয়া অ্যাট কানস' বিভাগে দেখানো হবে মৃণাল সেনের 'খারিজ', নন্দিতা দাসের 'মান্টো' এবং সত্যজিৎ রায়ের 'ঘরে বাইরে' । এই তালিকাতেই 'দ্য শেমলেস' ছবি, শ্যাম বেনেগাল পরিচালিত 'মন্থন', ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত 'অলীক সুখ' ছাড়াও থাকছে 'সুগার অ্যান্ট স্টার', 'আই, দ্য সং', 'পেটি ভ্যাম্পায়ার', 'দ্য ব্ল্যাক টিউলিপ', 'হোম কামিং', 'উইন্টার বয়', 'গ্রিন টাইড'-সহ বেশকিছু ফরাসি ছবি ।

French film festival Kolkata
ফরাসি চলচ্চিত্র উৎসব কলকাতায় (নিজস্ব ছবি)

কলকাতা, 24 ফেব্রুয়ারি: চলচ্চিত্র উৎসবের প্রাণকেন্দ্র হয়ে উঠেছে তিলোত্তমা । প্রায় একই সময়ে তিনটি চলচ্চিত্র উৎসবের সাক্ষী হল শহরবাসী । 'ইন্টারন্যাশনাল স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল', 'বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল' এবং 22 ফেব্রুয়ারি থেকে শুরু হল 'ফ্রেঞ্চ ফিল্ম ফেস্টিভ্যাল', কলকাতা । 23 ফেব্রুয়ারি দেখানো হল অনসূয়া সেনগুপ্ত অভিনীত 'দ্য শেমলেস', শ্যাম বেনেগাল পরিচালিত 'মন্থন' ।

চলচ্চিত্র থেকে ফ্যাশন, নানা বিষয়ে আলোচনা হয় এদিন । সিনেমা থেকে ফ্যাশন - ভারত এবং ফ্রান্স এই দুই দেশের যোগসূত্র যে বেশ পুরনো, তা উঠে আসে অভিনেতা নাসিরুদ্দিন শাহ, পরিচালক গৌতম ঘোষ, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত-সহ অন্যান্য অতিথিদের কথায় । তাঁদের কথায় উঠে আসে ফরাসি চিত্র পরিচালক জঁ লুক গদার, ফাঁসোয়া ত্রুফোরের নাম । তাঁরা সকলেই আশাবাদী, দেশ-বিদেশের এমন ছবি দেখার সুযোগ নষ্ট করবেন না কলকাতার চলচ্চিত্রপ্রেমী মানুষেরা ।

কলকাতায় নাসিরুদ্দিন শাহ (ইটিভি ভারত)

প্রসঙ্গত, 'ফ্রেঞ্চ ফিল্ম ফেস্টিভ্যাল' কলকাতা'-র উদ্বোধন পর্বে হাজির ছিলেন মুম্বইয়ের খ্যাতনামা অভিনেতা নাসিরুদ্দিন শাহ, কলকাতায় ফ্রান্সের কনসাল জেনারেল দিদিয়ের তালপেঁ, অ্যালিয়াঁস ফ্রঁসে দ্যু বেঙ্গালে-র ডিরেক্টর নিকোলাস ফ্যাসিনো, ভারতীয় চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ, অনুভব সিংহ, তৃষাণ সরকার, অভিনেত্রী অনসূয়া সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত, রুক্মিণী মৈত্র, ফরাসি চলচ্চিত্র উৎসবের উপদেষ্টা প্রীতিময় চক্রবর্তী-সহ আরও অনেকে ।

French film festival Kolkata
নাসিরুদ্দিন শাহকে সম্বর্ধনা ফরাসি চলচ্চিত্র উৎসবে (নিজস্ব ছবি)

দিবারাত্র সিনেমা দেখার সুযোগ থাকবে এই চলচ্চিত্র উৎসবে । 1 মার্চ পর্যন্ত ভারতীয় এবং ফরাসি মিলিয়ে 50টিরও বেশি ছবি দেখানো হবে । 28 ফেব্রুয়ারি এবং 1 মার্চ স্বল্প দৈর্ঘ্যের ফরাসি ছবি দেখার সুযোগ থাকছে রাত ন'টা থেকে সকাল সাড়ে 6টা পর্যন্ত । 23 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ নন্দনের বিভিন্ন প্রেক্ষাগৃহে দুপুর দেড়টা থেকে সন্ধে 6টা পর্যন্ত তিনটি পর্বে ফরাসি এবং ভারতীয় ছবি দেখানো হবে বলে জানানো হয়েছে । ফ্রান্সের সমসাময়িক ছবি থেকে শুরু করে অতীতের বিখ্যাত ছবি, অ্যানিমেশন ছবির পাশাপাশি কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত কয়েকটি জনপ্রিয় ছবিও দেখানো হবে ।

French film festival Kolkata
50টিরও বেশি ছবি দেখানো হবে ফরাসি চলচ্চিত্র উৎসবে (নিজস্ব ছবি)

উল্লেখ্য, গত বছর 77তম কান চলচ্চিত্র উৎসবে প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে 'আন সার্টেন রিগার্ড' বিভাগে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কলকাতার মেয়ে অনসূয়া সেনগুপ্ত । যে ছবির জন্য পুরস্কার প্রাপ্তি, সেই 'দ্য শেমলেস' ছবিটিও এবার কলকাতাবাসী দেখার সুযোগ পেল 23 ফেব্রুয়ারি রবিবার দুপুর তিনটের সময় নন্দন 2 প্রেক্ষাগৃহে ।

French film festival Kolkata
ফরাসি চলচ্চিত্র উৎসবে রুক্মিণী মৈত্র (নিজস্ব ছবি)

'ইন্ডিয়া অ্যাট কানস' বিভাগে দেখানো হবে মৃণাল সেনের 'খারিজ', নন্দিতা দাসের 'মান্টো' এবং সত্যজিৎ রায়ের 'ঘরে বাইরে' । এই তালিকাতেই 'দ্য শেমলেস' ছবি, শ্যাম বেনেগাল পরিচালিত 'মন্থন', ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত 'অলীক সুখ' ছাড়াও থাকছে 'সুগার অ্যান্ট স্টার', 'আই, দ্য সং', 'পেটি ভ্যাম্পায়ার', 'দ্য ব্ল্যাক টিউলিপ', 'হোম কামিং', 'উইন্টার বয়', 'গ্রিন টাইড'-সহ বেশকিছু ফরাসি ছবি ।

French film festival Kolkata
ফরাসি চলচ্চিত্র উৎসব কলকাতায় (নিজস্ব ছবি)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.