MLA Denies Threatening Video : "হুমকি ভিডিয়ো" প্রসঙ্গ অস্বীকার পাণ্ডবেশ্বরের বিধায়কের

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 29, 2022, 2:06 PM IST

Updated : Feb 3, 2023, 8:21 PM IST

"হুমকি ভিডিও" প্রসঙ্গে সরাসরি 90 ডিগ্রি পালটি খেলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী । তিনি বলেন "ভাইরাল বুঝি না । তবে শুনেছি হয়েছে । ওটা পুরানো ভিডিয়ো হতে পারে ।" পাশাপাশি জিতেন্দ্র তিওয়ারির দিকে আঙুল তুলে নরেন্দ্রনাথ চক্রবর্তীর দাবি, "আমাদের জেলা সভাপতি যিনি ছিলেন, বর্তমানে তিনি বিজেপিতে গিয়েছেন, সেই সময় তাঁর নির্দেশে অনেক কিছুই করেছি আমরা । আমরা নিচুতলার কর্মী, যা নির্দেশ আসত তাই করতাম (Threat Video of Pandaveswar MLA Goes Viral) ৷" প্রসঙ্গত, বিজেপি সমর্থকদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে ৷ সোশ্যাল মিডিয়ায় সেই হুমকি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ অভিযোগ, কট্টর বিজেপি সমর্থকদের ভয় দেখানোর নির্দেশ দিয়েছেন তিনি ৷ যার পালটা তৃণমূল বিধায়ককে জেলের হাওয়া খাওয়ানোর হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ৷ অন্যদিকে তৃণমূলের জেলা সভাপতি তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় বলেন, "আমি খোঁজ নিয়ে দেখছি । তবে সত্যি যদি এমন ভাষা বলে থাকেন, সেটা উচিত নয় । এটা আমাদের সংস্কৃতির সঙ্গে যায় না । উচ্চ নেতৃত্ব বিষয়টি দেখে সিদ্ধান্ত নেবেন ।"
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.