Saktigarh Train Derailed: শক্তিগড়ে রেল দুর্ঘটনায় চরম দুর্ভোগে দূরপাল্লার যাত্রীরা - শক্তিগড়ে দুর্ঘটনা
🎬 Watch Now: Feature Video
শক্তিগড়ে লোকাল ট্রেন লাইনচ্যুত হয়ে যাওয়ার ঘটনায় জেরে চরম দুর্ভোগের শিকার নিত্যযাত্রীরা । আসানসোল রেল ডিভিশনের বিভিন্ন স্টেশনে বহু সময় ধরে রাজধানী-সহ হাওড়াগামী ডাউন বিভিন্ন ট্রেন দাঁড়িয়ে রইল। এর ফলে গন্তব্যে পৌঁছতে দেরি হল রেলযাত্রীদের । তবে দেরি হলেও রাজধানীর যাত্রীরা রেলের পরিষেবা নিয়ে যথেষ্ট সন্তুষ্ট। অন্যদিকে শক্তিগড়ে দুর্ঘটনার জেরে আসানসোল, ধানবাদ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করা হয়েছে । কিছু ট্রেনকে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার আগেই দাঁড় করিয়ে দেওয়া হয়েছে । সকাল থেকেই আসানসোল রেল ডিভিশনের আসানসোল, সীতারামপুর স্টেশন-সহ ধানবাদে বিভিন্ন দূর পাল্লার ট্রেন দাঁড়িয়ে পড়ে । শক্তিগড়ে ট্রেন দুর্ঘটনার জেরে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় । আসানসোল স্টেশনে দাঁড়িয়ে যায় কলকাতা সীতামাঢ়ি এক্সপ্রেস-সহ বিভিন্ন ট্রেন । ভোর তিনটে 50 মিনিটে ট্রেনটির কলকাতা ঢোকার কথা ছিল বলে রেল যাত্রীরা জানায়। কিন্তু ভোর পর্যন্ত সীতারামপুর স্টেশনেই ট্রেন দাঁড়িয়েছিল । তারপর আসানসোলে নিয়ে এসে বেশ কয়েকঘণ্টা ধরে ট্রেনটিকে দাঁড় করিয়ে দেওয়া হয়। ফলে হয়রানির শিকার হতে হয় যাত্রীদের।