Bidhannagar Municipal Corporation: এবার সল্টলেকেও বন্ধ হচ্ছে হুক্কা বার! কেএমসি'র পথেই বিধাননগর পৌরনিগম
🎬 Watch Now: Feature Video
কলকাতা কর্পোরেশনের দেখানো পথেই হাঁটতে চলেছে বিধাননগর পৌরনিগম (Bidhannagar Municipal Corporation)৷ বিধাননগরে হুক্কা বারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে সোমবার পুলিশকে চিঠি দেন বিধাননগর পৌরনিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত (Hookah Bar Will Closed Soon in Bidhannagar says Sabyasachi Dutta)৷ এমনকি পৌরনিগমের বার্ষিক বোর্ড মিটিংয়েও হুক্কা বারগুলির লাইসেন্স রিনিউ না করার প্রস্তাব আনার কথা জানালেন তিনি ৷ তাঁর বিশ্বাস, জানুয়ারি 2023-এ পৌরনিগমের বার্ষিক বোর্ড মিটিংয়ে তিনি এই প্রস্তাব আনলে কোনও কাউন্সিলর বা মেয়র আপত্তি করবেন না ।
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST