HS Result 2022: মা মুদির দোকান চালান, অভাবকে সঙ্গী করেই সফল চুচুঁড়ার নীতীশ - Hooghly News
🎬 Watch Now: Feature Video
11 বছর আগের কথা ৷ ছেলেকে স্কুলে ভর্তি করার পরই মারা যান নলিনীরঞ্জন হালদার ৷ তারপর থেকে ছোট্ট নীতীশকে নিয়ে একাই সংসার টেনেছেন নলিনীরঞ্জনের স্ত্রী প্রভাতী হালদার ৷ এক চিলতে একটি মুদির দোকান চালান তিনি ৷ মাসে মেরেকেটে 5 হাজার টাকাও উপার্জন হয় কি না সন্দেহ! সেইটুকু পাথেয় করেই ছেলেকে মানুষ করেছেন প্রভাতী ৷ আজ সেই ছেলেই মায়ের মুখ উজ্জ্বল করেছে ৷ উচ্চমাধ্যমিকে চতুর্থ স্থান অধিকার (HS Result 2022) করেছে হুগলির (Hooghly) চুঁচুড়ার (Chinsurah) বাসিন্দা নীতীশকুমার হালদার ৷ তার প্রাপ্ত নম্বর 495 ৷ এই খবর চাউর হতেই হালদারদের বাড়িতে ভিড় জমান সাংবাদিকরা ৷ অত্যন্ত সাবলীল এবং পরিণতভাবে তাঁদের সমস্ত প্রশ্নের উত্তর দেয় নীতীশ ৷ অন্যদিকে, ছেলের এই সাফল্যে আপ্লুত মা প্রভাতী ৷ ক্যামেরার সামনে চোখের জল ধরে রাখতে পারছিলেন না তিনি ৷ তাঁর আক্ষেপ, ছেলের এই সাফল্য দেখে যেতে পারলেন না স্বামী ৷ একইসঙ্গে, প্রভাতী জানান, অসময়ে বহু মানুষ পাশে দাঁড়িয়েছেন বলেই আজ নীতীশ এই সাফল্য পেয়েছে ৷ একই সুর শোনা গিয়েছে কৃতী ছাত্রের গলাতেও ৷
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST