Leena Gangopadhyay: মুখ্যমন্ত্রীর আগে মালবাজারে পরিদর্শনে মহিলা কমিশনের চেয়ারপার্সন - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
🎬 Watch Now: Feature Video
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) যাওয়ার আগে মালবাজারে হড়পা বানে মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপার্সন (Chairperson of state Women Commission) লীনা গঙ্গোপাধ্যায় (Leena Gangopadhyay) । এদিন সকালে প্রথমে লীনা মালবাজারের (Malbazar) বিসর্জন ঘাট পরিদর্শন করেন । এরপর মালবাজারের এসডিওকে সঙ্গে নিয়ে মাল নদী পরিদর্শন করেন তিনি । লীনা গঙ্গোপাধ্যায় জানান, যে ঘটনা ঘটেছে তা দুর্ভাগ্যজনক । যারা মারা গিয়েছেন, সেই ক্ষতি কোনওদিনই পূরণ করা যাবে না । তবে যে অভিযোগ উঠেছিল প্রশাসনের লোক কম ছিল ঘটনার দিন, সেটা ঠিক নয় । এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও সচেতন হতে হবে ।
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST